Mamata Banerjee on Dana Cyclone: বাংলার 7 জেলায় তাণ্ডব করবে ‘দানা’! মমতার রাজ্যবাসীকে সতর্ক করে কী কী প্রস্তুতি নিলেন?
Mamata Banerjee on Dana Cyclone
Mamata Banerjee on Dana Cyclone: আসছে ঘূর্ণিঝড় ডানা। সেই দুর্যোগ পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস নবান্নের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই ঝড় নিয়ে বৈঠক করা হয়েছে। 24 ঘন্টা ব্যাপী পরিষেবা চালু আছে নবান্নে। মমতার দাবি, সতর্ক করা হয়েছে মানুষকে। 24 October রাত থেকে 25 October সকালের মধ্যে ওড়িশার পুরী ও সাগর দ্বীপের মধ্যে ল্যান্ডফল হতে পারে। এই ঝড়ের গতিবেগ 120 কিলোমিটার হতে পারে।
Table of Contents
কোন কোন জেলায় এর প্রভাব পড়বে?
বাংলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই 7 জেলায় খুব ভারী প্রভাব হবে ডানার। মমতা বলেন, “মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উপকূলে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনি (NDRF)। পর্যটকদের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। উপকূলে ফেরি সার্ভিস বন্ধ আছে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয় মোকাবিলা জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করবেন?
ডানা আবহে 7 জেলায় 23 October থেকে 26 October পর্যন্ত সব স্কুল ছুটি দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সাতজন অবজার্ভার হিসেবে সাতজন আইএএসকে দেওয়া হচ্ছে । মমতা জানান, 24 তারিখে cabinet মিটিং আছে। যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছেন তাঁদের এলাকা ছাড়তে বারণ করা হয়েছে। তাঁর কথায়, “পূর্ব মেদিনীপুরে কোনও মন্ত্রী নেই, তাই অবজার্ভার পাঠাচ্ছি। ঝাড়গ্রাম জেলার বীরবহা হাঁসদাকেও আসতে বারণ করছি। উলুবেড়িয়া সেকশনে পুলক রায়ের আসার দরকার নেই।”এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে উদ্দেশ্য করে নির্দেশ দেন, তারা যাতে জল না ছাড়ে। এই নিয়ে গতকাল মুখ্য সচিব জানিয়ে দিয়েছেন ক্যাবিনেট সেক্রেটারিকে। তবে উত্তরবঙ্গের কিছু জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের উদ্দেশ্যে মন্তব্য করেন:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, “বন্যা পরিস্থিতি কী ভাবে সামাল দিয়েছে রাজ্য সেটা আপনারা দেখছেন। কোনও আর্থিক সাহায্য আমরা পাইনি। আমার প্রতিবেশী রাজ্য টাকা পায়। আমাদের দুর্ভাগ্য আমরা টাকা পাইনা।”
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।