Ration Card New Rules 2024: গাড়ি কিনলেই বাতিল রেশন কার্ড! সরকারের এই নতুন নিয়ম জানেন কি?
Ration Card New Rules 2024:
ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে, ভর্তুকিযুক্ত হারে রেশন দিয়ে থাকেন। এর ফলে নিম্ন আয়ের পরিবারগুলোতে কোনও চাপ ছাড়াই রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভারত সরকার।
ভারত সরকার দ্বারা পরিচালিত এই রেশন কার্ড ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই এর কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। যদি আপনি আগে থেকেই একজন রেশন কার্ড গ্রাহক হয়ে থাকেন তো এই নিয়ম কানুন সমন্ধে পূর্ব থেকেই আপনি অবগত রয়েছেন। আর যদি এখনো আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন তো রেশন কার্ড ব্যবস্থার সুবিধা পেতে অবশ্যই তা অনুসরণ করতে হবে। যদি আপনি এই নিয়মগুলি না মেনে চলেন তো সরকার রেশন কার্ড বাতিল করা সহ আরও অন্যান্য কঠোর ব্যবস্থা নিতে পারবেন। Ration Card New Rules 2024
Table of Contents
রেশন কার্ডের জন্য যোগ্য ব্যক্তি কারা?
ভারত সরকার দ্বারা পরিচালিত এই রেশন কার্ড ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তি হলো তারাই যারা নিয়মিত খাবারের যোগান রাখতে অসমর্থ। তাদের সরকারের কাছ থেকে সাহায্য পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন রেশন কার্ড গ্রাহক হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন-
১) গ্রামীণ এলাকায় বসবাসকারী ব্যক্তিদের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
২) শহুরে এলাকায় বসবাসকারী মানুষের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হওয়াটা আবশ্যক। রেশন গ্রাহক হতে চাইলে ঐ পরিবারের অন্য কোনো সদস্য আয়কর প্রদানকারী হলে চলবে না। Ration Card New Rules 2024
কারা রেশন কার্ডের সুবিধা পাবেন না?
দেশের যে সমস্ত ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য তাদের সমন্ধে নিম্নে সংক্ষেপে জানানো হলো।
১) যদি কোনো একজন ব্যক্তি ১০০ বর্গ মিটারের বেশি এলাকা জুড়ে নিজস্ব বাড়ি, ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হয়ে থাকেন, তো সেক্ষেত্রে তাঁরা রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়।
২) এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি গাড়ি বা ট্রাক্টর অথবা ফোর-হুইলার এই সব গাড়ির মালিক হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রেও সেই ব্যক্তি রেশন কার্ড ব্যবস্থা পাওয়ার যোগ্য নয় ।
৩) যে সব মানুষদের বাড়িতে এয়ার কন্ডিশনার (এসি) বা রেফ্রিজারেটরের মতো আইটেম রয়েছে, তাঁরাও এক দিক থেকে রেশন কার্ড ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য নন। Ration Card New Rules 2024
৪) যদি পরিবারের কোনো ব্যক্তি সরকারি কাজ করে থাকে, তো সেই ক্ষেত্রে ওই পরিবার রেশন কার্ড ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য নন, তার প্রধান কারণ সরকারি কর্মচারীদের একটি স্থিতিশীল আয় রয়েছে।
উপরোক্ত আলোচ্য কারণগুলি উচ্চতর অর্থনৈতিক অবস্থার লক্ষণ হিসাবে বিবেচিত হয়, আর রেশন কার্ড ব্যবস্থার সুবিধা পাওয়ার যোগ্য ব্যক্তিরা নিম্ন আয়ের পরিবারের অধিকারী।
আপনার রেশন কার্ড কি বাতিল করা যাবে?
হ্যাঁ, অবশ্যই আপনার রেশন কার্ড বাতিল করা যাবে। তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, সেগুলি হলো নিম্নলিখিত —
১) আপনি যদি একটি ফোর-হুইলার গাড়ির মালিক হয়ে থাকেন অথবা রেশন কার্ড পাওয়ার জন্য যা যা শর্ত মানতে হবে সেগুলো অমান্য করে থাকেন তো সেক্ষেত্রে আপনার রেশন কার্ড বাতিল করা যাবে।
২) এছাড়াও আপনি যদি কোনো জায়গা জমির মালিকানা অর্জন করেন তো সে ক্ষেত্রেও সরকার আপনার রেশন কার্ড বাতিল করে দিতে পারে।
৩) এর পাশাপাশি, যদি আপনি ভুলভাবে একটি রেশন কার্ডের অধিকারী হয়ে থাকেন তো, স্বেচ্ছায় সেটা সমর্পণ করাটা জরুরি। নয়তো আপনার ওপর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বা জরিমানা করা হতে পারে। Ration Card New Rules 2024
যদি আপনি আর রেশন কার্ডের সুবিধা পাওয়ার যোগ্য না হন তো সেক্ষেত্রে আপনার করণীয় কী?
যদি কোনো কারণ বশত আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে বা আপনি উপরোক্ত শর্তগুলি না মেনে চলেন তো সেক্ষেত্রে আপনাকে নিজে থেকে রেশন কার্ড সমর্পণ করে দেওয়াটাই শ্রেয়। আপনি রেশন কার্ড ব্যবহার করার অযোগ্য হওয়ার পরও যদি রেশন কার্ড ব্যবহার করেন তো সরকার আপনাকে শাস্তি স্বরুপ জরিমানা দিতে পারবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।