West Bengal Asha Karmi Recruitment 2024: সরকারি মাধ্যমিক পাশে চাকরির নিয়োগ শুরু, বিনামূল্যে আবেদন করুন।
West Bengal Asha Karmi Recruitment 2024
West Bengal Asha Karmi Recruitment 2024: রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট একটি সুখবর। বিশেষত যে সমস্ত মহিলা চাকরিপ্রার্থীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় ভাল চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি দারুন একটি সুযোগ।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী প্রকাশিত নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে বেশ কিছু শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট জেলা ভিত্তিকভাবে মহকুমা শাসক দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে।এখানে কেবলমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা তারাতারি আবেদন করুন। আজকের এই প্রতিবেদনটিতে নিয়োগ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য জানাবো, তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম:
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী মহকুমা শাসক দপ্তর কর্তৃক পরিচালিত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
পদের নাম:
আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ:
এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মোট 4 টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।
বয়সসীমা:
•আশা কর্মী নিয়োগের সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণীভুক্ত আবেদনকারীরা ন্যূনতম 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
•সরকারিভাবে স্বীকৃত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 22 বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ অথবা যে কোনো রাজ্যের স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক সমতুল্য যে কোন পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন:
পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে রাজ্যে কাজে নিযুক্ত সকল আশা কর্মীকে প্রতিমাসে 5,200/- টাকা সাম্মানিক ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
নিয়োগ পদ্ধতি:
আবেদনপত্র জমা হওয়ার পর প্রস্তাবিত প্রার্থী তালিকা অনুযায়ী সরাসরি ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদে নিয়োগ করা হয়।West Bengal Asha Karmi Recruitment 2024
আবেদন ফি:
আশা কর্মী পদে আবেদন করায় জন্য সরকারিভাবে কোন প্রকার আবেদন ফি লাগে না। যে কোনো শ্রেণীর ইচ্ছুক আবেদনকারীরা সম্পূর্ণ বিনামূল্যে এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি:
আশা কর্মী পদে নিয়োগের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য প্রথমে জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর গুরুত্বপূর্ণ নথিপত্র গুলি পূরণ করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র সংগ্রহ:
অনলাইনে সংশ্লিষ্ট আবেদনপত্র সংগ্রহ করার ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় প্রার্থীরা তাহলে সরাসরি নিজের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস অথবা এলাকার উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনপত্র জমা করার ঠিকানা:
ঝাড়গ্রাম জেলার মহকুমা শাসকের করণ কর্তৃক পরিচালিত এই নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারীদের নিজস্ব ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে আবেদনপত্র জমা করতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আশা কর্মী পদের নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী 5 December, 2024 তারিখ পর্যন্ত। উল্লেখিত তারিখে সর্বোচ্চ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Website | Click Here |
Official PDF | Download Now |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।