Karmabandhu New Job Recruitment 2024: রাজ্যে কর্মবন্ধুর চাকরির আবেদন চলছে। জানুন কোন কোন পদে আবেদন চলছে?

Karmabandhu New Job Recruitment 2024: রাজ্যে কর্মবন্ধুর চাকরির আবেদন চলছে। জানুন কোন কোন পদে আবেদন চলছে?

Karmabandhu New Job Recruitment 2024:

রাজ্যের সকল চাকরী প্রার্থীদের জন্য রয়েছে খুবই খুশির খবর। খুব ন্যূনতম যোগ্যতায় চলছে রাজ্যের মহিলা পূরুষ উভয় প্রার্থীদের জন্য চাকরির সুযোগ। রাজ্য সরকার দ্বারা প্রকাশিত হয়েছে নতুন চাকরীর বিজ্ঞপ্তি।

রাজ্য সরকার অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শ্রেণী পাশেই সকল বেকার যুবক যুবতীদের জন্য চাকরির সুযোগ নিয়ে এসেছে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন পদে কর্মী নিয়োগ চলছে? কি রয়েছে নিয়োগের শর্তাবলী এবং কিভাবে আবেদন করবেন? সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে পারবেন। Karmabandhu New Job Recruitment 2024

পদের নাম ও সেই সম্পর্কিত তথ্য:

পদের নাম শিক্ষাগত যোগ্যতা মাসিক বেতন
কেয়ার টেকারমাধ্যমিক পাশ৯০০০/- টাকা
কর্মবন্ধুঅষ্টম শ্রেণী পাশ৩০০০/- টাকা
কুকশুধুমাএ রান্নার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে৭০০০/- টাকা
দারোয়ানশিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শারীরিক দিক দিয়ে সক্ষম হওয়া আবশ্যক৬০০০/- টাকা
সুপারিনটেনডেন্টস্নাতক স্তরে পাশ থাকতে হবে১৫০০০/- টাকা
হেল্পার কুকরান্না সমন্ধে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে৫০০০/- টাকা
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Karmabandhu New Job Recruitment 2024
Karmabandhu New Job Recruitment 2024

আবেদন পদ্ধতি:

উক্ত পদগুলোতে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। চাকরী প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদন পত্রটি নির্ভুল ভাবে পূরন করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ওয়েবসাইটে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদন পত্র ডাউনলোড করার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।

আবেদনপত্র জমা করার ঠিকানা:

Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101

প্রয়োজনীয় নথিপত্র:

১. জন্ম প্রমাণপত্র।

২. বর্তমান ঠিকানা সহ প্রমাণের যোগ্য নথি।

৩. শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র।

৪. আধার কার্ড এবং ভোটার কার্ড।

৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

আবেদনের শেষ তারিখ:

আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে ১৭/০৯/২৪ তারিখ পর্যন্ত।

Official Website Link- Click Here

আরও পড়ুন- Data Entry Operator New Recruitment 2024: BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ! শীঘ্রই আবেদন করুন।

Leave a Comment