Upper Primary Recruitment News 2024: পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে শুরু হচ্ছে ১৪০৫২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ!

Upper Primary Recruitment News 2024: পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে শুরু হচ্ছে ১৪০৫২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ!

Upper Primary Recruitment News 2024:

পশ্চিমবঙ্গের চাকরী প্রার্থীদের জন্য রয়েছে একটি দারুন সুসংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্যের উচ্চ প্রাথমিক চাকরীতে আবেদনকারী প্রার্থীদের। বহু প্রতীক্ষার পর দীর্ঘ ৮ বছর পর হাইকোর্টের রায়ে খোলসা হলো উচ্চ প্রাথমিক স্তরে পরীক্ষা দেওয়া প্রার্থীদের চাকরীর নিয়োগ প্রক্রিয়া।

হাইকোর্ট থেকে নির্দেশ জারি করা হয়েছে, ১৪০৫২টি পদে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য। এর পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, প্রথম মেধা তালিকা থেকে যে সমস্ত প্রার্থীরা বাদ গিয়েছিল তাদেরকে আগে নিযুক্ত করতে হবে। প্রথম মেধা তালিকা থেকে ১৪৬৩ জন প্রার্থী বাদ গিয়েছিল, তাদেরকে নিযুক্ত করেই পরবর্তী নামের তালিকা তৈরি করা হবে। আরও জানিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কাউন্সিলিং তৈরি করে SSC- কে রিপোর্ট দেওয়ার নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্ট। Upper Primary Recruitment News 2024

রাজ্য সরকারের নয়া নির্দেশিকা:

২০১৬ সালে রাজ্য সরকার Upper Primary বা উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য ১৪৩৩৯ টি শূন্য পদের নির্দেশিকা জারি করেছিলেন। এরপর SSC পরীক্ষা শেষ হওয়ার পর মেধাতালিকা প্রকাশ করলে দেখা যায় সেখানে ১৪০৫২ জনের নাম রয়েছে। সেই থেকে শুরু হয় ঝামেলা, চাকরী প্রার্থীরা মামলা জানায় হাইকোর্টে। এর ফলাফল স্বরূপ ২০২১ সালে অর্থাৎ দীর্ঘ ৪ বছর পর SSC পরীক্ষার মেধাতালিকা থেকে ১৪৬৩ টি জন চাকরী প্রার্থীদের নাম বাতিল করে দেওয়া হয়েছিলো। Upper Primary Recruitment News 2024

Upper Primary Recruitment News 2024
Upper Primary Recruitment News 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপর শুরু হয় আর এক দফা লড়াই, SSC পরীক্ষার মেধাতালিকা থেকে বাদ যাওয়া সেই সমস্ত পরীক্ষার্থীরা একের পর এক অর্থাৎ একাধিক মামলা করেছেন কোলকাতা হাইকোর্টে। ২০২৪ সালে অর্থাৎ চলতি বছরের গত ২৮ আগস্ট বুধবার কোলকাতা হাইকোর্ট সেই মামলার শুনানি জানিয়েছেন এবং রায় দিয়েছেন যে ১৪৬৩ জন পরীক্ষার্থীদের SSC পরীক্ষার মেধাতালিকা থেকে বাদ করা হয়েছিলো তা পুরোপুরি ভাবে ভুল ছিলো। তাই সেদিন কোলকাতা হাইকোর্টের বিচারপতি তপৌব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ- এ নির্দেশ দিয়েছেন যে, যে সমস্ত পরীক্ষার্থীরা অর্থাৎ ১৪৬৩ জন পরীক্ষার্থীদের যুক্ত করে মোট ১৪০৫২ জনের মেধাতালিকা নতুন করে প্রকাশ করতে হবে SSC – কে। এর পাশাপাশি জানিয়ে দিয়েছেন, আগামী ১ মাসের মধ্যে এই মেধাতালিকা প্রকাশ করতে হবে, এর অন্যথা হওয়া চলবে না।

আরও পড়ুন- Rule Change From 1st September 2024: আধার কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস ও অন্যান্য ,1 সেপ্টেম্বর থেকে এই 6 পরিবর্তন ঘটবে।

Leave a Comment