BLRO Job Vaccancy News 2024: পশ্চিমবঙ্গে BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ শুরু! জানুন সঠিক আবেদন পদ্ধতি।

BLRO Job Vaccancy News 2024: পশ্চিমবঙ্গে BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ শুরু! জানুন সঠিক আবেদন পদ্ধতি।

BLRO Job Vaccancy News 2024:

পশ্চিমবঙ্গের সকল রাজ্যবাসীদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের তরফ থেকে চুক্তিভিত্তিক গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা পুরুষ উভয়ই পারবেন উক্ত পদের জন্য আবেদন জানাতে।

পশ্চিমবঙ্গের BLRO অফিসে চুক্তিভিত্তিক ভাবে কর্মী পদে নিযুক্ত হওয়ার জন্য সরকার থেকে কিছু নিয়মাবলী রাখা হয়েছে। যে সমস্ত চাকরী প্রার্থীরা পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরে কাজের জন্য ইচ্ছুক আজকের প্রতিবেদনটি অবশ্যই তাদের জন্য। আসুন জেনে নেওয়া যাক এই পদ সম্পর্কিত বিস্তারিত বিষয়সূচী। BLRO Job Vaccancy News 2024

Employment No.-

1657/ DLLRO/ 2024

BLRO পদ সম্পর্কিত বিস্তারিত বিবরণ নিম্নে আলোচনা করা হলো —

পদের নাম-

ডাটা এন্ট্রি অপারেটর (DEO- গ্রুপ- সি)

শূন্যপদ সংখ্যা-

মোট শূন্যপদ সংখ্যা ১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্য আগ্রহী আবেদন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড অনুযায়ী বলা হয়েছে আবেদন প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করা হতে হবে। তার সঙ্গে কম্পিউটার বিষয়ে MS Office ও ইন্টারনেটের সমন্ধে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক।

বয়সসীমা-

সরকার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত করা হয়েছে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

BLRO Job Vaccancy News 2024
BLRO Job Vaccancy News 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেতনসীমা-

এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হিসাবে সরকার মাসিক ১৬০০০/- টাকা বরাদ্দ করেছেন।

নিয়োগ প্রক্রিয়া-

রাজ্য সরকারের BLRO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী হিসাবে নিয়োগ হতে ইচ্ছুক প্রার্থীদের ধাপে ধাপে কিছু পরীক্ষা উত্তীর্ণ করার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রথম ধাপে চাকরী প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষা থাকবে এরপর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ- এর মধ্যে দিয়ে যোগ্য কর্মী নির্বাচন করা হবে।

সরকারি নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষায় নম্বর থাকবে ৫০ এবং সব প্রশ্ন থাকবে MCQ টাইপের। লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের মধ্যে ইংরেজি বিষয়ে থাকবে ১০ নম্বর, গণিত বিষয়ে থাকবে ১০ নম্বর, সাধারণ জ্ঞানে থাকবে ১০ নম্বর। এর সঙ্গে লিখিত কম্পিউটার পরীক্ষাতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ মোট মিলিয়ে ৫০ নম্বর।

এরপর নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটার পরীক্ষার জন্য ডাক পাবে। কম্পিউটার পরীক্ষার নাম্বার হবে ৪০ ও শেষে থাকবে ১০ নম্বরের ইন্টারভিউ- এর প্রশ্ন। এই ভাবে ধাপে ধাপে সব পরীক্ষায় উত্তীর্ণ হলে BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি-

এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। বর্তমানে জেলা ভিত্তিক আবেদন চলছে। সেই অনুযায়ী যেই জেলায় আবেদন চলছে বর্তমানে সেই জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করে এই পদের জন্য আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই উক্ত জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ স্থান-

বর্তমানে এই পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে উত্তর দিনাজপুর জেলায়।

আবেদনের শেষ তারিখ-

এই পদের জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে ২২ শে অক্টোবর পর্যন্ত।

Official Notification Link- Click Here

আরও পড়ুন- Aadhaar Card Update 2024: জানুন কতবার আপনি আধার কার্ড আপডেট করাতে পারবেন।

Leave a Comment