Bridha Pension West Bengal 2024: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে 1000 টাকা দিবে, নতুনদের টাকা দেওয়া শুরু।

Bridha Pension West Bengal 2024: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাসে 1000 টাকা দিবে, নতুনদের টাকা দেওয়া শুরু।

Bridha Pension West Bengal 2024

Bridha Pension West Bengal: উৎসবের মরশুমে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য মিলল আনন্দের খবর। পুজোর ছুটির পরে অফিস খুললেই, রাজ্য সরকার প্রায় 1.5 লক্ষ নতুন উপভোক্তাদের জন্য বার্ধক্য ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। সূত্রের খবর অনুযায়ী, এই নতুন ভাতা কারা পাবেন তা পুজোর আগেই করা সমীক্ষা অনুযায়ী ঠিক করা হয়েছে। সেই সমীক্ষার ভিত্তিতেই নতুন এই উপভোক্তাদের জন্য বার্ধক্য ভাতার তালিকায় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। Bridha Pension West Bengal 2024

জয় বাংলা’ প্রকল্প: এক ছাদের তলায় একাধিক ভাতা:

2021 সালে রাজ্যের তত্ত্বাবধানে থাকা বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্পকে এক ছাদের তলায় এনে ‘জয় বাংলা’ প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে, যেমন-
•বিধবা ভাতা।
•বয়স্ক কৃষকদের পেনশন।
•তফসিলি বন্ধু।
•জয় জোহার।
•বয়স্ক শিল্পীদের পেনশন।
•ওল্ড এজ পেনশন (বার্ধক্য ভাতা)।
•মানবিক ভাতা।
•প্রবীণ মৎস্যজীবীদের পেনশন।
•বয়স্ক তাঁতিদের পেনশন।

Bridha Pension West Bengal 2024
Bridha Pension West Bengal 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bangla Shasya Bima 2024: সরকার জমির ফসলের জন্য টাকা দিচ্ছে, জমি থাকলেই টাকা পাবেন, বিস্তারিত জেনে নিন।

প্রকল্পের ভাতার টাকা পরিমাণ ও সুবিধা:

প্রকল্পের আওতায় প্রত্যেক উপভোক্তাকে মাসে 1,000 টাকা ভাতা দেওয়া হয়। বর্তমানে রাজ্যের প্রায় 1 কোটি মানুষ এই ভাতার সুবিধা পাচ্ছেন। এর মধ্যে প্রায় 20. 11 লক্ষ উপভোক্তা পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রাপ্য ভাতা পান।

কেন্দ্র ও রাজ্য সরকারের ভাতার অংশগ্রহণ:

কেন্দ্রীয় সরকারের এই ভাতাগুলোর মধ্যে প্রদানে অংশগ্রহণ খুব সীমিত। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (NSAP) অধীনে কেন্দ্র রাজ্যগুলিকে একটি সামান্য অংশ দেয়। বার্ধক্য ভাতার ক্ষেত্রে 1,000 টাকার মধ্যে 700 টাকা দেয় রাজ্য এবং মাত্র 300 টাকা কেন্দ্র। তবে 80 বছরের বেশি বয়সিদের জন্য কেন্দ্রীয় সরকার মাসিক 500 টাকা প্রদান করে।প্রতি বছর এই প্রকল্পের উপভোক্তাদের যাচাই করা হয়। সরেজমিনে গিয়ে দেখা হয়, উপভোক্তারা এখনও জীবিত কি না বা অন্যত্র চলে গেছেন কি না।গত বছরের সমীক্ষায় দেখা গিয়েছে, অনেক উপভোক্তা মারা গিয়েছেন বা অন্যত্র চলে গেছেন, যার ফলে প্রায় 1.5 লক্ষ নতুন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

উপভোক্তাদের কীভাবে যাচাই করা হয়?

রাজ্যের একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির জন্য বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের ছবি জিও ট্যাগিং করে যাচাই করা হয়েছে। এই যাচাইয়ের ভিত্তিতেই নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া শুরু করার পর, খুব তাড়াতাড়ি প্রায় 1.5 লক্ষ নতুন প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার আওতায় আসবেন। রাজ্যের সরকার এই প্রকল্পকে কার্যকর করার জন্য তারাতারি কাজ করে চলেছে।

আরও পড়ুন, Census Of India 2024: ভারতবর্ষে 13 বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা , কী কী নথিপত্র লাগবে দেখুন।

Leave a Comment