Pm Kisan 18 Instalment: পুজোর বোনাস দিচ্ছে 2000 টাকা, মোদীর এই প্রকল্পে।
Pm Kisan 18 Instalment
Pm Kisan 18 Instalment: দেশবাসীর জন্য পুজোর আগে নতুন সুখবর! দেশের সরকার দেশবাসীদের আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন প্রকল্প (Government Scheme) চালু করেছে। বিশেষ করে সরকার কৃষকদের জন্য অনেক দুর্দান্ত প্রকল্প নিয়ে আসে। সেইরকমই কৃষকদের জন্য সরকার আবারও নিয়ে এলো আর্থিক সহায়তা। PM Kisan Yojana সম্মান নীধি যোজনার আওতায় কৃষকরা খুব তাড়াতাড়ি পাবেন 18 তম কিস্তির 2000 টাকা। চলুন বিস্তারিত জেনে নিই ।
Table of Contents
কৃষকদের জন্য সরকারি প্রকল্প:
2019 সালে PM Kisan Yojana চালু হওয়া। এই যোজনা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। কৃষকরা এই যোজনা থেকে প্রতি বছর 6000 টাকা করে তিনটি কিস্তিতে পান, যা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
আরও পড়ুন- সুভদ্রা যোজনা 2024: লক্ষীর ভান্ডার এখন অতীত, এই দলটি ১০০০০ টাকা নিতে, বিস্তারিত নিন।
Pm Kisan 18 Instalment-এর টাকা কবে আসবে?
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী 5 October থেকে PM Kisan Yojana 18 তম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। প্রায় 9 কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে জমা হবে। তবে এই টাকা পেতে হলে অবশ্যই ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করতে হবে।
ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার পদ্ধতি:
কৃষকরা তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন দুটি উপায়ে-
•অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ:-
পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ই-কেওয়াইসি করা সম্ভব।
•নিকটবর্তী CSC সেন্টার:-
নিকটস্থ CSC (Common Service Centre)-এ গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-কেওয়াইসি সম্পন্ন করা যাবে।এই প্রক্রিয়া সম্পন্ন করলেই 18 তম কিস্তির 2000 টাকা করে সময়মতো কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
Government Scheme -এর সুবিধা:
•বাংলা সহ ভারতের অন্যান্য রাজ্যে বন্যার কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীধি যোজনা (PM Kisan Yojana) কৃষকদের জন্য বড় সহায়তা হতে চলেছে।
•প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই স্কিমের মাধ্যমে লক্ষাধিক কৃষক আর্থিক সহায়তা পেয়েছেন, এবং Government Scheme -এর এই যোজনা থেকে কৃষকদের ভবিষ্যৎ আরও উন্নত করতে সাহায্য করছে।
সুতরাং, যারা এখনও ই-কেওয়াইসি করেননি, তারা দ্রুত এই কাজটি সম্পন্ন করে নিন এবং 18 তম কিস্তির টাকা পান।
আরও পড়ুন:- Bangla Shashya Bima 2024: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য নতুন আশার আলো! বিস্তারিত তথ্য জেনে নিন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।