Yuvasree Prakalpa 2024: বেকার যুবক যুবতীদের জন্য সুখবর! মাসে মাসে ব্যাংক এ ঢুকবে ১৫০০ টাকা! দুর্দান্ত প্রকল্প সরকারের।

Yuvasree Prakalpa 2024: বেকার যুবক যুবতীদের জন্য সুখবর! মাসে মাসে ব্যাংক এ ঢুকবে ১৫০০ টাকা! দুর্দান্ত প্রকল্প সরকারের।

Yuvasree Prakalpa 2024:

এবার বেকার যুবক যুবতীদের কথা ভেবে দারুন উদ্দেশ্য গ্রহণ করলেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ থেকে ৮০ সকল বয়সের নাগরিক দের কল্যাণের কথা চিন্তা করে একটার পর একটা প্রকল্প নিয়ে আসেন। সেটা হতে পারে লক্ষী ভান্ডার বা সবুজ সাথী, বার্ধক্য ভাতা বা কন্যাশ্রী প্রকল্প এবং তালিকায় রয়েছে এমন আরও একগুচ্ছ স্কিম। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি প্রকল্প। যার নাম যুবশ্রী প্রকল্প।মূলত বেকার ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের উদ্ভব। এই প্রকল্প অনুযায়ী যুবক যুবতীরা একটি নির্দিষ্ট আমাউন্ট এর ভাতা পায় প্রত্যেক মাসে।আজ এই প্রকল্প নিয়ে বিশদে আলোচনা করব।

যুবশ্রী প্রকল্পের নিয়মাবলী:

২০১৩ সাল থেকে যুবশ্রী প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের নিয়মানুযায়ী প্রত্যেক মাসে বেকার যুবক যুবতীদের ব্যাংক একাউন্ট এ ১৫০০ টাকা করে ঢুকে যায়। তবে ৬ মাস অন্তর প্রত্যেক উপভক্তা কে একটি সেলফ ডিক্লারেন্স দিয়ে জানাতে হয় যে তারা এই টাকা কোন খাতে খরচ করছেন। Yuvasree Prakalpa 2024

আবেদনকারীর যোগ্যতা:

যুবশ্রী প্রকল্পে আবেদনের বেশ কিছু শর্ত রয়েছে । সেগুলি হলো

১. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২. আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।

৩. আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংক এ নথিভুক্ত থাকতে হবে।

এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি নিম্নে বিশদে আলোচনা করা হলো।

আবেদন পদ্ধতি (Yuvasree scheme):

প্রথমে আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংক এ নিজের নাম নথিভুক্ত করতে হবে। এই কাজ অনলাইন এও করা যাবে। তারপর যথাযথ ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে। সব ইনফর্মেশন ঠিকঠাক ভাবে দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। এই রেজিস্ট্রেশন নম্বরটি যত্ন করে রাখতে হবে। এরপর ফর্মের প্রিন্টআউট করে নিয়ে ৬০ দিনের মধ্যে বাড়ির কাছাকাছি কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ফর্মটি জমা দিয়ে আসতে হবে।

Yuvasree Prakalpa 2024
Yuvasree Prakalpa 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফর্ম জমা দিয়ে আসার পর অফিশিয়াল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কএর ওয়েবসাইটে গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যানেক্সার ওয়ান এবং টু পূরণ করে জমা করে দিতে হবে। ব্যস তাহলেই আপনার কাজ সম্পন্ন হয়েছে। আবেদন করার পর যদি আপনার নাম নির্বাচিত হয় তাহলে আপনিও যুবশ্রী প্রকল্পের চুক্তি অনুযায়ী মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন। হাজার হাজার উপভোক্তা এই প্রকল্পের সুবিধা বিগত ৭ বছর ধরে পেয়ে আসছেন। Yuvasree Prakalpa 2024

Official Website Link – Click Here

আরও পড়ুন – Train Ticket Reservation Rules 2024: সাধারণ মানুষের এবার স্বস্তি পাবেন, ট্রেনের টিকিট বুকিংয়ে নতুন নিয়মের জন্য।

Leave a Comment