Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস সার্ভে থেকে অসংখ্য আবেদন বাতিল, এই ভুলগুলো করলেই আবেদন বাতিল, বিস্তারিত জানুন।
Bangla Awas Yojana List
Bangla Awas Yojana List 2024: বাংলার মানুষদের জন্য বাড়ি নির্মাণের জন্য কেন্দ্র কাছে থেকে আর্থিক সহায়তা না পাওয়ায়, রাজ্য সরকার তাদের নিজ উদ্যোগে December মাসে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গরিব ও প্রান্তিক মানুষদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা। কিন্তু কারা এই সহায়তা পাবেন, সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজ্য সরকার উপভোক্তাদের তালিকা তৈরি করতে গিয়ে কোনও ত্রুটি রাখতে চান না। তাই প্রক্রিয়াটি সঠিকভাবে যাচাই করে সম্পন্ন করতে চান, উপনির্বাচনের কারণে কিছু এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যজুড়েই যাচাই শুরু হয়েছে।
Table of Contents
তালিকা যাচাইয়ের অগ্রগতি:
এই সমীক্ষায় ইতিমধ্যে সোমবার থেকে শুরু হওয়া 2 লক্ষ বাড়ির যাচাই কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় 20 শতাংশ বাড়ি ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ প্রথম দুই দিনে যাচাই হওয়া 2 লক্ষ পরিবারের মধ্যে প্রায় 40 হাজারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কেন তালিকা থেকে নামগুলো বাদ যাচ্ছে, এর নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। Bangla Awas Yojana List
পূর্ববর্তী যাচাই ও এখন বাছাই:
বাংলা আবাস যোজনার তালিকা 2022 সালের December মাসে একবার যাচাই করা হয়েছিল, তখনকার পরিসংখ্যান অনুযায়ী 11 লক্ষ গরিব মানুষ বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য যোগ্য বলে চিহ্নিত হয়েছিলেন। কিন্তু এই দুই বছরের মধ্যে অনেক কিছুই বদলে গেছে।ইতিমধ্যে অনেকেই আবার নিজের উদ্যোগে বাড়ি তৈরি করে নিয়েছেন, অনেকে আবার স্থান পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন। এর পাশাপাশি, কেন্দ্রের নিয়মাবলীতে কিছু পরিবর্তন এসেছে, যেমন এখন যদি পরিবারের কোনও সদস্যের ব্যক্তিগত আয় 15 হাজার টাকার বেশি হয়, তাহলে সেই পরিবারটি আর এই সহায়তার জন্য ‘অযোগ্য’ বিবেচিত হবে।
উপভোক্তাদের যাচাই করার শর্তাবলী:
উপভোক্তাদের যাচাই করার জন্য মোট 11 টি শর্ত নির্ধারিত হয়েছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে:
•কোন উপভোক্তারা আগে থেকে কোন আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।
•পরিবারে কোনো সদস্য আবাসিক প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা।
•উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কিনা।
•পরিবারের সদস্যের আয় 15,000 টাকার বেশি কিনা।
•উপভোক্তার 2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কিনা। Bangla Awas Yojana List
•5 একর বা তার বেশি সেচবিহীন জমি রয়েছে কিনা।
•উপোক্তার নিজের নামে 5 একর বা তার বেশি সেচবিহীন জমির মালিক আছে কিনা ।
•পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন কিনা।
•নিজস্ব কোন মোটরচালিত তিন/চার চাকার গাড়ি আছে কিনা ।।
•তিন চাকা/ চার চাকার কোনো কৃষিজ সরঞ্জাম আছে কিনা।
•আয়কর প্রদান করা হয় কিনা।
রাজ্যে সরকারের উদ্যোগ:
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বলেন, রাজ্যের প্রান্তিক মানুষরা কেন্দ্রীয় সহায়তা না পাওয়ায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাজ্যের প্রান্তিক মানুষের জন্য এই উদ্যোগ নিয়েছেন। তাঁর লক্ষ্য, যেন প্রকৃত উপভোক্তারাই এই সহায়তা পান। তারা অনেকেই এখন রাজ্যের আর্থ-সামাজিক উন্নতির ফলে নিজেদের পাকাবাড়ি তৈরি করে নিয়েছেন,তার ফলে তাঁদের নাম তালিকা থেকে বাদ হয়ে যাচ্ছে।
বর্তমানে তালিকা তৈরির প্রক্রিয়া:
বাংলা আবাস যোজনার তালিকা 2022 সালের December মাসের শেষ যাচাই প্রক্রিয়ার হওয়া পর রাজ্য সরকার একটি স্থায়ী উপভোক্তাদের তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় মোট 34 লক্ষ আবেদনকারীর নাম ছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে আদালত মামলা হয়েছিল সেই জন্য আরও 1 লক্ষ নাম যুক্ত হয়। ফলে এই মুহূর্তে মোট 35 লক্ষ উপভোক্তার তালিকা রয়েছে, যার যাচাই এখনও চলছে। এছাড়াও মুখ্যমন্ত্রী সেলে যাঁরা সরাসরি বাড়ি তৈরির জন্য সাহায্য চেয়েছেন এবং যাঁদের বাড়ি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও যাচাই প্রক্রিয়া চলছে।
তালিকা যাচাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া:
বাংলা আবাস যোজনার তালিকা যাচাই প্রক্রিয়া 30 October -এর মধ্যে শেষ হবে। এরপরই চূড়ান্ত উপভোক্তা তালিকা প্রকাশ করা হবে। সেখানে ঠিক কতজন সহায়তা পাবেন তা জানা যাবে। এই তালিকা নিয়ে রাজ্য প্রশাসন, বিশেষ করে পঞ্চায়েত দফতর খুবই সতর্ক। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার প্রান্তিক মানুষের জন্য পাকা বাড়ি নিশ্চয়তা দিচ্ছে, যা তাদের জীবনে এক স্থায়ী সমাধান নিয়ে আসবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Bangla Awas Yojana List Check Link | Click Here |
Bangla Awas Yojana Form Pdf | Download |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।