SSC GD Job Recruitment 2024: কেন্দ্র সরকারের তরফ থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত বিষয়সূচি।

SSC GD Job Recruitment 2024: কেন্দ্র সরকারের তরফ থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত বিষয়সূচি।

SSC GD Job Recruitment 2024:

কেন্দ্র সরকারের তরফ থেকে কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের সমস্ত চাকরী প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে, কেন্দ্র সরকার ঘোষণা করলেন দেশে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। স্টাফ সিলেকশন কমিশনের (SSC) বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার অনুযায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে মহিলা এবং পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। SSC GD Job Recruitment 2024

কেন্দ্র সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সেনার ৮ টি বিভাগে কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা ভারতীয় সেনার পদে নিযুক্ত হতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক, কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে এবং নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য। আবেদন জানানোর পূর্বে সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

পদের নাম ও পদ সম্পর্কিত বিস্তারিত বিষয়সূচি নিম্নে আলোচনা করা হলো।

পদের নাম:

SSC GD Constable। উক্ত পদে ৮ টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে, সেগুলো হলো- BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB।

শূন্যপদ সংখ্যা:

সরকার এই পদের জন্য মোট শূন্যপদ সংখ্যা রেখেছে ৩৯,৪৮১ টি। তার মধ্যে মহিলা চাকরী প্রার্থীদের শূন্যপদ সংখ্যা ৩৮৬৯ টি এবং পুরুষ চাকরী প্রার্থীদের শূন্যপদ সংখ্যা রয়েছে ৩৫,৬১২ টি। তার মধ্যে কোন শ্রেনীর প্রার্থীদের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে তা নিম্নে ছকের মাধ্যমে তুলে ধরা হইলো।

মহিলা চাকরী প্রার্থীদের-

শ্রেণীশূন্যপদ সংখ্যা
UR১৬৮৮ জন
EWS৩৫৫ জন
SC৫৬৪ জন
ST৪৩৩ জন
OBC৮২৯ জন
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুরুষ চাকরী প্রার্থীদের-

শ্রেণীশূন্যপদ সংখ্যা
UR১৫,০৯৪ জন
EWS৩৪৯৬ জন
SC৫২৫৪ জন
ST৪০২১ জন
OBC৭৭৪৭ জন

নিয়োগকারী সংস্থা:

স্টাফ সিলেকশন কমিশন (SSC)

বয়সসীমা:

সরকারি নিয়ম অনুযায়ী এই পদে নিযুক্ত হতে চাওয়া প্রার্থীদের বয়স সীমা রাখা হয়েছে ০২/০১/২০০২ থেকে ০১/০১/২০০৭ তারিখ পর্যন্ত হিসাব করে সাধারণ শ্রেনীর প্রার্থীদের বয়সের সীমা রাখা হয়েছে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে। তপশিলি শ্রেণির প্রার্থীদের জন্য ৫ বছর ও OBC শ্রেণির প্রার্থীদের জন্য ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে।

SSC GD Job Recruitment 2024
SSC GD Job Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা:

সরকারি নিয়ম অনুযায়ী এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মান রাখা হয়েছে দশম শ্রেণী পাশ বা মাধ্যমিক পাশ। এছাড়া শিক্ষাগত যোগ্যতা সমন্ধে বিস্তারিত জানতে প্রতিবেদনের নীচে দেওয়া অফিশিয়াল নোটিশটি অবশ্যই দেখে নিবেন। SSC GD Job Recruitment 2024

শারীরিক যোগ্যতা:

দেহের উচ্চতা দৌড়ের সময় এক্সপ্রেশনছাতির উচ্চতা
পুরুষদের ক্ষেত্রে ১৭০ সেমি৫ কিমি ২৪ মিনিটের মধ্যে এবং ১.৬ কিমি ৭ মিনিটের মধ্যে৫ সেমি৮০ সেমি
মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি১.৬ কিমি ৮.৩০ মিনিটের মধ্যে এবং ৮০০ মিটার ৫ মিনিটের মধ্যে

মাসিক বেতন:

কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন সীমা রয়েছে সর্বনিম্ন ১৮,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৬,৯০০/- টাকা। শুধুমাএ NCB বিভাগে চাকরি পাওয়া প্রার্থীদের মাসিক বেতন সীমা নির্ধারিত রয়েছে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

প্রয়োজনীয় নথিপত্র:

১. বয়সের প্রমাণ হিসাবে জন্ম প্রমাণপত্র

২. পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড ও আধার কার্ড

৩. শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র

৪. কাস্ট শংসাপত্র (যদি প্রয়োজন হয়)

৫. পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

এছাড়া অফিশিয়াল নোটিশে উল্লেখিত নথিপত্রগুলি।

আরও পড়ুন- DOB Job Vaccancy News 2024: ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।

নিয়োগ প্রক্রিয়া:

এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে কম্পিউটারের মাধ্যমে ৮০ টি প্রশ্নোত্তর দিতে হবে যার মান থাকবে ২ নম্বরের এবং সময় সীমা রয়েছে ১ ঘণ্টা। সেখানে পাশ করার পর উপরে আলোচিত শারিরীক পরীক্ষা ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। SSC GD Job Recruitment 2024

আবেদন পদ্ধতি:

এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রতিবেদনের শেষে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে প্রথমত প্রার্থীদের নিজেদের নাম রেজিস্টার করতে হবে। রেজিষ্ট্রেশন করার পর আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে আপলোড করে সাবমিট করতে হবে। আবেদন জানানোর পর আবেদন ফি অবশ্যই জমা করতে হবে।

উক্ত পদে আবেদন জানানোর পূর্বে প্রতিবেদনের শেষে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে সবটা একবার অবশ্যই জেনে নিবেন।

আবেদন ফি:

এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। UR, EWS ও OBC শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

SC, ST, Women, Ex-servicemen প্রার্থীদের জন্য কোনো রকম আবেদন ফি ধার্য করা হয় নি। SSC GD Job Recruitment 2024

আবেদনের শেষ তারিখ:

এই পদের জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে ১৪/১০/২৪ তারিখ পর্যন্ত।

আবেদনপত্র কারেকশন করার সময়সূচি:

আবেদন পত্রে কোনো রকম ভুল ত্রুটি থাকলে তা ঠিক করার জন্য সরকার থেকে একটি তারিখ নির্ধারিত করা হয়েছে, সেটা হলো – ০৫/১১/২৪ থেকে ০৭/১১/২৪ তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

Official Notification LinkClick Here
Online Application LinkApply Now

আরও পড়ুন- WB AshaKarmi Recruitment 2024: পশ্চিমবঙ্গে আশা কর্মী পদে কর্মী নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন।

Leave a Comment