Awas Yojana interesting update: আবাস যোজনায় নতুন করে আবেদন নিচ্ছে সরকার।আপনিও টাকা পাবেন। উপায় জানতে চান?চোখ রাখুন এই প্রতিবেদনে
Awas Yojana interesting update:
মানুষের মাথার উপর পাকা ছাদ সুনিশ্চিত করতে অনেকদিন আগেই শুরু হয়েছে প্রকল্প । কেন্দ্র সরকার অনেক আগেই এই প্রকল্পের কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে শুরু হয়েছে এই পি এম আবাস যোজনা প্রকল্প। ভারতের সব রাজ্যেই শুরু হয়েছে এই প্রকল্প। পশ্চিমবঙ্গের অনেক মানুষও এই প্রকল্পের জেরে পেয়েছেন পাকা ঘর। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্প নিয়ে নানা রকম দুর্নীতির কথা রটে রয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে শুরু করলেন নিজস্ব আবাস যোজনা প্রকল্প। সব শর্ত মেনে এই আবেদন করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন মাথার উপর পাকা ছাদ।
Table of Contents
কিছু শর্ত পূরণ করতে হবে:
বঙ্গ সরকারের আবাস যোজনা প্রকল্পের আওতায় আসার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে। এই শর্ত গুলো যদি ঠিকঠাক পূরণ না হয় তবে কোনো সুবিধাই লাভ করতে পারবেন না। কেন্দ্র সরকারের আবাস যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে রাজ্য সরকারের। অনেকেই যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারাও আবেদন করছেন এবং অসাধু উপায়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব উদ্যোগে নিজস্ব ভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন। Awas Yojana interesting update
কিভাবে করা যাবে এই আবেদন?:
কিভাবে আবেদন করলে এই প্রকল্পএর সুবিধা পাবেন? দুটি উপায়ে আবেদন করা যেতে পারে । প্রথমত সাদা কাগজে এই প্রকল্পের সুবিধা চেয়ে অনুরোধ করে একটি দরখাস্ত লিখতে হবে। তারপর সেই দরখাস্ত জমা দিয়ে আসতে হবে নিকটস্থ ব্লক উন্নয়ন অফিসে। আরো একটি উপায় হলো সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেস্ক নম্বর এ ফোন করে আবেদন করতে পারেন। সোমবার থেকে শনিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করে আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে পাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্যসরকারের কোষাগার থেকে সরাসরি পেয়ে যেতে পারেন ১ লক্ষ ২০ হাজার টাকা।
কারা এই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নয়? :
১. যাদের পরিবারে কোনো সদস্য সরকারি চাকুরে তারা এই আবেদনের যোগ্য নয়।
২. তিন চাকা বা চার চাকা গাড়ি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে না।
৩. আয়কর, ট্যাক্স ইত্যাদি যারা প্রদান করেন তারা এই প্রকল্পের আওতায় আসার যোগ্য নয়।
৪. অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকলেও তারা যোগ্য হিসেবে গণ্য হবেন না।
৫. মাসিক আয় ১৫০০০ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।
Official Website Link Urban – Click Here
Official Website Link Rural – Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।