Bangla Awas Yojana 2024: এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস, বিস্তারিত তথ্য জেনে নিন।

Bangla Awas Yojana 2024: এবার সবাই পাবে বাড়ির টাকা, চালু হচ্ছে বাংলা আবাস, বিস্তারিত তথ্য জেনে নিন।

Bangla Awas Yojana 2024:

Bangla Awas Yojana 2024: প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য 8200 কোটি টাকা প্রায় দু বছর ধরে আটকে রয়েছ।এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, কেন্দ্র সরকার যদি আবাস যোজনার টাকা না দেয় তবে সরকারই নিজেদের কোষাগার থেকে সেই টাকা রাজ্য দেবে। রাজ্য সরকার এবার সেই পথেই হাঁটতে চলেছে। Bangla Awas Yojana 2024

মমতা ব্যানার্জি লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করে এতটাই জনপ্রিয়তা পেয়েছিলেন যে, বিরোধীরা তাকে হারাতে একদম বেসামাল হয়ে পড়েছে। ইতিমধ্যে আরজিকর ধর্ষণকাণ্ডের ঘটনা, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা কমালেও এখন আবাসন যোজনা নিয়ে তিনি যে সিদ্ধান্তটি গ্রহণ করেছে তাতে তাঁর জনপ্রিয়তা আরও বাড়তে পারে।

আবাসন যোজনার শেষ কিস্তির টাকাটি সরকার এমন সময় দিতে চলেছে যে তার 7-8 মাসের পরই আরম্ভ হবে 24- এর বিধানসভা ভোট। তিনি এমনিভাবেই লোকসভা ভোটের আগেই রাজ্যের 2 কোটি মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাঠিয়ে দিয়েছিলেন। Bangla Awas Yojana 2024

তিনি এই আবাস যোজনার মাধ্যমে 11 লক্ষ উপভোক্তার অর্থ অন্তত 44 লক্ষ (পরিবার পিছু চার জন ধরে) মানুষ সুবিধা পাবে। বিশেষজ্ঞ মহলের মতে গ্রামীণ মানুষদের কাছে নিজের ভীত শক্ত করার জন্যই মুখ্যমন্ত্রী এই আবাস যোজনার সিদ্ধান্ত নিয়েছে। নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরি করলে সেই বাড়ির বাইরে প্রধানমন্ত্রীর একটি ছবি ফলক হিসেবে টাঙ্গাতে হতো। এখন হয়তো সেই ফলকে এবার মুখ্যমন্ত্রীর ছবি থাকবে।

নবান্ন থেকে খবর পাওয়া গেছে যে, এই বাংলার আবাস যোজনার প্রার্থী বাছাই এর ক্ষেত্রে খুব সর্তকতা অবলম্বন করবে রাজ্য সরকার। কোনো দুর্নীতির ঘটনা সামনে এলেই যে কোনো মানুষ আদালতে গিয়ে মামলা করলে এই প্রকল্পটি বাস্তবায়িত করা খুবই কঠিন হয়ে পড়বে।

এবার প্রশ্ন উঠতে পারে যে রাজ্য সরকারের কোষাগারের অবস্থা আমাদের সকলেরই জানা। কোষাগারের এই অবস্থায় রাজ্যের 11 লক্ষ পরিবারকে 1 লক্ষ 20 হাজার কোটি টাকা করে দিতে গেলে প্রায় 14 হাজার কোটি টাকা লাগবে।

আর সেই টাকা কিভাবে দেবে রাজ্য সরকার? এর উত্তরে বলা হয়েছে যে মোট টাকার মধ্যে চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা এবং বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। Bangla Awas Yojana 2024

প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন:

বুধবার নবান্নের এক বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলোচনা করা হয়েছে। সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম পরিবর্তন করে রাখা হয় বাংলার আবাস যোজনা (Banglar Awas Yojana)। তবে মমতার সরকার ভেবেচিন্তে নামের বদলও আনতে পারে। নবান্নের বৈঠকে স্থির হয়েছে যে এই রাজ্যের প্রায় সাড়ে 11 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দিতে হবে।

