West Bengal Government Job News 2024: রাজ্যে নিয়োগের বড় খবর। নতুন করে সরকারি চাকরি হবে 552 টি শূন্যপদে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
West Bengal Government Job News 2024
West Bengal Government Job News 2024:- পুজোর আগেই রাজ্যের কর্মপ্রাথীদের জন্য সুখবর। নতুন করে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে 673 টি শূন্যপদে। বুধবার নবান্নে পৌরাহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ , দমকল সহ বিভিন্ন দফতরে এই নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী তারাতারি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করার নির্দেশ দিয়েছেন। চাকরিপ্রার্থীরা মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে নিয়োগের সিদ্ধান্ত খবর শুনে আশার আলো দেখছেন। West Bengal Government Job News 2024
Table of Contents
একই দিনে মন্ত্রিসভার বৈঠকে 673 টি নতুন পদ সৃষ্টি করার হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টরের পদ রয়েছে 498 টি এবং দমকল ও জরুরি পরিষেবা বিভাগে পদ রয়েছে 122 টি। আর বাকি পদগুলি বিভিন্ন দফতরে জন্য রয়েছে। রাজ্য সরকার মূলত আইনশৃঙ্খলার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আরজি কর কান্ডের পরে থেকেই রাজ্যজুড়ে অরাজকতা সৃষ্টিতে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী দলগুলো সহ ভুঁইফোঁড় একাধিক সংগঠন। সেই অরাজকতা সামলাতে পুলিশের সাব ইন্সপেক্টরের পদে নিয়োগ করা হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নবান্ন অভিযানে পুলিশের সংযমী ভূমিকার প্রশংসা করেছেন। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আরজি করের ঘটনার রাজনৈতিক ফায়দা তুলার প্রচুর চেষ্টা করা হয়েছে। নবান্ন অভিযানের তান্ডবের পরেও পুলিশ যেভাবে সহনশীলতা দেখিয়েছেন তার সত্যিই প্রশংসনীয়। পুলিশের ধৈর্য না দেখালে পরিস্থিতি অন্যরকম হতে পারত”।
উল্লেখিত গত June মাসেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে, 552 টি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরে 105এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরে 270টি নতুন চাকরি দেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষা দফতরের তরফ থেকে বিদ্যালয়ে 35 জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। West Bengal Government Job News 2024
রাজ্যে ফের শিক্ষক নিয়োগের খবরে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।রাজ্য সরকার সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবেন। পূর্ণ সময়ের শিক্ষক নয়, নিয়োগ হবে পার্শ্ব-শিক্ষক। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বুধবার। আপাতত রাজ্য সরকার পূর্ণ সময়ের বদলে প্যারা-টিচার নিয়োগের পথেই হাঁটল।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে 35 জন, পশ্চিম মেদিনীপুর জেলায় 43 জন, ঝাড়গ্রাম জেলায় 14 জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে ভলান্টিয়ার টিচার হিসাবে। রাজ্য মন্ত্রিসভায় এদিন এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আরও পড়ুন: New Aadhaar Card 2024: নতুন করে পাবেন আধার কার্ড 9.3 লক্ষ গ্ৰাহক, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।