WBPSC Miscellaneous Exam Date 2024: মিলেনিয়াস পরীক্ষার নতুন তারিখ ও এডমিট কার্ড! বিস্তারিত তথ্য দেখে নিন।

WBPSC Miscellaneous Exam Date 2024: মিলেনিয়াস পরীক্ষার নতুন তারিখ ও এডমিট কার্ড! বিস্তারিত তথ্য দেখে নিন।

WBPSC Miscellaneous Exam Date 2024:

WBPSC Miscellaneous Exam Date 2024: আজকে আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। আজকের গুরুত্বপূর্ণ খবরটি হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস রিক্রুটমেন্ট পরীক্ষার্থীদের জন্য বিশেষ হতে চলেছে। আসলে, চলতি বছরের September মাসে গোটা রাজ্যে জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াসের জন্য হতে চলেছে প্রবেশিকা পরীক্ষা। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত বছর অর্থাৎ 2023 সালে যে সকল পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন পত্র পূরণ করেছিলেন, তারা এইবছর এই পরীক্ষায় বসতে পারবেন বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এমনকি অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়েও জানানো হয়েছে। চলুন তবে পড়ে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি (WBPSC Miscellaneous Exam Date 2024)।

পরীক্ষার নাম:-

MISCELLANEOU S SERVICES RECRUITMENT (PRELIMINARY) EXAMINATION, 2023.

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:-


পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরের 15 September গোটা রাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য কলকাতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এবং তার আশেপাশের বেশ কিছু কেন্দ্রে পরীক্ষার্থীদের সম্ভাব্য আসন পড়তে পারে বলে জানা গেছে।

WBPSC Miscellaneous Exam Date 2024
WBPSC Miscellaneous Exam Date 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গুরুত্বপূর্ণ তারিখ:-

•পরীক্ষার তারিখ – 15.09.2024 (Sunday).
•এডমিট কার্ড দেওয়া হবে – 05.09.2024.

পরীক্ষার সময়:-

দুপুর 12টা থেকে 1টা বেজে 30 মিনিট পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্ক-

OFFICIAL NOTIFICATIONCLICK HERE
OFFICIAL WEBSITECLICK HERE
আরও পড়ুন:New Aadhaar Card 2024: নতুন করে পাবেন আধার কার্ড 9.3 লক্ষ গ্ৰাহক, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

পরীক্ষা চলাকালীন গুরুত্বপূর্ণ নির্দেশ (Rules Guidelines):-

প্রত্যেক পরীক্ষার্থীকে নিজস্ব অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হবে, তা না হলে প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডের কোনোরকম ডুপ্লিকেট কপি বের করা যাবে না পরীক্ষা কেন্দ্রে। এমনকি পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড কিংবা ভোটার কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজের ফটো সঙ্গে করে নিয়ে যেতে হবে।

Leave a Comment