New Aadhaar Card 2024: নতুন করে পাবেন আধার কার্ড 9.3 লক্ষ গ্ৰাহক, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

New Aadhaar Card 2024: নতুন করে পাবেন আধার কার্ড 9.3 লক্ষ গ্ৰাহক, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

New Aadhaar Card 2024:

Aadhaar Card: ভারতের সাধারণ মানুষের কাছে আধার কার্ডটি যে কত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র সেটি আর আলাদা করে উল্লেখ করার নয়। প্রায় সকল ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। সরকারের তরফে মাঝেমধ্যেই আধার কার্ড আপডেট করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। বিনামূল্য আধার কার্ড আপডেট করার জন্য আগামী 14 September পর্যন্ত সময়সীমা জারি করা হয়েছে।

এহেন পরিস্থিতির মধ্যে জানা গেল, একটি বড় খবর! সাধারণ মানুষকে নতুন করে আধার কার্ড দেওয়া হবে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। 9.3 লক্ষ মানুষের কাছে এই ঘোষণা অত্যন্ত বড় খবর। কবে থেকে, কারা নতুন করে আধার কার্ড পাবেন? সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে। New Aadhaar Card 2024

সাধারণ মানুষ পাবেন নতুন আধার কার্ড!

মুখ্যমন্ত্রী রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। সকলকে দেওয়া হবে নতুন করে আধার কার্ড। রাজ্য সরকারের তরফে থেকে লক্ষ লক্ষ জনতার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর ফলে উপকৃত হবেন আমজনতা। রাজ্যসরকার এমনটাই মনে করছে। কিন্তু কিছু প্রশ্ন উঠে আসে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কবে থেকে দেওয়া শুরু হবে নতুন আধার কার্ড? New Aadhaar Card 2024

সম্প্রতি অসম সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাটি হল আধার কার্ড সম্পর্কিত। সম্প্রতি এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার দিন জানিয়েছেন, 2019 সালের February থেকে 2024 সালের Agusut মাসের মধ্যে যে সকল জনতা বায়োমেট্রিক দিয়েছেন, এবার তাঁদের আধার কার্ড দেওয়ার জন্য কেন্দ্র সরকার UIDAI-কে নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে বলেন, UIDAI পরিচালনার জন্য 9.3 লক্ষ সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হয়েছেন। এর পাশাপাশি তিনি এর জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

New Aadhaar Card 2024
New Aadhaar Card 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র সরকার আসামে 935682 টি আধার কার্ড বিতরণ বন্ধ করে দিয়েছেন। তারা 2019 সালের February মাস থেকে 2025 সালের August মাস পর্যন্ত বায়োমেট্রিক দিয়েছে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে এনআরসির সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, রাজ্য সরকার গত দু’বছর ধরে মানুষের কাছে আধার কার্ড পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখার জন্য একটি মন্ত্রিসভা উপ-কমিটি গঠন করেছি এবং বিভিন্ন সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। গত দুই বছর ধরে আমরা ভারত সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। 29 July রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সেই সাধারণ মানুষের আধার কার্ড দেওয়ার জন্য অনুরোধ করে। সেদিন কেন্দ্র সরকার UIDAI-কে ওই সাধারণ মানুষদের আধার কার্ড দেওয়ার নির্দেশ দেয়।’

রাজ্যে CAA-NRC লাগু হওয়ার মধ্যেই কেন্দ্র সরকার সাধারণ মানুষদের আধার কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বর্ষীয়ান নেতা চম্পেই সোরেন বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী 30 August বিজেপিতে যোগ দেবেন। তবে অসম সরকার আশা করছে, রাজ্যের জনসাধারণ উপকৃত হবেন। সেই রাজ্যের 9 লক্ষেরও বেশি সাধারণ মানুষ‌ খুব তাড়াতাড়ি নতুন আধার কার্ড পাবেন।

আরও পড়ুন:Rule Change From 1st September 2024: আধার কার্ড থেকে শুরু করে রান্নার গ্যাস ও অন্যান্য ,1 সেপ্টেম্বর থেকে এই 6 পরিবর্তন ঘটবে।

Leave a Comment