Bima Sakhi Yojana 2024: সরকার ঘোষণা করলেন নতুন এক প্রকল্পের! বীমা সখী প্রকল্প। জানুন বিস্তারিত তথ্য
Bima Sakhi Yojana 2024:
দেশে নিত্য সময় সরকার দেশের সাধারণ শ্রেনীর মানুষদের কথা চিন্তা করে নানান প্রকল্পের আয়োজন করেই চলেছেন। তার মধ্যে এমন অনেক প্রকল্প অনেক বেশি সফলতা অর্জন করেছে। আবার কিছু প্রকল্প সমাজের মানুষদের মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেন নি।
আবারও ভারত সরকারের উদ্যোগে এবং রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-র (LIC) তত্ত্বাবধানে, হরিয়ানার পানিপথে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি “বিমা সখী যোজনা”-র শুভ উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। অন্যান্য প্রকল্পগুলির মতো এই প্রকল্পেরও লক্ষ্য হলো নারীর ক্ষমতায়নে সাহায্য করা এবং গ্রামীণ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী তৈরি করা। Bima Sakhi Yojana 2024
Table of Contents
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি:
এই ঐতিহাসিক অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ছাড়াও উপস্থিত থাকবেন হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি, এবং কেন্দ্রীয় ও রাজ্য স্তরের অন্যান্য মন্ত্রীরা।
যদিও এই প্রকল্পের বিষয় নিয়ে L.I.C এখনও সমস্ত বিবরণ প্রকাশ্যে আনেন নি, তবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ও পরিকল্পনা ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে অনেকটাই চর্চার বিষয় হয়ে উঠেছে।
বিমা সখী যোজনার মূল উদ্দেশ্য:
L.I.C বিমা সখী যোজনার মূল লক্ষ্যই হলো গ্রামীণ অঞ্চলের মহিলাদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া যার ফলে তারা জীবনে নিজেরা স্বাবলম্বীভাবে বাঁচতে পারবে, বিশেষ করে আর্থিক সমস্যাও দূর হবে।
মহিলারা বিমা এজেন্ট হিসেবে কাজ করার মাধ্যমে শুধুমাএ আর্থিক উপার্জনের পথই খুঁজে পাবেন এমনটা নয়, বরং বিমা পরিষেবা প্রদানের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করবেন।
আর্থিক অনুদান:
এই প্রকল্পের অধীনে থাকা মহিলারা ৭,০০০ থেকে ২১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। তার মধ্যে প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছর: প্রতি মাসে ৬,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। আর তৃতীয় বছর: প্রতি মাসে ৫,০০০ টাকা করে সাহায্য পাবেন। এর পাশাপাশি, বিমার লক্ষ্যমাত্রা পূরণ করলে ২,১০০ টাকার অতিরিক্ত ইনসেনটিভ এবং কমিশন-ভিত্তিক পুরস্কার দেওয়া হবে মহিলাদের। Bima Sakhi Yojana 2024
বিমা সখী যোজনার নিয়োগ প্রক্রিয়া:
প্রথম পর্যায়ে, এই প্রকল্পের মাধ্যমে দেশের ৩৫,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। এরপর ভবিষ্যতে, আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে, প্রথমে এই প্রকল্পটি হরিয়ানায় চালু করা হবে এবং পরবর্তীতে সারা দেশে বিস্তৃত করা হবে।
যোগ্যতা ও শর্তাবলী:
ভারত সরকারের উদ্যোগে চালু হওয়া নতুন প্রকল্প বিমা সখী যোজনার অধীনে আসার জন্য মহিলাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, সেগুলি সম্পর্কে নিম্নে জানানো হলো।
বয়সসীমা: L.I.C বিমা সখী যোজনার অনুভুক্ত হতে ইচ্ছুক মহিলা প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে সরকারি নিয়ম মেনে ১৮ থেকে ৫০ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: সরকার থেকে জানানো হয়েছে এই প্রকল্পের অধীনে আসতে চাইলে ন্যূনতম দশম শ্রেণি পাশ থাকতে হবে সেই মহিলাকে। Bima Sakhi Yojana 2024
কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্প দেশের নারীদের ক্ষমতায়নের পথে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হয়ে উঠবে। “বিমা সখী যোজনা” শুধুমাত্র মহিলাদের জন্য আর্থিক স্বাধীনতার দরজা খুলে দেবে এমনটা নয়, বরং সমাজে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে পিছিয়ে মহিলাদের আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে ও সামাজিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে এটি একটি উন্নত ভারতের পরিচয় পত্র হিসেবে গড়ে উঠবে।
Bima Sakhi YojanaOnline Apply— CLICK HERE
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।