Ration Card Current News 2024: খাদ্য দপ্তরের নয়া নিয়ম জারি! সত্যিই কি বন্ধ হচ্ছে ফ্রি রেশন ব্যবস্থা?
Ration Card Current News 2024:
রেশন কার্ড হলো খাদ্য নিরাপত্তা আইন সম্পর্কিত রাজ্যের সরকার প্রদত্ত একটি কার্ড। যার সাহায্যে গরিব পরিবারগুলো সরকার থেকে অল্প খরচে খাদ্যে শস্য পেয়ে থাকে। এই রেশন কার্ড এখনও অনেক ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার হয়ে থাকে।
রেশন কার্ড বেশিরভাগ পরিবারের কাছেই অনেকটা গুরুত্বপূর্ণ একটি নথি। কারণ ভারতে অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের রেশন ব্যবস্থার মাধ্যমে কিছু খাদ্য শস্য বিনামূল্যে পেলে অনেকটাই উপকার হতো। তবে অনেক গ্রাহক রয়েছে যাদের এই রেশন ব্যবস্থার হয়তো কোনো প্রয়োজন নেই, তবুও ফ্রি রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এই ফ্রি রেশন ব্যবস্থা। কেন নিচ্ছেন সরকার এতো বড়ো সিদ্ধান্ত? সেই সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো। Ration Card Current News 2024
Table of Contents
খাদ্য দপ্তর থেকে বড়ো সিদ্ধান্ত রেশন ব্যবস্থায়:
আমরা সকলেই জানি, ২০২০ সালে করোনা মহামারির কারনে দেশের নাগরিকদের অনেক সমস্যায় পড়তে হয়েছিলো সব রকম দিক দিয়ে। আর খাদ্য সমস্যা সবচেয়ে বড়ো হয়েছিলো দেশের দরিদ্র মানুষদের কাছে। সেই সময় কেন্দ্র সরকার দেশের দরিদ্র মানুষদের জন্য ফ্রি রেশন ব্যবস্থা চালু করেন। যার কারনে দেশের অনেক হাজার হাজার মানুষ উপকৃত হয়েছিলেন।
২০২৪ সালে দেশের লোকসভা নির্বাচনী ভোটে বিজয়ী হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী তথা কেন্দ্র সরকার মোদী জি আআরও ৫ বছরের সীমা বাড়িয়ে দেয় ফ্রি রেশন ব্যবস্থার জন্য। এই ব্যবস্থার ফলে বর্তমানে দেশের ৯ কোটি পরিবার উপকৃত হয়েছে। তবে খাদ্য দপ্তর সূত্রে খবর, জানা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হতে পারে এই ফ্রি রেশন ব্যবস্থা। ফ্রি রেশন ব্যবস্থার তালিকা থেকে বাদ যাবে প্রায় ৬ লক্ষেরও বেশি রেশন গ্রাহকেরা। Ration Card Current News 2024
আরও পড়ুন- Gram Panchayat New Job 2024: 37 টি গ্রাম পঞ্চায়েতে নতুন কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 16 হাজার টাকা।
সত্যিই কি বন্ধ হবে ফ্রি রেশন ব্যবস্থা?
রেশন কার্ড নিয়ে বহু আগে থেকেই চলছে অনেক রকম ভুয়ো কার্যকলাপ। রেশন ব্যবস্থা নিয়ে অনেক রকম দুর্নীতির কথা শোনা গিয়েছে অনেক দিন ধরেই। পশ্চিমবঙ্গে এই কারণে জেলে গিয়েছেন অনেক ব্যক্তিরাই। তবে শোনা যাচ্ছে এর বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ গ্রহণ করবেন কেন্দ্র সরকার। Ration Card Current News 2024
খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে রেশন কার্ড ভেরিফিকেশন করা হবে। যার ফলে অনেক ভুয়ো রেশন গ্রাহকরাই ধরা পড়বে বলে মনে করছেন কেন্দ্র সরকার। আর বাতিল করা হবে সেই সব ভুয়ো রেশন গ্রাহকদের রেশন কার্ড। খাদ্য দপ্তরের হিসাব মতো বর্তমান ৯ লক্ষ রেশন গ্রাহকদের মধ্যে প্রায় ৬ লক্ষ রেশন গ্রাহকদের কার্ড বাতিল করা হবে। যার ফলে বাতিল হবে সেই সমস্ত গ্রাহকদের ফ্রি রেশন ব্যবস্থা।
কিভাবে রেশন কার্ড বাতিল আটকানো সম্ভব?
আপনি যদি আপনার রেশন কার্ড বাতিল হওয়া আটকাতে চান, তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। এর পাশাপাশি এখনও যদি আপনার রেশন কার্ড E-KYC না করা থাকে তো খুব তাড়াতাড়ি রেশনের দোকানে গিয়ে E-KYC করে নিতে হবে। Ration Card Current News 2024
আপনি বাড়িতে বসে নিজের মোবাইলেও এই কাজটি করে নিতে পারবেন। তার জন্য আপনাকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাটে গিয়ে এই লিংকের কাজটি সম্পন্ন করতে হবে। যাদের রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে তাদের আর নতুন করে কিছু করতে হবে না। E-KYC এবং রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এই দুটো কাজের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ড বাতিল হওয়া আটকাতে পারবেন।
রেশন কার্ড থেকে কাদের নাম বাতিল হবে?
২০২৩ সালে অর্থাৎ এর আগের বছরই সকল দেশবাসীকে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে, নয়তো বন্ধ হবে ফ্রি রেশন নেওয়ার ব্যবস্থা। তার পর পরই অনেক গ্রাহকরাই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিয়েছিলেন। আবার অনেক গ্রাহকরাই এই নিয়ম এখনও পর্যন্ত মানেন নি। সেই সব গ্রাহকদের মধ্যে বেশিরভাগ রয়েছে PPH, SPHH ও AAY শ্রেনীর তালিকাভুক্ত ব্যক্তিরা। আর গণনা হিসাবে দেখা গিয়েছে এই গ্রাহকদের সংখ্যা প্রায় ৬ লাখের বেশি। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত রেশন কার্ডগুলিকে ভুয়ো হিসাবে গণ্য করা হবে। স্বাভাবিক ভাবেই যার ফলে এই সমস্ত ব্যক্তিদের নাম বাতিল করা হবে ফ্রি রেশন কার্ড ব্যবস্থা থেকে। Ration Card Current News 2024
রেশন ডিলারদের ওপর লাগু হচ্ছে কড়া নিয়ম:
বর্তমানে ভুয়ো রেশন গ্রাহকদের সাথে সাথে ধরা পড়ছে ভুয়ো রেশন ডিলাররাও। যারা বিনা লাইসেন্সে বা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে রেশন ডিলাররের কাজ করে এসেছে। বাতিল করা হচ্ছে তাদেরও লাইসেন্স।
জানা গিয়েছে, ইতিমধ্যেই সরকার থেকে প্রশাসন থেকে রেড দিয়ে ৮৪ জন রেশন ডিলাররের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছেন। এর পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় আরও ২৭ জন রেশন ডিলাররের লাইসেন্স পুরোপুরি বাতিল করে দিয়েছেন সরকার।