Change in ration allocation 2024: রেশন ভর্তুকিতে কোপ পড়ল কেন্দ্রের! এখনি না করলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড,রইল বিস্তর।
Change in ration allocation 2024:
দেশের একটা বড় সংখ্যক মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। মূলত দেশের এই রেশন ব্যাবস্থাই গরিব মানুষদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন যোগায়। এবার সেই রেশন ব্যবস্থায় বদলে গেল রেশন কার্ডে চাল ও গমের বরাদ্দের নিয়ম।
কেন্দ্র সরকারের তরফেও অন্ত্যোদয় কার্ডেও বরাদ্দে বদল আনা হয়েছে। পূর্বের নিয়মে অন্ত্যোদয় কার্ডে রেশন কার্ডে ৩০ কেজি চাল এবং ১৪ কেজি গম দেওয়া হত। এবার সেই নিয়মে পরিবর্তন ঘটানো হয়েছে। নতুন নিয়মে ১ নভেম্বর থেকে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন।
Table of Contents
কবে থেকে লাগু হচ্ছে এই নিয়ম ?
কেন্দ্র সরকারের খাদ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডে খাদ্য যে শস্য বরাদ্দ ছিল তার পরিবর্তন হয়েছে। ১ নভেম্বর থেকে এই নিয়ম লাঘু হয়েছে। কেন্দ্রের এই নতুন নিয়মে এখন থেকে চাল কম পাওয়া যাবে। বরাদ্দ হয়েছে গমের। Change in ration allocation 2024
নতুন নিয়মে কতটা পরিমান চাল পাওয়া যাবে ?
কেন্দ্রের পূর্বের নিয়মে রেশন কার্ডে মাথা পিছু চাল পাওয়া যেত ৩ কেজি। কিন্তু নতুন নিয়মে ১ নভেম্বর থেকে রেশনে তিন কেজির বদলে আড়াই কেজি চাল পাওয়া যাবে। বরাদ্দ হয়েছে গমের। নতুন নিয়মে দুই কেজির বদলে “আড়াই” কেজি গম পাওয়া যাবে রেশনে।
কোপ পড়েছে অন্ত্যোদয় কার্ডেও:
কেন্দ্রের তরফে অন্ত্যোদয় কার্ডেও বরাদ্দে বদল আনা হয়েছে। পূর্বের নিয়মে অন্ত্যোদয় কার্ডে রেশন কার্ডে ৩০ কেজি চাল এবং ১৪ কেজি গম দেওয়া হত। এবার সেই নিয়মে পরিবর্তন ঘটানো হয়েছে। নতুন নিয়মে ১ নভেম্বর থেকে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন।না মানলে বাতিল হয়ে যাবে রেশন কার্ড
কেন্দ্রের এই নয়া নিয়মে সরকারি প্রকল্পের চালে যারা দু’বেলা ভাত খেতে অভ্যস্ত, তাঁদের অনেকেই বিপদে পড়তে পারেন। একই সঙ্গে রেশন গ্রাহক ১ ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে।বন্ধ হয়ে যাবে রেশন পরিশেবা।
উল্লেখ্য, এর আগেও ১ সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু এরপরেও অনেকে করেনি। তাই সেই সকল গ্রাহকের সুবিদার্থে কেওয়াইসির মেয়াদ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- Railway New Recruitment 2024: রেলে চাকরির সুযোগ! বেশ কয়েকশো শূন্যপদে নিয়োগ চলছে, এখনই আবেদন করুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।