Bangla Awas Yojana Survey: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আবাস যোজনার সমীক্ষায় কোন নেতা বা মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারবেনা।

Bangla Awas Yojana Survey: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আবাস যোজনার সমীক্ষায় কোন নেতা বা মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারবেনা।

Bangla Awas Yojana Survey 2024

Bangla Awas Yojana Survey: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাংলার আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হয়েছে। নবান্ন থেকে কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সমীক্ষার কাজের ব্যাপারে এবার। তিনি যে নির্দেশিকায় জারি করেছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য দেব আজকে প্রতিবেদনের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার সমীক্ষার নিয়ে নির্দেশ দিয়েছেন, এই ব্যাপারে এলাকার কোনো নেতারা হস্তক্ষেপ করতে পারবেন না। তিনি জনপ্রতিনিধি হন বা সাংসদ হন বা বিধায়ক, জেলা পরিষদের সদস্য হন বা পুরসভার, পঞ্চায়েত সমিতির সদস্য হন কী গ্রাম পঞ্চায়েতের সদস্য কেউই এই সমীক্ষায় হস্তক্ষেপ করতে পারবে না।

2022 সালের সমীক্ষা:

2022 সালের December মাসে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য সমীক্ষা শুরু হয়েছিল। তখন কেন্দ্র সরকার বাংলায় 11 লক্ষ গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য প্রশাসনিক অনুমোদন দিতে রাজি হয়েছিল। কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন। বিভিন্ন নেতাদের হস্তক্ষেপের ফলে কেন্দ্র সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু 2022 সালের December মাসে বাড়ি তৈরীর সমীক্ষার পর যে তালিকাটি তৈরি হয়। সেখানে নাম অন্তর্ভুক্ত ছিল প্রায় 34 লক্ষ মানুষের। এরপর বিভিন্ন কারণে প্রায় এক লক্ষ মানুষের নাম আরো যুক্ত হয়ে 35 লক্ষে দাঁড়ায়। Bangla Awas Yojana Survey

Bangla Awas Yojana Survey
Bangla Awas Yojana Survey
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কারা বাড়ি তৈরির সাহায্যে পাবেন?

মুখ্যমন্ত্রী সেলে যে সকল ব্যক্তিরা বাড়ি তৈরির সাহায্যের জন্য যোগাযোগ করেছিলেন তাঁদেরও বাড়ি তৈরির জন্য সমীক্ষা করা হয়েছে। এছাড়াও ওই তালিকাতে যুক্ত হতে পারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ির ক্ষতি হয়েছে তাঁদেরও নাম।

Medhashree Scholarship 2024: বছরের 9600 টাকা, মেধাশ্রী প্রকল্পে নতুন আবেদন শুরু, কীভাবে নথিভুক্ত করবে নাম? বিস্তারিত তথ্য জেনে নিন।

বাংলা আবাস যোজনার প্রথম সমীক্ষায় কত জন যোগ্য ও অযোগ্য?

30 October বাংলা আবাস যোজনার বাড়ি তৈরীর সমীক্ষা শেষ হবে। এবার দেখার একটি বিষয় হল যে সমীক্ষা শেষ হওয়ার পর এবারের চূড়ান্ত উপভোক্তার তালিকায় কতজনের নাম ওঠে। এই রাজ্যের পাঁচটি জেলায় উপনির্বাচনের কারণে নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি তৈরীর সমীক্ষার কাজ ওই জেলাগুলিতে বন্ধ থাকার। সমীক্ষা পর্ব শেষ হয়েছে মোট 2 লক্ষ বাড়ির। তার মধ্যে প্রায় 20% ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হয়েছে। অর্থাৎ যদি 2 লক্ষ বাড়িতে সমীক্ষা চালানো হয়ে থাকে তবে 40 হাজার ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।

বাংলা আবাস যোজনা তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে?

•যে ব্যক্তিরা আগের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

•যে ব্যক্তিদের আয় আগের থেকে বেড়েছে তাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বাংলা আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের বক্তব্য:

বাংলা আবাস যোজনা নিয়ে এলাকাবাসীরা জানিয়েছেন যে, আগের সমীক্ষা থেকে এইবারের সমীক্ষা অনেকটাই সঠিক হয়েছে। আগের বাড়ির সমীক্ষায় নেতাদের সুপারিশের ফলে বহু অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়। যাদের দোতলা বাড়ি রয়েছে তাদেরও এই বাড়ি তৈরির টাকা পাওয়ার তালিকায় নাম উঠেছিল বলে খবর পাওয়া যে গিয়েছিল।

Bangla Awas Yojana Form Pdf : Download

*বাংলা আবাস যোজনার সমীক্ষায় সরকারি কর্মীরা থাকার ফলে, তারা চাকরির ভয়ে সঠিক ভাবেই সমীক্ষাটি করেছে।

আরও পড়ুন,Bangla Shasya Bima 2024: সরকার ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছেন। আপনি কত টাকা পাবেন বিস্তারিত দেখুন।

Leave a Comment