Cyclone Dana weather Update 2024: ভয়ানক ঘূর্ণিঝড় ডানা আসছে, ১৫০ কিমি বেগে ঝড় বইবে।
Cyclone Dana weather Update 2024:
সাধারণত মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তন কালে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বলে আমরা জানি।
এই কারণেই এপ্রিল-মে থেকে অক্টোবর-নভেম্বর মাসের সময় কালকে ঘূর্ণিঝড়ের সময় বলেই ধরা হয়। পশ্চিমবঙ্গের এবার যখন মৌসুমী বায়ুর আগমন ঘটেছিল তখন কোনো ঘূর্ণিঝড়ের উৎপত্তি না হলেও এবার ফেরার সময় ঘূর্ণিঝড় ডানা ঝাপটাবে এই বাংলার বুকে। Cyclone Dana weather Update 2024
Table of Contents
ঘূর্ণিঝড়ে প্রভাবিত জেলা সমূহ:
এইবার এই ঘূর্ণিঝড় “ডানা” র ডানা ঝাপটানোর আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের ৮ টি জেলায়। পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই ৮ টি জেলাকে বিশেষ করে সতর্ক করেছে।
সোমবার উত্তর আন্দামান শহরে একটি ঘূর্ণাবর্তের আত্মপ্রকাশ ঘটবে। এই ঘূর্ণাবর্তটির নাম দেওয়া হয়েছে ডানা। মঙ্গলবার সেটা নিম্নচাপের রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঐদিনই এটি গভীর নিম্নচাপ তৈরি হবে।
বুধবার এই গভীর নিম্নচাপ রেখাটি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসবে। উল্লেখিত ঐদিন বিকালে ঘূর্ণিঝড়ের আকার নেবে। এই ঘূর্ণিঝড় রেখাটি মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
দিল্লির মৌসুম ভবন থেকে জানানো হয়েছে যে উড়িষ্যার উপকূলের দিকে এই ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুপুরেই বেহারামপুরের কাছাকাছি যে কোনো স্থানে ডানা নামক এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড ফল করবে।
বাংলায় স্থলভাগে পৌঁছানোর সময় এই ঝড়ের গতিবেগ থাকবে প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার/ ঘন্টা। ল্যান্ড ফল হওয়ার পরে এই ঘূর্ণিঝড়টি তার শক্তি ক্রমশ হারাবে। এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি প্রভাব পড়বে পুরী, গঞ্জাম গজপতি, খুরদা জেলার উপর ।
আবহাওয়াবিদগণ এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে ঘূর্ণিঝড়টি (Cyclone) আবার দিক পরিবর্তনও করতে পারে আর সেক্ষেত্রে পুরী জগৎসিংপুর ও কেন্দ্রপাড়া জেলার কাছাকাছি স্থানে এটি ল্যান্ডফল করতে পারে।
প্রথমে গোপালপুরের আশেপাশের স্থানে ঘূর্ণিঝড় ডানা ল্যান্ড ফল করলেও বাংলায় তার প্রভাব খুব একটা বেশি পড়বে না। সম্ভবত পশ্চিম বাংলার কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।
তবে এই ঘূর্ণিঝড় রেখাটি উত্তর দিকে এগিয়ে এলে আটটি জেলায় এর প্রভাব পড়বে। ডানার প্রভাব পশ্চিম বাংলার যে আটটি জেলার উপর পড়বে সেগুলি হলো –
পূর্ব ও পশ্চিম মেদনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ও ঝাড়গ্রাম।
এই ডানা উত্তর প্রান্তে এগিয়ে এলে এই আটটি জেলায় ঝড়ো হাওয়া বইবে একইসঙ্গে চলবে বৃষ্টিপাত। আগামী বৃহস্পতিবার এই বৃষ্টি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে।
এই ঘূর্ণিঝড়এর সাথে মোকাবিলা করার জন্য ১৫ টি NDRF টিম পাঠানো হবে। এর মধ্যে চারটি টিম পশ্চিমবঙ্গে আসছে। পূর্ব মেদনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় তাদের মোতায়েন করা হবে।
আরও পড়ুন- Aadhar Card Update 2024: কেন্দ্রীয় সরকারের আধার আপডেট নিয়ে বড় ঘোষণা, এখনি বিস্তারিত তথ্য দেখুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।