India Post Office Service 2024: এবার বড়ো পরিবর্তন আনবে India Post! শুরু হচ্ছে ২ যুগান্তকারী পরিষেবা, জানেন কি কি সুবিধা পাবেন?
India Post Office Service 2024:
বর্তমান সমাজে সব কিছু ব্যবস্থায় অনেক বেশি উন্নত হয়ে উঠেছে। ঠিক এমন ভাবেই কেন্দ্র সরকারের লক্ষ্য এবার India Post Office- কে আরও উন্নতির দিকে অগ্রসর করে দেওয়া। সেই হিসাব মতো কেন্দ্র সরকার এবার থেকে ডাক বিভাগকে (Post Office) লাভের মুখ দেখানোর জন্য জোর দিচ্ছে পণ্য পরিবহণে। India Post Office Service 2024
কথা অনুযায়ী, সেই লক্ষ্যেকে স্থির রেখে এবার India Post শুরু করেছে ‘লজিস্টিক পোস্ট’ এবং ‘মোবাইল পার্সল ভ্যান’ নামক দুটি পরিষেবা। জানা গিয়েছে ডাক বিভাগের দাবি রয়েছে যে, এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা দেশ ও বিদেশ দুই জায়গাতেই প্রয়োজনীয় পণ্য পাঠাতে পারবেন।
Table of Contents
India Post Office- এর চূড়ান্ত উদ্যোগ:
‘লজিস্টিক পোস্ট’ এবং ‘মোবাইল পার্সল ভ্যান’ দুটি পরিষেবার মাধ্যমেই ডাক কর্মীরা গ্রাহকদের বাড়ি থেকে অথবা গ্রাহকদের দেওয়া নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য তুলে পৌঁছে দেবেন তাদের প্রদান করা নির্দিষ্ট ঠিকানায়। সূত্র মাধ্যম দ্বারা খবর পাওয়া গিয়েছে, ‘মোবাইল পার্সল ভ্যান’ পরিষেবার মাধ্যমে সর্বোচ্চ ৩৫ কেজি পর্যন্ত পণ্য পৌঁছানো যাবে ডাক বিভাগের (Post Office) মাধ্যমে। এর পাশাপাশি সর্বাধিক ৩ টন পর্যন্ত প্রয়োজনীয় পণ্য পৌঁছানো যাবে ডাক বিভাগের লজিস্টিক সার্ভিসের মাধ্যমে।
এই ডিসেম্বর মাস অর্থাৎ চলতি মাস থেকেই লজিস্টিক পোস্ট (Logistic Post) পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে বীরভূমের সিউড়ি থেকে দিঘা গ্রাম পর্যন্ত। বলা বাহুল্য, প্রধানত ব্যবসায়িক কারণেই এই পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। আর ‘মোবাইল পার্সল ভ্যান’- এর মাধ্যমে পাঠানো যাবে নিজেদের যে কোনো ব্যক্তিগত পণ্য। India Post Office Service 2024
পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য:
পশ্চিমবঙ্গ রাজ্যের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমারের কথায়, এই রাজ্যের ৩২ টি প্রধান ডাকঘরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে মোবাইল পার্সল ভ্যান (Mobile Percel Van)। এই সুবিধা থাকার কারণে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন সংস্থাগুলিও এই পরিষেবার সুবিধা উপভোগ করতে সক্ষম হচ্ছেন। বেসরকারি কুরিয়ার সংস্থাগুলো যেমন রয়েছে ঠিক সেই মতোই ইন্ডিয়া পোস্ট (India Post) অর্থাৎ ডাক বিভাগ গ্রাহকদের পণ্য পৌঁছে দিচ্ছে গ্রাহকদের বাড়ির সামনেই। তবে এই ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো বেসরকারি কুরিয়ারের চেয়ে সরকারি পোস্ট অফিসে পণ্য পরিবহণের খরচ প্রায় অর্ধেক।
পশ্চিমবঙ্গ রাজ্যের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার এই বিষয়টি খোলসা করে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন একটি গাড়িতে যায় এক জনের পণ্য। এর পাশাপাশি একসাথে তিন টনের বেশি ওজন হওয়া যাবে না। এই পরিষেবার মাধ্যমে পণ্য পাঠাতে প্রতি কিলোমিটারে খরচ ২ টাকা থেকে শুরু এবং এর সর্বাধিক খরচ রয়েছে ২৯.৩৬ টাকা। এতো কম খরচে আর কেউ কোনো পণ্য বহন করেন না। একই সাথে লজিস্টিক পোস্টে পণ্যের বিমাও করানো হচ্ছে। এর ফলে যদি পন্য পাঠানোর সময় কোনো ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে তার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। যদি আপনি এই পরিষেবা পাওয়ার জন্য ইচ্ছুক থেকে থাকেন তো সেই ক্ষেত্রে অনলাইনে গিয়ে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে বুকিং করতে হবে।
আরও পড়ুন- Ration Service New Update 2024: ডিসেম্বর মাস থেকে পাবেন রেশনে অনেক সামগ্রী! এক নজরে দেখুন তালিকা।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।