Census In India New Update 2024: ১৩ বছর পর শুরু হচ্ছে জনগণনার কাজ! দেখুন কি কি নথিপত্র প্রয়োজন হবে?
Census In India New Update 2024:
আবার ১৩ বছর পর আদমশুমারি বা জনগণনা শুরু হচ্ছে ভারতে। এটি খুবই একটি বড়ো গুরুত্বপূর্ণ খবর সকল ভারতবাসীর কাছে। অনেক বছর ধরেই ভারতে বন্ধ ছিল জনগণনার কাজ। নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০২৪ সালেই তা আবার আয়োজিত হতে চলেছে। কী কী নথিপত্র প্রয়োজন হবে সকলের? কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সবটা জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করা হইলো। Census In India New Update 2024
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জানান, ২০২৬ সালের মধ্যে আদমশুমারি বা জনগণনার ফলাফল ঘোষণা করবেন তিনি। সেই হিসাব মতো এই বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে শুরু করা হবে ভারতে আদমশুমারি বা জনগণনার কাজ, কারণ প্রায় দেড় বছর ধরে চলবে আদমশুমারি বা জনগণনার কাজ তাই ২০২৪ সালের শেষের দিক থেকে শুরু হয়ে যাবে এই কাজের প্রক্রিয়া।
Table of Contents
আদমশুমারি বা জনগণনা কাকে বলে?
প্রতি ১০ বছর অন্তর অন্তর ভারতে আদমশুমারি বা জনগণনা করা হয়। আর এটা দেশের নাগরিকদের জন্যে অনেকটা গুরুত্বপূর্ণ। সরকারের নির্দেশ অনুযায়ী ১৮৭২ সাল থেকে শুরু হয় এই আদমশুমারি বা জনগণনার নীতি। সেই থেকে প্রতি ১০ বছর অন্তর অন্তর এই আদমশুমারি বা জনগণনার প্রক্রিয়াটি চালিয়ে যাওয়া হয়। তবে গত ২০১১ সালের পর ভারতে আর আদমশুমারি বা জনগণনা অনুষ্ঠিত হয় নি। Census In India New Update 2024
২০১১ সালের পর ২০২৩ সালে আবার ভারতে এই আদমশুমারি বা জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নি। তাই এই বছর অর্থাৎ ২০২৪ সালে আমাদের দেশের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নেন সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিক থেকেই শুরু করে দেওয়া হবে আদমশুমারি বা জনগণনার কাজ। শোনা গিয়েছে, রাজনীতি মহলে কথা উঠছে “কেন মোদী সরকার ভারতে আসার পর একবারও আদমশুমারি বা জনগণনা করা হয় নি?” এই নিয়ে প্রশ্ন তুলছে বিজেপির বিরোধীরা। তাদেরকে উদ্দেশ্যে করে মোদীর পাল্টা উত্তর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর পরই আদমশুমারি বা জনগণনার কাজ শুরু করা হবে।
কিভাবে সম্পন্ন হবে এই আদমশুমারি বা জনগণনার কাজ?
আপনাদের বাড়িতে যাবে কোনো সরকারি বা বেসরকারি বা কোনো এজেন্সির কর্মী। কর্মীরা বাড়িতে গিয়ে কিছু প্রশ্ন করবে আপনাদের, যেমন- পরিবার সম্পর্কে, আপনার জীবিকা ও মাসিক বা বার্ষিক আয় সম্পর্কে ইত্যাদি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন তারা আপনাদের এবং আপনাদের উত্তর তারা নথিভূক্ত করে নিয়ে আসবে। Census In India New Update 2024
বাড়িতে এসে আপনাদের কী প্রশ্ন করবে কর্মীরা?
১. আপনার বাড়ির সদস্য সংখ্যা কত রয়েছে?
২. বাড়ির সদস্যদের নাম কি, বয়স কত, লিঙ্গ কি?
৩. বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে?
এই ধরনের সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবেন কর্মীরা।
আদমশুমারি বা জনগণনার কাজ কবে থেকে শুরু হবে?
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য অনুযায়ী চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে আদমশুমারি বা জনগণনার কাজ। একই সাথে দীর্ঘ দেড় বছর চলবে এই কাজ ও ২০২৬ সালে এর ফলাফল প্রকাশিত হবে। Census In India New Update 2024
নথিপত্র কি কি প্রয়োজন হবে?
প্রাথমিকভাবে তো কোনো নথিপত্রের প্রয়োজন হয় না। তবে অনেক সময় যে কর্মীরা আপনাদের বাড়িতে আদমশুমারির বা জনগণনার কাজ করতে আসবে তারা আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা কোনো নথিপত্র দেখতে চাইতে পারে।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।