Medhashree Scholarship 2024: বছরের 9600 টাকা, মেধাশ্রী প্রকল্পে নতুন আবেদন শুরু, কীভাবে নথিভুক্ত করবে নাম? বিস্তারিত তথ্য জেনে নিন।

Medhashree Scholarship 2024: বছরের 9600 টাকা, মেধাশ্রী প্রকল্পে নতুন আবেদন শুরু, কীভাবে নথিভুক্ত করবে নাম? বিস্তারিত তথ্য জেনে নিন।

Medhashree Scholarship 2024

Medhashree Scholarship 2024: কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গও পিছিয়ে। রাজ্যের মানুষের সুবিধার্থে সরকার ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প চালু করেছেন। যার মধ্যে অন্যতম সুপারহিট হিসেবে প্রমাণিত হয়েছে মহিলাদের জন্য আনা “লক্ষ্মীর ভান্ডার প্রকল্প”। তবে এবার রাজ্য সরকারের তরফে এমন এক প্রকল্প আনা হল যার দরুন সকলে পেয়ে যাবেন 800 টাকা! হ্যাঁ ঠিকই শুনেছেন একদম। রাজ্য সরকার ইতিমধ্যে বিশেষে একধরনের প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন যে এই প্রকল্পের নাম কী? তাহলে আপনাদের জানিয়ে রাখি, আজ যে প্রকল্পটি নিয়ে আলোচনা হচ্ছে সেটির নাম হল ‘মেধাশ্রী।’ ইতিমধ্যে কন্যাশ্রী নামের একটি প্রকল্প বছরের পর বছর ধরে চলে আসছে বাংলায়। তবে এবার এসে গেল ‘মেধাশ্রী।’

মেধাশ্রী প্রকল্পের বিস্তারিত তথ্য:

পশ্চিমবঙ্গ সরকারের তরফে থেকে এমন অনেক প্রকল্প চালানো হচ্ছে যার দরুন উপকৃত হচ্ছে ছোট থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা। তবে এই মেধাশ্রী প্রকল্প বা মেধাশ্রী স্কলারশিপ বিশেষভাবে আনা হয়েছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু মোটা অংকের একটা টাকা পেয়ে যাবে, হ্যাঁ ঠিকই শুনেছেন। এই প্রকল্পের টাকা পেতে বেশ কিছু শর্ত আছে যা সকলকে মেনে চলতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে আলিপুরদুয়ারে একটি জনসভায় মেধাশ্রী বৃত্তি ঘোষণা করেছিলেন।অন্যান্য অনগ্রসর সমাজ অর্থাৎ OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের এই বৃত্তি থেকে আর্থিকভাবে উপকৃত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বৃত্তির জন্য সঠিকভাবে আবেদন করা সমস্ত যোগ্য শিক্ষার্থী এক বছরে 9600 টাকা, অর্থাৎ প্রতি মাসে 800 টাকা পাবে।

Medhashree Scholarship 2024
Medhashree Scholarship 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই প্রকল্পে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে?

•শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের কোনও সরকারী বা সরকার-স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে।

•শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে হবে না।

•পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

•আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

•আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু বা OBC বিভাগের হতে হবে।

Adhaar Card: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড দিয়ে আর করা যাবে না এই কাজ….

প্রয়োজনীয় নথিপত্র:

•আধার কার্ড জেরক্স,

•পরীক্ষার মার্কশিট,

•সংখ্যালঘু শংসাপত্র,

•পাসপোর্ট সাইজের ছবি,

•ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট,

•ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং/আইএফএসসি কোড,

•পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র।

আবেদন পদ্ধতি:

•প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://wbmdfcscholarship.in/aikya_app/home_app.php এ যেতে হবে।

•হোমপেজ খুলবে। ‘Student Area’ option এ ক্লিক করতে হবে।

•তারপর “New Registration” এ ক্লিক করতে হবে।

•এরপর কোন জেলার বাসিন্দা সেটা ক্লিক করে “Application Form” খুলবে।

•তারপর যা যা তথ্য দিতে বলবে তা সঠিকভাবে দিয়ে Submit করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Online Application Link :- Click Here

আরও পড়ুন,Lakkhi Vandar New Update 2024: চালু হলো নতুন নিয়ম। না মানলে অ্যাকাউন্ট এ ঢুকবে না টাকা। নতুন নিয়ম চালু সরকারের।

Leave a Comment