Food Department Recruitment 2024: খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু, এখনি অনলাইন আবেদন করুন, বিস্তারিত তথ্য জেনে নিন।

Food Department Recruitment 2024: খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ শুরু, এখনি অনলাইন আবেদন করুন, বিস্তারিত তথ্য জেনে নিন।

Food Department Recruitment 2024

Food Department Recruitment 2024: পশ্চিমবঙ্গের বেকার যুবক- যুবতীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। যেসব চাকরি প্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগকারী সংস্থার নাম:

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগের ‘খাদ্যশ্রী ভবন’ থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি (WB Food and Supplies Department Recruitment 2024) প্রকাশ করেছেন।

পদের নাম:

•ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।

•সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল।

•সফটওয়্যার ডেভেলপার।

শূন্যপদ:

তিনটি গুরুত্বপূর্ণ পদ।

Food Department Recruitment 2024
Food Department Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:

•ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভেলপার:-

কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার্স (MCA) অথবা আইটি/বিএসসি/বিটেক ডিগ্রি অথবা কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি।

•সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল:-

কম্পিউটার সাইন্সে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) অথবা ব্যাচেলর অফ টেকনোলজি (B.Tech) ডিগ্রি।

বয়স সীমা:

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশনের নিয়ম অনুসারে হতে হবে‌।

West Bengal Group D Recruitment 2024: অষ্টম শ্রেণি পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিস্তারিত তথ্য জেনে নিন।

মাসিক বেতন:

•ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর- প্রতি মাসে ₹40,000.

•সফটওয়্যার ডেভেলপার- প্রতি মাসে ₹33,000.

•সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল- প্রতি মাসে ₹21,000.

প্রয়োজনীয় নথিপত্র:

•শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
•আধার কার্ডের।
•প্রার্থীদের পাসপোর্টের আকারের ফটোগ্রাফ।
•কাজের অভিজ্ঞতার শংসাপত্র।
•আবেদনকারীর স্বাক্ষর। •প্রয়োজনীয় মার্কশিট/শংসাপত্রের স্ক্যান করা স্ব-প্রত্যয়িত কপি।

নিয়োগ পদ্ধতি:

যে সকল চাকরিপ্রার্থীরা রাজ্য খাদ্য দপ্তরের বর্তমান নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নিরিখে সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট বিভাগের যথাযথ ফরমেট অনুযায়ী। প্রার্থীর একাডেমিক যোগ্যতার উপর ভিত্তি করে শর্ট লিস্ট তৈরি করা হবে এরপর ওই শর্টলিস্ট অনুযায়ী ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে, পাশাপাশি ওই দিন প্রার্থীর কোডিং টেস্টও নেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিন। নিচে লিঙ্ক দেওয়া হয়েছে।

আবেদন ফি:

ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদনের জন্য আবেদন ফি সম্বন্ধে জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন। আপনাদের সুবিধার্থে নিচে লিঙ্ক দেওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি:

•প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Now অপশনে ক্লিক করতে হবে।

•মোবাইল নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে।

•প্রোফাইলে নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেইল আইডি, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করতে হবে।

•যাবতীয় নথিপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু- বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে।অনলাইন আবেদনের শেষ দিন- 24.10.2024.

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official WebsiteClick Here
Official NoticeDownload
Online ApplyClick Here
আরও পড়ুন :-রাজ্যে বিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ: জানুন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। WB School Teacher Job Recruitment 2024

Leave a Comment