Forest Department recruitment 2024: বনদপ্তরে কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশেই হচ্ছে নিয়োগ। বিস্তারিত পড়ুন।
Forest Department recruitment 2024:
চাকরিপ্রার্থীদের জন্য বনদপ্তরের তরফ থেকে একটি বড় ধরনের সুখবর দিয়েছে।বনদপ্তরের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ হতে চলেছে। এই কর্মী নিয়োগের জন্য রাজ্যের সকল জেলার প্রার্থীরা আবেদন জানাতে পারবেন
তবে এবার প্রশ্ন হল এই পদের জন্য কিভাবে আবেদন করা যাবে? আবেদন পদ্ধতি কি রয়েছে? প্রভৃতি প্রশ্নের উত্তর জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। Forest Department recruitment 2024
Table of Contents
পদের নাম:
বনদপ্তরে কর্মী নিয়োগের জন্য যে আবেদন টি প্রকাশিত হয়েছে তার মধ্যে যে যে পদের নাম উল্লেখিত রয়েছে সেগুলি হলো: Multi Tasking Staff (MTS), Lower Division Clerk(LDC), Technician (TE), Technical Assistant প্রভৃতি।
শিক্ষাগত যোগ্যতা:
বনদপ্তরে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের নির্ধারণ করা হয়েছে।
Multi Tasking Staff: মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে।
Lower Division Clerk (LDC): লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশের সাথে ম্যানুয়াল টাইপ রাইটিং এর স্পিড থাকতে হবে। ইংরেজি টাইপ এর ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার ক্ষমতা থাকতে হবে।
Technical Assistant: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্ত হতে গেলে আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিজ্ঞান বিষয় বা সংশ্লিষ্ট বিষয়গুলি (এগ্রিকালচার,বায়ো টেকনোলজি) র যেকোনো একটাতে গ্রাজুয়েট হতে হবে। Forest Department recruitment 2024
বয়স সীমা:
এই চাকরি গুলির আবেদন করতে হলে অবশ্যই বয়স সীমা ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। Sc/St প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PWD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেয়া হবে।
আরও পড়ুন- Mobile TRAI New Update 2024: ২০২৫ থেকে মোবাইলে চালু হচ্ছে নতুন নিয়ম! বদল হবে টেলিকম পরিষেবার নিয়ম
নিয়োগ প্রক্রিয়া:
এই চাকরির জন্য প্রার্থী বাছাই করা হবে CBT ও DV র মাধ্যমে।
মাসিক বেতন:
বিজ্ঞপ্তিতে মাসিক বেতনের কথা তেমনভাবে কিছু উল্লেখ করা নেই।
আবেদন পদ্ধতি:
এই বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে গেলে চাকরির ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট করলেই ফর্ম ফিলাপের কাজ শেষ হবে।
আবেদনের শেষ তারিখ:
৩০/১১/২০২৪ তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে।
আরও পড়ুন- Krishak Bandhu Payment 2024: কৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে, যাদের ঢুকেনি কবে ঢুকবে?
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।