Aadhar Card Mobile Number Link: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কতটা জরুরি, জানুন।

Aadhar Card Mobile Number Link: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কতটা জরুরি, জানুন।

Aadhar Card Mobile Number Link: বর্তমান যুগে সমস্ত পরিষেবা ডিজিটাল মাধ্যমে পরিবর্তিত করা হচ্ছে। এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হয়ে উঠেছে আধার কার্ড। এই আধার কার্ডের মাহাত্ম্য এতটাই বেড়েছে যে, ব্যাঙ্ক থেকে শুরু করে যে কোন সরকারি অফিস আজ সব জায়গায় আধার কার্ড ছাড়া আপনাকে চেনেই না। তবুও আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর বদলানো থেকে শুরু করে অন্যান্য আপডেট করা আজও মানুষের মধ্যে ‘কঠিন’ কাজ হয়ে রয়ে গিয়েছে। কিন্তু আদৌ কি তাই? চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।

আধার কার্ড এনরোলমেন্টের জন্য মোবাইল নম্বর ব্যবহার কতটা প্রয়োজনীয়?

ভারতীয়দের জানিয়ে রাখি, আধার কার্ডের এনরোলমেন্টের জন্য মোবাইল নম্বর বা ইমেইল আইডি সরবরাহ করা বাধ্যতামূলক নয়। তবে আধার অ্যাপ্লিকেশনের স্টেটাস আপডেট জানতে বা ওটিপি ভিত্তিক প্রমাণের মাধ্যমে বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে হলে মোবাইল নম্বর প্রদান করা আবশ্যক। এছাড়াও যারা প্রবাসী ভারতীয় (NRI বা এনআরআই) এবং বিদেশি নাগরিকদের জন্য ইমেইল আইডি প্রয়োজন।

Census Of India 2024: 13 বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা! বিস্তারিত তথ্য এক নজরে দেখুন।

Aadhar Card Mobile Number Link
Aadhar Card Mobile Number Link
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের লিঙ্ক করতে মোবাইল নম্বরের প্রয়োজনীয়তা:

•ব্যাঙ্কিং সরকারি পরিষেবা বা ই-কেওয়াইসি করাতে হলে মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ঢোকে। যা আপনার লেনদেন সুরক্ষিত করার জন্য ব্যবহৃত হয়।

•বেশির ভাগ সময় প্যান কার্ড লিঙ্ক করতে, মোবাইল নম্বর পোর্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচাই করণের জন্য আধার নম্বর প্রয়োজন হয়। এক্ষেত্রেও মোবাইলে ওটিপি পাঠানো হয়।

আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর অনলাইনে আপডেট করা যায়?

না, অনলাইনে মোবাইল নম্বর আপডেট করা যায় না। যেকোনো আধার এনরোলমেন্ট কেন্দ্র বা পোস্ট অফিস থেকে আপনি আপনার আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এটি করতে কোন নথি বা পুরনো মোবাইল নম্বরের প্রয়োজন নেই।

আরও পড়ুন, Liquefied petroleum gas 2024: 2019 সালের আগের LPG রান্নার গ্যাস কানেকশন থাকলেই এই কাজটি করতে হবে। না হলে আর গ্যাস সিলিন্ডার বুক হবে না।

Leave a Comment