West Bengal Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! পড়ুয়াদের আজ থেকেই ‘পুজো-উপহারের’ 10 হাজার টাকা দেবে রাজ্য সরকার।

West Bengal Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! পড়ুয়াদের আজ থেকেই ‘পুজো-উপহারের’ 10 হাজার টাকা দেবে রাজ্য সরকার।

Tablet: September মাসেই রাজ্য সরকার পড়ুয়াদের জন্য ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। তাই দেবী পক্ষ শুরু হতেই পড়ুয়াদের জন্য সুখবর। দ্বিতীয়াতেই বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গা পুজোর মধ্যেই মিলবে পড়ুয়াদের ট্যাবের টাকা।

West Bengal Govt:

নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে,পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে দুর্গাপুজোর আগেই। সূত্রের খবর থেকে জানা গিয়েছে 16 লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য মোট 133 কোটি 57 লক্ষ 90 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রকল্পের নাম :

রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘তরুণের স্বপ্ন’।

West Bengal Govt
West Bengal Govt
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোন শ্রেণীর পড়ুয়াদের, কত টাকা দেওয়া হবে?

এই প্রকল্পের মাধ্যমে সরকার ডিজিটাল শিক্ষার উপরেই জোর দিতে চেয়েছে । প্রথমে কেবল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবলেট কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে একাদশ শ্রেণির পড়ুয়াদেরও অন্তর্গত করা হয়। একাদশ-দ্বাদশ শ্রেণির প্রত্যেক পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে ঢুকবে। West Bengal Govt

আরও পড়ুন- Subhadra Yojana 2024: লক্ষীর ভান্ডার এখন অতীত, এবার মেয়েদের ১০০০০ টাকা দিবেন, বিস্তারিত জেনে নিন।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পড়ুয়ারা এই ট্যাবের টাকা পায়। পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই প্রকল্পের সুবিধা পায়।

কবে টাকা দেওয়া হবে?

September মাসেই রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। আজ, দ্বিতীয়াতে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল যে পুজোর আগেই একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হবে। শুক্রবার থেকেই ট্যাবলেট কেনার জন্য একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা করে ঢুকবে।

আরও পড়ুন:Aadhaar Card New Rules 2024: আইটিআর ফাইল করা হলো কঠিন, অক্টোবরের প্রথমেই পরিবর্তিত হলো আধার কার্ডের একটি নিয়ম!

1 thought on “West Bengal Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! পড়ুয়াদের আজ থেকেই ‘পুজো-উপহারের’ 10 হাজার টাকা দেবে রাজ্য সরকার।”

  1. NIOS বিদ্যালয়ে যারা পড়ে তারা এপ্লাই করতে পারবেনা।

    Reply

Leave a Comment