Aadhaar Card Big Update 2024: আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে। আপনার করণীয় কী? দেখুন বিস্তারিত!
Aadhaar Card Big Update 2024:
দেশ জুড়ে চালু হচ্ছে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। আধার কার্ড সংক্রান্ত বিভিন্ন জালিয়াতি চক্র বন্ধ করতে সরকারের এমন বিশেষ পদক্ষেপ। এতে দেশের সাধারণ নাগরিকদের করণীয় কি হবে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আধার কার্ড UIDAI কর্তৃপক্ষ থেকে দেওয়া প্রতিটা ভারতীয় নাগরিকের প্রধান পরিচয় পত্র। এই সেই পরিচয় পত্রের ওপর চালু করা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়া যা অত্যন্ত দরকারি সবার জন্য। গত শনিবার ২২/০৬/২৪ তারিখ নয়াদিল্লিতে GST কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান আধার কার্ড সংক্রান্ত আলোচনা উঠতে তিনি জানান, আধার কার্ডের ওপর প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হওয়া বিশেষ জরুরী। Aadhaar Card Big Update 2024
Table of Contents
আধার কার্ড ব্যবস্থা কি?
আধার কার্ড হলো ভারত সরকারের দেওয়া ১২ টি ডিজিটের একটি পরিচয় পত্র কার্ড। যা ভারত সরকারের তরফ থেকে UIDAI (Unique Identification Authority of India) দ্বারা জারি করা হয়েছে। আপনি একজন ভারতীয় নাগরিক কি না তার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ?
আধার কার্ড বর্তমানে একপ্রকার আমাদের প্রধান পরিচয় পত্র হিসেবে কাজ করে। আগে যে কোনো নাগরিকের পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড ব্যবহৃত হতো কিন্ত বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র আমাদের আধার কার্ড। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে এমনকি কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় বা কোথাও ভর্তি হওয়া সব জায়গায় পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। এছাড়াও কোনো ব্যক্তির সমস্ত তথ্য বের করতেও আধার কার্ড বিশেষ ভূমিকা পালন করছে। এমনই বহুদিন আগে থেকেই আধার কার্ড নম্বর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট – এর সাথে লিংক থাকায় সেখানেও আধার কার্ড দরকার। আধার কার্ড আমাদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হতো যার সুযোগ হয়ে খালি করা হচ্ছে ভারতের অনেক নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। Aadhaar Card Big Update 2024
ভারতে কেন আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হচ্ছে?
আধার কার্ড UIDAI কর্তৃপক্ষ থেকে দেওয়া প্রতিটা ভারতীয় নাগরিকের প্রধান পরিচয় পত্র। এই সেই পরিচয় পত্রের ওপর চালু করা হচ্ছে যাচাইকরণ প্রক্রিয়া যা অত্যন্ত দরকারি সবার জন্য। গত শনিবার ২২/০৬/২৪ তারিখ নয়াদিল্লিতে GST কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান আধার কার্ড সংক্রান্ত আলোচনা উঠতে তিনি জানান, আধার কার্ডের ওপর প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া চালু হওয়া বিশেষ জরুরী। Aadhaar Card Big Update 2024
তিনি আরও জানান, প্রতিটা দেশে চালু করা হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ প্রক্রিয়া। তবে প্রতিটা দেশে এক সাথে চালু হবে না এই প্রক্রিয়া, এক করে ধাপে ধাপে চলবে সমস্ত দেশে চালু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ প্রক্রিয়া। জানা গিয়েছে ইতিমধ্যে গুজরাট ও পুদুচেরিতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গিয়েছে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেন, “এর আগে আমরা পাইলট প্রজেক্ট সম্পন্ন করেছিলাম গুজরাটে এবং সেখান থেকেও ভালো প্রতিক্রিয়া মিলছে।”
প্রকাশিত সংবাদ বিজ্ঞপতি দ্বারা জানা গিয়েছে, GST আইনের ৭৩ নং ধারার অধীনে একটি ডিমান্ড নোটিশ জারি করা হয়েছিলো যেখানে বলা হয়েছে GST কাউন্সিলের তরফ থেকে জরিমানা ও সুদ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান আরও জানান, ধাপে ধাপে চালু হবে দেশ জুড়ে বায়োমেট্রিক আধার যাচাইকরণ প্রক্রিয়া। যখন আধার আবেদনকারীরা রেজিষ্ট্রেশন করাতে আসবে তখন বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ করা হবে এমন প্রক্রিয়া চালু করার জন্য GST কাউন্সিলের কাছে সুপারিশ করা হয়েছে।
আধার কার্ড নিয়ে সরকারের এমন চিন্তা দেশের নাগরিকদের জন্য খুবই উপকারী প্রমানিত হবে। বহু দিন থেকে আধার কার্ড সংক্রান্ত অনেক জালিয়াতি কাণ্ড সামনে আসছিলো। বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে বন্ধ হবে বিভিন্ন জালিয়াতি কাণ্ড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান নয়াদিল্লিতে GST কাউন্সিলের বৈঠকের পর জানান, প্রতারকদের জালিয়াতি চক্র বন্ধ করতে ২০২৪-২০২৫ এর মধ্যে খুব শীঘ্রই চালু হবে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার কার্ড যাচাইকরণ প্রক্রিয়া। যার ফলে বন্ধ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি কাণ্ড। আরও বড় বড় জালিয়াতি কাণ্ড হওয়া থেকে রক্ষা পাবে দেশ।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
আরও পড়ুন- Current Job News 2024: সরকার থেকে কোথায় কি পদে কর্মী নিয়োগ হচ্ছে? দেখুন বিস্তারিত তথ্য!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।