West Bengal ICDS Vacancy 2024: 834 টি শূন্যপদে রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ। বিস্তারিত তথ্য জেনে নিন।

West Bengal ICDS Vacancy 2024: 834 টি শূন্যপদে রাজ্যে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ। বিস্তারিত তথ্য জেনে নিন।

West Bengal ICDS Vacancy 2024

West Bengal ICDS Vacancy 2024:- রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর সুখবর। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ করা হচ্ছে তার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। কিভাবে এখানে আবেদন করবেন? বয়সসীমা কি থাকছে? শিক্ষকতা যোগ্যতা ও বেতন কি থাকবে? এই সমস্ত তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদনটি অতি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভালো করে পড়বেন ও নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

পদের নাম:-

•অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) ।
•অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper)।

শুন্যপদ:-

863 টি।

শিক্ষাগত যোগ্যতা:-

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা- এই দুটি পদেই আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হতে হবে।

বয়সসীমা:-

অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে । এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা ST, SC ও OBC তার বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন:-

এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের মাসিক বেতন 6700/- টাকা প্রদান করা হবে।

West Bengal ICDS Vacancy 2024
West Bengal ICDS Vacancy 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal ICDS Vacancy 2024

এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? – paschimbardhaman.gov.in পোর্টাল থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

নিয়োগের পদ্ধতি:-

উল্লিখিত পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয় 90 নম্বরে । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে 10 নাম্বারের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সকল পরীক্ষায় সফল হলেই প্রার্থীরা চাকরি পাবে।

আবেদন পদ্ধতি:-

এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এ ছাড়া আরও বিষয় বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করতে পারেন।

গুরুত্বপূর্ণ তারিখ:-


ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। যা শেষ হবে আগামী 18.09.2024 তারিখে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Online ApplicationApply Now
Official WebsiteClick Here
আরও পড়ুন: WB DEO Recuirtment News 2024: পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন!

বিশেষ দ্রষ্টব্য:

সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আমরা কোন নিয়োগ সংস্থা নয় আমরা একটি মিডিয়াম মাধ্যম রাজ্য সরকার বা কেন্দ্র সরকার অথবা বিভিন্ন কোম্পানি যে সমস্ত চাকরির পোস্টগুলি তাদের ওয়েবসাইটে প্রকাশিত করে সেখান থেকেই নোটিফিকেশন দেখে আমরা বাংলায় রূপান্তরিত করে আপনাদের সামনে উপস্থাপন করি সেক্ষেত্রে সমস্ত কিছু তথ্য দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। তবুও আমাদের অবচেতন মনে যদি কোন রকম ভুল হয় তার জন্য আমরা দায়ী না।

Leave a Comment