Aadhaar Card Home Service: আধার কার্ডের নতুন নিয়ম। সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন আপনার আধার কার্ড দেখতে।

Aadhaar Card Home Service: আধার কার্ডের নতুন নিয়ম। সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবেন আপনার আধার কার্ড দেখতে।

Aadhaar Card Home Service 2024

Aadhaar Card Home Service: বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে, ভারতবর্ষের জনসাধারণের জন্য আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার কিছুই নয়। যে কোন কাজে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। বিদ্যালয় ও কলেজ, যেকোনো চাকরি পরীক্ষা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সাহায্য আধার কার্ড ছাড়া কোন কিছুই সম্ভব নয়। তবে মাঝেমধ্যেই আধার কার্ড নিয়ে দেশের সরকার নানান ধরনের নিয়ম নীতি চালু করে। এবার জানা যাচ্ছে যে, আপনার আধার কার্ডের জন্য বাড়ি বাড়ি আসবেন সরকারি আধিকারিক। কেন আসবেন সরকারি আধিকারিকরা? আগের থেকে নিয়ম না জানলে বিপদে পড়বেন। অবশ্যই জেনে নেওয়া দরকার আধার কার্ডের নতুন নিয়ম।

Unique Identification Authority of India Aadhaar Card Home Service:

ভারতের সাধারন মানুষের জন্য আধার কার্ড নিয়ে দারুন সুখবর। যদি আপনার বাড়ির কোন সদস্যের নতুন আধার কার্ড তৈরি করতে চান তাহলে এবার থেকে সরকারি আধিকারিকরা সরাসরি আপনার বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দিয়ে যাবে। অর্থাৎ সবথেকে ভালো ব্যাপার হলো আপনি বাড়িতে বসেই নতুন আধার কার্ড তৈরি করে ফেলতে পারবেন। এই মুহূর্তে যাদের আধার কার্ড নেই, তাদের আর ছোটাছুটি করতে হবে না। আধার কার্ড বানানোর জন্য আধার পরিষেবা কেন্দ্র ও CSC- তে গিয়ে লম্বা লাইনের অপেক্ষার দিন শেষে করতেও হবে না। সম্প্রতি Unique Identification Authority of India (UIDAI) কর্তৃপক্ষ উদ্যোগ আধার কার্ডের এই নতুন পরিষেবা চালু করার।

Aadhaar Card Home Service
Aadhaar Card Home Service
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নতুন নিয়মের পরিষেবার সুবিধা করা পাবেন?

একটি বিষয়ে মনে রাখবেন এই পরিষেবায় সকলে সুযোগ পাবেন না। প্রধানত পরিষেবা চালু হয়েছে, যে সব ব্যক্তি শারীরিক অক্ষমতা অথবা বয়স্ক ব্যক্তিদের জন্য। যারা বাড়ির বেরিয়ে অর্থের বিনিময়ে আধার পরিষেবা কেন্দ্র বা CSC গিয়ে আধার কার্ড তৈরি করা সম্ভব হচ্ছে না। একমাত্র তাদেরই জন্যে এই পরিষেবা দেবে সরকার।

Aadhaar Card Home Service কিভাবে পাবেন?

একটা বিষয় মাথায় রাখতে হবে আধার কার্ডের এই পরিষেবা কিছুটা খরচ সাপেক্ষ। আপনাকে প্রথমে বিভিন্ন নথি নিয়ে সরাসরি আধার কর্তৃপক্ষকে মেল করতে হবে। তারপর আপনার পরিবারের কোনো সদস্যের শারীরিক অক্ষমতা, বয়সজনিত বিষয়ের তথ্যগুলি তুলে ধরতে হবে। তারপর আপনাকে সরাসরি আধিকারিকরা একটি নির্দিষ্ট তারিখ দিয়ে দেবে। এরপর, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিয়ে নির্দিষ্ট তারিখে আপনার বাড়িতে এসে আধার কার্ড তৈরি করে দেবে। তবে আপনার কত টাকা খরচ হবে, আপনি কিভাবে এই পরিষেবা পেতে পারেন, সেই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানুন।

Swami Vivekananda Scholarship 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮০০০ টাকা দিচ্ছেন। অনলাইন আবেদন করুন।

Aadhaar Card Home Service -এর কত টাকা খরচ হবে?

আপনাক যদি আধার কার্ডের হোম সার্ভিস পরিষেবা নিতে চান তাহলে, আপনার খরচ করতে হবে 700 টাকা। তাছাড়াও দেখা যায়, একই সময়ে এক পরিবারের একাধিক ব্যক্তি এই পরিষেবার সুবিধা পেতে চান আর এই সুবিধা একই ঠিকানায় নিতে চান তবে আপনাকে প্রথমজনের ক্ষেত্রে 700 টাকা দিতে হবে। আর বাকিদের ক্ষেত্রে দিতে হবে 350 টাকা করে। এই জন্য টাকার অংক কিছুটা কম হবে। আরও একটি বিষয়ে জেনে রাখা ভালো, আপনাকে আগে কোন টাকা দিতে হবে না। যেদিন আধার কর্তৃপক্ষ আধার কার্ড বানাতে আপনার বাড়িতে আসবেন সেদিনই সেই টাকা আপনাকে তাদের হাতে হাতে দিতে হবে। তিনি আপনার থেকে টাকা নিয়ে বিনিময়ে একটা রশিদ দেবেন। আর যদি গ্রাহকের কোনও সমস্যা হয়, এছাড়াও যদি তিনি তার এই পরিষেবা দিতে সক্ষম না হন তাহলে নির্ধারিত চার্জ আধার কর্তৃপক্ষকে দিতে বাধ্য থাকবেন।

আধার কার্ড ঠিকঠাক আছে কিনা কিভাবে বুঝবেন?

আধার কার্ড চালু রয়েছে কিনা? বা আধার কার্ড আসল কিনা জানতে হলে unique identification authority of india bangla language করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ভেরিফাই করতে পারবেন। অথবা আধার কার্ডে যে QR Code দেওয়া আছে, সেখানে স্ক্যান করেই যাচাই করতে পারবেন।

আধার কার্ড ভুল কিভাবে সংশোধন করবেন?

আধার কার্ড এর ভুল সংশোধন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে সংশোধন করা যাবে। তবে এখানে নিজের মোবাইল নম্বর, নাম প্রভৃতি পরিবর্তন করা যায়না। এরজন্য কাছাকাছি কোন আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে।

আরও পড়ুন,Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট, তারাতারি দেখুন।

Leave a Comment