WB Teacher Job Vacancy News 2024: পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করতে বিস্তারিত তথ্য জানুন।
WB Teacher Job Vacancy News 2024:
রাজ্যের সকল চাকরী প্রার্থীদের জন্য রয়েছে একটি নতুন সুখবর। যে সকল ব্যক্তিরা বিদ্যালয়ে শিক্ষকতার কাজের জন্য নিজেকে নিযুক্ত করতে ইচ্ছুক আজকের প্রতিবেদনটি সেই সব ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার Eklavya Model Residential School-এর জন্য চুক্তিভিত্তিক পদ্ধতিতে Guest Teacher পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
সরকার দ্বারা প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। তো আসুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক উল্লেখযোগ্য চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন জানাবেন, কোন কোন বিষয়গুলির জন্য বিদ্যালয়ে Guest Teacher নিয়োগ করা হবে, মাসিক বেতন কত রয়েছে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো। WB Teacher Job Vacancy News 2024
Table of Contents
উল্লেখ্য পদগুলোর বিবরণ নিম্নে ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো।
বিষয়, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, শ্রেনী সীমা —
বিষয় | শিক্ষাগত যোগ্যতা | মাসিক বেতন | শ্রেনী সীমা |
রসায়নবিদ্যা | ইচ্ছুক আবেদন প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (Hons. Chemistry) ডিগ্রি সম্পন্ন হতে হবে। এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীর B.Ed ডিগ্রি থাকা আবশ্যক। | উক্ত বিষয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন রয়েছে ১২,০০০/- টাকা। | এই পদে চাকরিপ্রার্থী কর্মীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রদের পঠন পাঠনের জন্য নিযুক্ত করা হবে। নির্দিষ্ট বিষয়ে পাঠদানের পাশাপাশি অন্যান্য কোনো বিষয়ে জ্ঞান থাকলেও ভালো। |
সাঁওতালি | আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. Santali) ডিগ্রি প্রাপ্ত হতে হবে এবং একই সঙ্গে উক্ত বিষয়ে B.Ed ডিগ্রি থাকতে হবে। | উক্ত বিষয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া কর্মীদের মাসিক বেতন রয়েছে ১২,০০০/- টাকা পর্যন্ত। | এই পদে কর্মরত শিক্ষককে বিশেষত সাঁওতালি ভাষায় দক্ষতা সম্পন্ন হতে হবে এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাঁওতালি ভাষায় পঠন পাঠনের ক্ষমতা থাকতে হবে। |
ইতিহাস | আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. History) ডিগ্রি অর্জন করতে হবে এবং একই সাথে B.Ed ডিগ্রি সম্পন্ন করতে হবে। | উক্ত বিষয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া কর্মীর ক্ষেত্রে মাসিক বেতন ধার্য করা হয়েছে ১২,০০০/- টাকা। | এই পদের সঙ্গে নিযুক্ত শিক্ষককে ইতিহাস বিষয়ে ও সমসাময়িক এবং প্রাচীন ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্ব দেওয়া হবে। |
বয়সের মান—
সরকার দ্বারা প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ০১/০১/২০২৪ তারিখ থেকে হিসেব করে সর্বনিম্ন বয়স সীমা রাখা হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সের মান চাওয়া হয়েছে ৩৮ বছর পর্যন্ত। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের সীমায় বিভিন্ন ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি—
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে পশ্চিম বর্ধমানের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি সম্পূর্ণ নির্ভুল ভাবে পূরণ করে সরকারি বিজ্ঞপ্তিতে চাওয়া সমস্ত প্রয়োজনীয় নথিপত্র- এর সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। WB Teacher Job Vacancy News 2024
প্রয়োজনীয় নথিপত্র—
১. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
২. জন্মতারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড।
৩. পূর্বে এই কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।
৪. কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)।
৫. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৬. একটি বৈধ মোবাইল নম্বর সঙ্গে বৈধ ইমেল আইডি।
৭. সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র (যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে)। WB Teacher Job Vacancy News 2024
আবেদন জমা করার ঠিকানা—
To,The Office Of The PO-cum-DWO,
BCW & TD, Paschim Bardhaman,
1st Floor/2nd Floor, SDO Office Building,
Asansol-713304.
গুরুত্বপূর্ণ সময়সীমা—
উল্লেখিত পদের জন্য আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে ০৫/১১/২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ—
Official Notification Link- | Click Here |
From Download Link- | Download Now |
Official Website Link- | Click Here |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।