Bangla Awas Yojana 2024
Bangla Awas Yojana 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Banglar Awas Yojana কয়টি ধাপে কত টাকা পাবেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পাকা বাড়ি বানাতে প্রতিটি পরিবার পিছু 1 লক্ষ 20 হাজার টাকা করে দেবেন। রাজ্যবাসীরা এই টাকাটা পাবেন তিনটি কিস্তির মাধ্যমে। প্রথম কিস্তিতে টাকার পরিমাণ থাকবে 60 হাজার টাকা। প্রথম কিস্তিটি দেওয়া হবে December মাসের 20 তারিখের মধ্যে। দ্বিতীয় কিস্তিতে পাওয়া যাবে 40 হাজার টাকা। আর তৃতীয় বা শেষ কিস্তিতে 20 হাজার টাকা দেবেন রাজ্য সরকার। Bangla Awas Yojana 2024

আরও পড়ুন- Bangla Shasya Bima Form Fill Up 2024: সকল কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার, বিস্তারিত তথ্য জেনে নিন।

সমীক্ষা কবে শুরু হবে?

December মাসে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে কারা বাড়ির টাকা পাবে তা যাচাই করার জন্য বাড়িতে বাড়িতে সমীক্ষা করতে আসবে। গাইড লাইনে বলা হয়েছে, 21 শে October থেকে 30 শে October- এর মধ্যে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করা হবে এবং যারা বাড়ির টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের নাম লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। 14 ই November-এর মধ্যে ক্রস চেকিং করা শেষ করা হবে। 21 থেকে 27 November-এর মধ্যে BDO, SDO এবং জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে যারা বাড়ি পাবে তাদের তালিকা দেওয়া থাকবে। যদি কারো কোন অভিযোগ থাকে তখন তা জানাতে পারবেন । তারপর 13 ই December -এর মধ্যে জেলা স্তরের কমিটি ফাইনাল নামের লিস্ট অনুমোদন দেবে। যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে তাদেরকে 20 December- এর মধ্যে প্রথম কিস্তির 60 হাজার টাকা ব্যাংক একাউন্টে পাঠানো হবে।

Bangla Awas Yojana প্রকল্পের টাকা পাওয়ার শর্তাবলী:-

Bangla Awas Yojana প্রকল্পে টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে সেগুলি হল-

•মাসিক 15000 টাকার বেশি আয় করে এরকম পরিবার বাড়ির টাকা পাবেন না।
•বাড়িতে আগে থেকেই পাকা বাড়ি বা অন্য কোন সরকারি ঘর থাকলে পাবে না।
•যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা বাড়ির টাকা পাবে না।
•যে সকল পরিবারের কোনো সদস্য আয়কর দেন ( Income Tax) সেই পরিবার বাড়ির টাকা পাবে না।
•উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না।
•পরিবারে কেউ সরকারি চাকরি করলে পাবে না।
•পরিবারের কেউ সরকারি ঘর পেলে সেই পরিবারের নতুন সদস্য বাড়ি পাবে না।
•যাদের ৫ একর এর বেশি অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারাও বাড়ির টাকা পাবে না।
•বাড়িতে তিন বা চার চাকার গাড়ি ,তিন বা চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকা চলবে না।
•বাড়িতে মাছ ধরার বোট থাকলেও পাবে না।
•নিজের নামে ফ্রিজ অথবা ল্যান্ড ফোন থাকলে পাবে না।
•কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার পরিমাণ ৫০০০০ টাকার উপরে থাকলে পাবে না।
•কেউ যদি প্রফেশনাল ট্যাক্স দেয় তাহলেও পাবে না।
•উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তাহলেও পাবে না।
•উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় তাহলেও পাবে না।

আরও পড়ুন:- West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিস্তারিত তথ্য জেনে নিন।

Leave a Comment