Aadhaar Card Update Process 2024: জানুন কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন?

Aadhaar Card Update Process 2024: জানুন কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন?

Aadhaar Card Update Process 2024:

প্রতি ১০ বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করানোর নিয়ম এখন আমাদের কারোরই অজানা নয়। কেন্দ্র সরকার থেকে এই নিয়ম চালু করা হয়েছে যে, প্রতি ১০ বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে যাতে আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি চক্রের ফাঁদ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়।

সরকারের তরফ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর জন্য একটি নির্দিষ্ট সময় সীমা দেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষদের সুবিধার্থে সেই সময় পরিবর্তন করা হয়েছে। সবার প্রথম ১৪ ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর সময় নির্ধারিত করা হয়েছিলো। এরপর সেটা বাড়িয়ে ১৪ ই জুন করা হলো, কিন্তু বর্তমানে তা বাড়িয়ে ১৪ ই সেপ্টেম্বর করা হয়েছে। সুতরাং খুব শীঘ্রই বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর মেয়াদ শেষ হয়ে আসছে। তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে বসেই অতি সহজেই বিনামূল্যে আধার কার্ড আপডেট করানো যাবে? Aadhaar Card Update Process 2024

আধার কার্ডের গুরুত্বপূর্ণতা:

বর্তমান সমাজে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি। আজকের সমাজে কোথাও ঘুরতে যাওয়া হোক বা কোনো সরকারি বেসরকারি চাকরী বা কোথাও নিজের নাম রেজিস্ট্রার করা সব বিষয়ে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি এখন তো আবার ব্যাঙ্ক সম্পর্কিত সব বিষয়ে আধার লিঙ্ক করানোটাও জরুরী হয়ে পড়েছে। তাই আমাদের প্রত্যেকের আধার কার্ড সুরক্ষিত রাখা বিশেষ দরকার।

এই আধার কার্ডের সুরক্ষা নিয়ে আমরা আজও অনেকেই গাফিলতি করে চলেছি, যার কারনে এতো বড়ো বড়ো জালিয়াতি চক্র হওয়া দিন দিন বেড়েই চলছিল। কখনো আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা চুরি বা কোনো ছদ্মবেশী আধার কার্ডকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করে অপরাধ মূলক কাজ করছে। এরকম অনেক অভিযোগ দেশের সাধারণ মানুষের তরফ থেকে সরকারের কাছে জমা পড়ছে। এইসব অপরাধ মূলক কাজগুলো বন্ধ করতে সরকার তৎপর হয়ে উঠেছেন। আর আমাদের উচিৎ সরকারের সাথে সহযোগিতা করা। Aadhaar Card Update Process 2024

বর্তমানে প্রতারকরা এই অপরাধ মূলক কাজগুলি আধার কার্ডের মাধ্যমে বেশি পরিমাণে করে চলছে। তাই প্রত্যেকটি ব্যক্তির উচিৎ সর্ব প্রথম নিজের আধার কার্ডকে সুরক্ষিত রাখা। তাই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতি ১০ বছর অন্তর অন্তর যেন প্রতিটি ব্যক্তি নিজের আধার কার্ড আপডেট করানোর মাধ্যমে নিজের আধার কার্ডকে সক্রিয় রাখতে পারেন। আর জনগণের সুবিধার্থে মোদী সরকার এতোদিন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করানোর ব্যবস্থা চালু রেখেছিলেন। এবার সেই মেয়াদ অফিশিয়াল ভাবে শেষ হয়ে আসতে চলেছে। এরপর আধার কার্ড আপডেট করতে আপনাকে সরকারকে কিছু টাকা টাক্স হিসাবে দিতে হবে। তাই আর বেশি দেরী না করে আসুন জেনে নিন কিভাবে বাড়িতে বসেই নিজের আধার কার্ড বিনামূল্যে আপডেটকরাতে পারবেন?

Aadhaar Card Update Process 2024
Aadhaar Card Update Process 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড আপডেট করানোর পদ্ধতি:

প্রথম ধাপে, আধার লগইন করার সাইটে গিয়ে নিজের মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আধার নাম্বারটি দিতে হবে।

দ্বিতীয় ধাপে, এরপর সেই রেজিস্ট্রার করা মোবাইল নাম্বারে একটি OTP আসবে।

তৃতীয় ধাপে, আপনার সামনে খুলে যাবে আপনার সমস্ত তথ্য, সেখানে অবশ্যই যাচাই করে নিবেন সব কিছু সঠিক রয়েছে কি না। Aadhaar Card Update Process 2024

চতুর্থত, যদি আপনি আপনার কোনো তথ্য আপডেট বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ড্রপ ডাউন মেনুটি বেছে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে গুরুত্বপূর্ণ নথিটি আপলোড করে দিবেন। এরপর সেটি PNG, JPEG বা PDF যে কোনো ফরম্যাটে করে নিতে পারবেন। শুধু মনে রাখবেন, ফাইলের সাইজ 2 mb- র মধ্যে যেন থাকে।

অবশেষে আপডেটের রিকোয়েস্ট জমা পড়ার পর পরই আপনাকে একটি Survice Request Number (SRN) নাম্বার দেওয়া হবে। যেই নাম্বারটি নিজের কাছে রেখে দিতে হবে। আপনার আধার কার্ড আপডেট সম্পর্কে কিছু জানার থাকলে সেই নাম্বার দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন।

অথবা, আপনি যদি চান আপনার এলাকার আশেপাশে কোনো স্থানীয় আধার সেন্টার থেকে আধার কার্ড আপডেট করাবেন। সেটাও করতে পারবেন। সবটাই আপনাদের ইচ্ছা ও সুবিধার ওপর নির্ভর।

আরও পড়ুন- RRB NTPC Recruitment 2024: কেন্দ্র সরকারের নতুন ঘোষণা! রাজ্যে ১১৫৫৮ টি শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ।

Leave a Comment