Janmashtami Big Dhamaka News 2024: প্রায় ৩০ বছর পর এই তিনটি রাশির ভাগ্যে থাকবে গোপালের অপার মহিমা!
Janmashtami Big Dhamaka News 2024:
জন্মাষ্টমী আমাদের হিন্দুদের জন্য আরও একটি বড়ো উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। কারণ এই তিথিতে স্বয়ং প্রভু কৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন জীবের উদ্ধারে এবং কংশকে ধ্বংস করতে। শাস্ত্রে রয়েছে এই জন্মাষ্টমী উৎসব পালন করলে অনেক পূণ্য ফল অর্জন করা যায়।
সেই সূত্র ধরেই এই জন্মাষ্টমীতে ভাগ্য খুলতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের। কাজেই এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য জন্মাষ্টমী উৎসব পালন করা আরও সৌভাগ্যজনক হবে। প্রায় ৩০ বছর পর এই বছরের জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগও গঠিত হচ্ছে। যার ফলে সব বাধা বিঘ্ন হবে চূর্ণ, বাড়বে আয় উন্নতি। তো আসুন জেনে নেওয়া যাক কোন তিনটি রাশি এবছরের জন্মাষ্টমীতে গোপালের অপার কৃপা লাভ করবে। Janmashtami Big Dhamaka News 2024
Table of Contents
জন্মাষ্টমী উৎসব:
ভগবান কৃষ্ণ আমাদের সকলের প্রিয় ভগবান বিষ্ণুর অবতার এবং কৃষ্ণের বালক রূপ গোপাল। আমরা সকলেই জানি, শ্রী লীলাধারীর ১০৮ টি নাম, ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে এক এক সময় এক এক রূপ ধারণ করাই তার একাধিক নামও রয়েছে। বৃদ্ধাবন, মথুরা, গোকূল, নদীয়া প্রভুর সব স্থানে এই উৎসব অনেক বড়ো করে আয়োজিত হয়ে থেকে, এমনকি এখন তো ভারতের অনেক জায়গায় গোপালের জন্ম তিথির আনন্দে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। Janmashtami Big Dhamaka News 2024
এই জন্মাষ্টমীর মহিমা রয়েছে অনেক। শাস্ত্র মতে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর পর এই বছরের জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ ও শশ রাজযোগ গঠিত হচ্ছে। যার ফলে সৌভাগ্য ফিরবে তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে। এই বছর ২৭ শে আগষ্ট আগামী মঙ্গলবার জন্মাষ্টমীর তিথি পড়েছে। শাস্ত্র মতে, এই পূর্ণ তিথিতে উপাস রেখে নিষ্ঠা সহকারে পূজার্চনা করলে একসঙ্গে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। ভগবান বিষ্ণুর আশীর্বাদে সকল বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায় এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে ধন, অর্থ ও সুখ শান্তির অভাব হবে না।
ভাগ্য পরিবর্তিত হবে এই তিনটি রাশির:
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ভগবান শ্রী কৃষ্ণ আবির্ভূত হন ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। আর এই সময় নক্ষত্র ছিলো রোহিনী এবং চাঁদ ছিল বৃষ রাশিতে অবস্থিত। সেই সময় নাকি অনেক ধরনের কাকতালীয় ঘটনা ঘটেছিলো বলে শোনা গিয়েছে। জ্যোতিষীদের ধারণা এই বছরও এমন কিছু দুর্লভ পরিবর্তন দেখা যাবে তিনটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। সেই তিনটি রাশি কি এবং নিম্নে সেই সম্পর্কে আলোচনা করা হলো। Janmashtami Big Dhamaka News 2024
১. ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকারা এই বছর জন্মাষ্টমী তিথিতে স্বয়ং প্রভু শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। যার ফলে আপনার কর্ম জীবনে অনেক অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। ব্যবসাদার এবং চাকরীজীবী উভয়ের জীবনে পদোন্নতির সুযোগ রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে। বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে এবং হারিয়ে যাওয়া কিছু আবার ফিরে পেতে পারেন। শরীর নিয়ে কোনো চিন্তা নেই। Janmashtami Big Dhamaka News 2024
২. কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকারাও পূর্ণ আশীর্বাদ পাবেন ভগবান শ্রী কৃষ্ণের। যদি আপনি ব্যবসায় স্টক মার্কেটে বিনিয়োগকারী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভালো সময় আসতে চলেছে। পরিবারে ও ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু স্বাস্থ্য বিষয়ে একটু বেশি নজর রাখতে হবে।
৩. মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জীবনেও ভালো সময় আসতে চলেছে ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদে। অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে। শিক্ষার্থীদের পড়াশোনার ভালো সুযোগ আসতে চলেছে। ব্যবসা বা চাকরী অর্থাৎ আর্থিক দিক দিয়ে পূর্ণ সমর্থন পাবেন।
Disclaimer:
মহা জন্মাষ্টমীর এই যোগগুলি এবং এই তিনটি রাশিফল সম্পর্কিত তথ্য সমস্তটাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সংগ্রহ করা। এখানে আলোচ্য কোনো রকম তথ্যে প্রদানের জন্য আমাদের ওয়েবসাইট Yoo Bong দায়ী নয়। আরও একবার বলছি, সমস্ত তথ্য সংগ্রহ করা। কোনো রকম ভুল ত্রুটি করলে মাফ করবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।