BSB Scheme New Update 2024: বাংলা শস্য বিমার আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হলো। দেখুন কিভাবে আবেদন করবেন?

BSB Scheme New Update 2024: বাংলা শস্য বিমার আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হলো। দেখুন কিভাবে আবেদন করবেন?

BSB Scheme New Update 2024:

পশ্চিম বাংলার কৃষকদের জন্য রয়েছে দারুণ আনন্দের সংবাদ। প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাংলার শস্য বিমার জন্য আবেদন জমা নেওয়া হয় খরিফ ও রবি ঋতুতে এই বিষয়টি আমাদের সকলেরই প্রায় জানা। এই বছরও তার অন্যথা হয় নি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এই বছরের অর্থাৎ ২০২৪ সালের খরিফ ঋতুর ফসলের বিমার আবেদনের সময়।

কৃষি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো বাংলা শস্য বিমার আবেদনের শেষ সময়সূচী। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন জানাতে পারবেন? কী কী নথিপত্র প্রয়োজন হবে সবটা আপনারা জেনে নিতে পারবেন আজকের প্রতিবেদনের মাধ্যমে। তো আসুন জেনে নেওয়া যাক বাংলা শস্য বিমার আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য। BSB Scheme New Update 2024

বাংলা শস্য বিমা আসলে কি?

বাংলা শস্য বিমা হলো কৃষকদের জন্য একটি গুরত্বপূর্ণ ব্যবস্থা। ২০১৯ সালে রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্প চালু করার একমাত্র কারণ ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয় ক্ষতি হয়ে থাকে, জমির ফসলের সেই ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকার প্রতিবছর কিছু পরিমাণ টাকা এই শস্য বিমা প্রকল্পের অধীনে থাকা কৃষকদের দিয়ে থাকেন।

বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা কী কী রয়েছে?

১. সবচেয়ে বড় সুবিধা হল কৃষকদের শস্য বিমার সাহায্যে ফসলের ক্ষতিপূরণ পেয়ে যান।

২. বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে থাকা কৃষকদের ফসলের ৭৫ শতাংশ নষ্ট হলে ২৫ শতাংশ ক্ষতিপূরণ সরকার দেয় আর পার্বত্য অঞ্চলে ৭৫ শতাংশ ফসলের ক্ষতিপূরণ হিসাবে ৫০ শতাংশ ক্ষতিপূরণ সরকার দ্বারা কৃষি দপ্তর থেকে দেওয়া হয়ে থাকে।

৩. এমনকী ফসল রোপনের সময় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণবশত বীজ রোপন করতে না পারেন সেই রোপনের ক্ষতিপূরণও সরকারের তরফ থেকে দেওয়া হবে। তবে শুধুমাত্র রবি ও খরিফ ঋতুর ফসলের ক্ষেত্রে।

কারা আবেদন জানাতে পারবেন?

পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে একজন কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। শুধুমাএ তাকে অবশ্যই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

BSB Scheme New Update 2024
BSB Scheme New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে আবেদন করবেন?

প্রথমেই বলে রাখি, আবেদন জমা নেওয়া হয় বছরের দুটি সময়। একটি খরিফ ঋতুতে আর অপরটি রবি ঋতুতে। বর্তমানে খরিফ ঋতুর ফসলের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। যারা জানেন না কীভাবে আবেদন করবেন তাদের উদ্দেশ্যে আসুন জেনে নেওয়া যাক কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন জানাবেন?

বাংলা শস্য বিমায় আবেদন জানানোর জন্য গ্রামের পঞ্চায়েত ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন অথবা আপনার আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে বাংলা শস্য বিমার জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন জানাতে কোনো রকম মুল্য প্রয়োজন হবে না। শুধুমাএ প্রিমিয়াম শস্যের জন্যে টাকা লাগবে যা কৃষকদের হয়ে রাজ্য সরকার বীমা কোম্পানিগুলিকে দিয়ে দেয়। BSB Scheme New Update 2024

কি কি নথিপত্র প্রয়োজন?

১. নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ পরিচয় পত্র।

২. ব্যাংকের পাস বই ও তার সমস্ত তথ্য।

৩. ক্ষতি হওয়া জমির খতিয়ান অথবা পচ্চা বা দলিল।

৪. যেই জমির উপর চাষ করছেন তার নির্দিষ্ট আয়তন সমেত শংসাপত্র।

৫. ফসল রোপনের শংসাপত্র- এ কৃষি দপ্তরের অধিকারক বা রেভিনিউ ইন্সপেক্টর বা ভূমি সংস্কার দপ্তরের প্রমাণ সমেত স্বাক্ষর প্রয়োজন হবে।

বাংলা শস্য বীমা আবেদনের শেষ তারিখ:

বর্তমানে খরীফ ঋতুর ফসলের বিমার আবেদন নেওয়া হচ্ছে। বাংলা শস্য বীমা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে, আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ভুট্টার জন্য বিমার আবেদন জমা নেওয়া হবে এবং আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ধানের বিমার আবেদন জমা নেওয়া হবে। BSB Scheme New Update 2024

পশ্চিমবঙ্গ বাংলা শস্য বীমা প্রকল্পের হেল্পলাইন নাম্বার:

১. ০৮৩৭৩০৯৪০৭১

২. ০৮৩৩৬৯০০৬৩২

৩. ০৮৩৩৬৯৫৭১৮১

ইমেল আইডি- banglashasyabima@ingreens.in.

এছাড়াও পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী সব জায়গার হেল্প লাইন নাম্বার ওয়েবসাইটে দেওয়া রয়েছে। BSB Scheme New Update 2024

জেলা ভিত্তিক হেল্পলাইন নম্বর: Click Here

বিশেষ দ্রষ্টব্য:

রাজ্য সরকার এই বাংলা শস্য বীমা প্রকল্পের জন্য কৃষকদের উদ্দেশ্যে ২২৮৬ কোটি টাকা বরাদ্দ করেছেন। যার ফলে উপকৃত হয়েছেন বাংলার ৮৫ লাখ কৃষক। এই বছর সবচেয়ে বেশি আলু ফসলের ওপর বীমা করা হয়েছে। যার কারণে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছিলো রাজ্যের কৃষকদের। পরিকল্পনা করা হয়েছে, এই বীমা আরও বাড়িয়ে তোলা হবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ গ্রামগুলিতে আরও প্রচার করা হবে, আর এই বিমার জন্য আরও টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের উপকারের জন্য দিবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- Gram Panchayat New Job 2024: 37 টি গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 16 হাজার টাকা।

Leave a Comment