Awas Yojona Final List 2024: ডাউনলোড করুন আবাস যোজনার ফাইনাল লিস্ট
Awas Yojona Final List 2024:
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার ২০২৪ সালের বাংলা আবাস যোজনা তালিকার ফাইনাল লিস্ট প্রকাশ করলেন। বর্তমানে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে। এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস, এসডিও অফিস, এবং জেলা প্রশাসকের অফিসে গিয়ে আপনারা সরাসরি তালিকা দেখা যাবে। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আবাস যোজনার তালিকা চেক করার প্রক্রিয়া, অভিযোগ জানানোর পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। Awas Yojona Final List 2024
Table of Contents
বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশের বিবরণ:
গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালের জন্য বাংলা আবাস যোজনার তালিকা পৃথকভাবে তৈরি করা হয়েছে। এবছর ২০২ আবাস প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে।
যেসব ব্যক্তিদের নাম তালিকায় নির্বাচিত হয়েছে, তাদের জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এই বছরের ১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর-এর মধ্যে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
অভিযোগ জানানোর পদ্ধতি:
২০২৪- এর তালিকা প্রকাশের পর যদি সেখানে কোনো সমস্যা বা ভুল দেখা যায় তবে, উপভোক্তারা নিচের পদ্ধতির মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন:
1. অফলাইন পদ্ধতি: সংশ্লিষ্ট ব্লক অফিস, সাব-ডিভিশনাল অফিস, বা জেলা প্রশাসকের অফিসে উপভোক্তারা অভিযোগ জানাতে পারবেন।
2. পরবর্তী পদক্ষেপ: অভিযোগের সমস্যা সমাধানের জন্য ৫ ডিসেম্বর গ্রামসভায় ভোট অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর ব্লক পর্যায়ে ভোটের আয়োজন করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মোটামুটি বোঝা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে ১১ ডিসেম্বরের মধ্যে। Awas Yojona Final List 2024
মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনার তালিকা চেক করার পদ্ধতি:
১) প্রথম ধাপে Google-এ গিয়ে নিজের জেলার নাম লিখে অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করুন।
২) দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে প্রবেশ করে “বাংলার বাড়ি” বা “নোটিশ” অপশন খুঁজে বের করুন।
৩) এরপর “Announcement” অপশনে ক্লিক করুন।
৪) চতুর্থ ধাপে, নিজের ব্লকের অস্থায়ী খসড়া তালিকা ডাউনলোড করুন।
৫) পঞ্চম ধাপে সেই ডাউনলোড করা তালিকায় নিজের নাম সার্চ করুন।
আরও পড়ুন- WB Toto New Rules 2024: আর যে কেউ অনুমতি পাবে না টোটো চালানোর! নতুন নিয়ম প্রসাশনের
তালিকার বিভাগসমূহ:
ডাউনলোড করা তালিকায় তিনটি প্রধান বিভাগ থাকবে, সেগুলো হলো—
১) যোগ্য উপভোক্তা: যারা সুবিধা পেতে চলেছেন।
২) অযোগ্য উপভোক্তা: যাদের নাম তালিকায় নির্বাচিত হয়নি।
৩) নিষ্ক্রিয় উপভোক্তা: যাদের আবেদন অসম্পূর্ণ বা বাতিল করা হয়েছে। Awas Yojona Final List 2024
জেলার ভিত্তিতে তালিকা ডাউনলোড লিঙ্ক:
নীচের জেলা অনুযায়ী তালিকা ডাউনলোডের লিঙ্ক দেওয়া হলো। নিজ জেলার লিঙ্কে ক্লিক করে তালিকা ডাউনলোড করুন:
জেলার নাম | তালিকা ডাউনলোড করার লিঙ্ক |
কোচবিহার | ক্লিক করুন |
আলিপুরদুয়ার | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
দার্জিলিং | ক্লিক করুন |
কালিম্পং | ক্লিক করুন |
বাঁকুড়া | ক্লিক করুন |
বীরভূম | ক্লিক করুন |
দক্ষিন দিনাজপুর | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
হাওড়া | ক্লিক করুন |
ঝাড়গ্রাম | ক্লিক করুন |
মালদা | ক্লিক করুন |
মুর্শিদাবাদ | ক্লিক করুন |
নদীয়া | ক্লিক করুন |
উত্তর ২৪ পরগণা | ক্লিক করুন |
দক্ষিণ ২৪ পরগণা | ক্লিক করুন |
পশ্চিম বর্ধমান | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পূর্ব মেদিনীপুর | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
উত্তর দিনাজপুর | ক্লিক করুন |
কলকাতা | প্রকাশিত হয় নি |
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
১) বিশেষ কিছু করণের জন্য এখনো কিছু জেলার তালিকা প্রকাশ করা হয় নি। সেই কারণ হলো নভেম্বর মাসে উপনির্বাচনের কারণে কোনো কোনো জেলায় এখনো সার্ভের কাজ শেষ করা যায়নি। তাই সেই সব জেলাগুলির তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবে।
২) আবাস যোজনা সম্পর্কে উপভোক্তাদের যে কোনো অভিযোগ থাকলে তা যথাসময়ে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
৩) তালিকায় কোনো ভুল থাকলে সেটা সংশোধনের পরই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হবে।
• তালিকা সংক্রান্ত যে কোনো তথ্যে জানার জন্য সরকার-স্বীকৃত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করুন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।