WB Ration List For December 2024: ডিসেম্বর মাসে পাবেন অতিরিক্ত রেশন! কোন কার্ডে পাবেন কতোটা রেশন?
WB Ration List For December 2024:
পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ড ব্যবস্থার সুবিধাভোগী মানুষদের জন্য রয়েছে একটি নতুন সুখবর। আমরা সকলেই জানি, দেশের নিম্ন মানের আয়ের পরিবারগুলোর জন্য সরকার রেশন কার্ডের ব্যবস্থা করেছেন। সেই অনুযায়ী প্রতি মাসে মাসে সরকারের তরফ থেকে সেই রেশন কার্ডধারী পরিবারগুলোকে রেশনের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এই চলতি ডিসেম্বর মাসেও এর অন্যথা হবে না। রাজ্য সরকার দেশের বিভিন্ন রেশন কার্ডেধারী পরিবারগুলোকে রেশন দিয়ে সাহায্য করার উদ্যোগ নিয়েছেন। এবার বিষয় হলো কে কতটা পরিমাণ রেশন পাবেন, সেটা নির্ভর করছে আপনি কোন রেশন কার্ডের অধিকারী তার ওপর। এবার কোন কোন রেশন কার্ডের মাধ্যমে কি কি সামগ্রী দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি ভালো মতো পড়ার অনুরোধ রইলো। WB Ration List For December 2024
Table of Contents
রেশন কার্ড অনুযায়ী সামগ্রী:
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড—
অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ডধারী উপভোক্তা হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এই অন্ন যোজনা (AAY) রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন সামগ্রী হিসেবে ২১ কেজি চাল, ১৩.৩০০ গ্রাম আটা বা ১৪ কেজি গম (গম এখন দেই না), ১ কেজি চিনি পাবেন। WB Ration List For December 2024
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড—
এই রেশন কার্ডের অধিকারী ব্যক্তিরা ডিসেম্বর মাসে রেশন পাবেন জনপ্রতি ৩ কেজি করে চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা।
RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড—
RKSY-1 কার্ডধারীদের উপভোক্তাদের জন্য সরকার একটি পরিবারের জনপ্রতি বা বলতে পারেন মাথা পিছু ৫ কেজি চাল বরাদ্দ করেছেন।
RKSY-2 কার্ডধারীদের উপভোক্তাদের জন্য সরকার মাথা পিছু ২ কেজি চাল বরাদ্দ করেছেন।
জঙ্গলমহল (বনাঞ্চল) এবং পার্বত্য অঞ্চলের মানুষদের বেশিরভাগ সময়ই বিভিন্ন ভাবে অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হতে হয়। তাই বিশেষত সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্যও একই রকমের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন- Awas Yojona Final List 2024: ডাউনলোড করুন আবাস যোজনার ফাইনাল লিস্ট
সরকারের উদ্যোগ:
জঙ্গলমহল (বনাঞ্চল) এবং পার্বত্য অঞ্চলের মানুষদের বেশিরভাগ সময়ই বিভিন্ন ভাবে অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হতে হয়। তাই বিশেষত সরকার তাদের জন্য এই অতিরিক্ত রেশনের ব্যবস্থা করেছে। এর পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জন্যও একই রকমের ব্যবস্থা রাখা হয়েছে।
এই রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার বেশ পরিশ্রম করছেন। এই রেশন ব্যবস্থাকে ঘিরেও অনেক অভিযোগ জানানো হয়েছিলো। তাই সরকার এই রেশন ব্যবস্থাকে যতটা পারছে স্বচ্ছ রাখার চেষ্টা করছেন। এই রেশনের সামগ্রী যাদের প্রকৃত অর্থে প্রয়োজন তারাই যাতে রেশন সামগ্রী পায় সেই দিকে লক্ষ্য রাখছে সরকারি আধিকারিকরা।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।