Aadhaar Card Rules New Update 2024: আধার কার্ড নিয়ে বড়ো ঘোষণা সরকারের! NRC-তে নথিভুক্ত না থাকলে বাতিল হবে আধার কার্ডের আবেদন!

Aadhaar Card Rules New Update 2024: আধার কার্ড নিয়ে বড়ো ঘোষণা সরকারের! NRC-তে নথিভুক্ত না থাকলে বাতিল হবে আধার কার্ডের আবেদন!

Aadhaar Card Rules New Update 2024:

আমরা সকলেই জানি, বর্তমানে আমাদের সবচেয়ে বড়ো পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহার অপরিহার্য। ছোটোদের বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে বড়োদের যে কোনো কাজের ক্ষেত্রেই আধার কার্ডের ব্যবহার অপরিসীম। এবার আধার কার্ডকে আগের তুলনায় আর একটু বেশি গুরুত্ব দিয়েছেন সরকার। Aadhaar Card Rules New Update 2024

NRC- তে নথিভুক্ত না থাকলে বাতিল হবে আধার কার্ডের আবেদন। প্রাথমিক ভাবে ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের পর UIDAI (আধার নিয়ামক সংস্থা) সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। সেই স্থানীয় এলাকার অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী বা তার মা-বাবা NRC-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন কি না। সেই অনুযায়ী সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

সরকারের এমন সিদ্ধান্তের কারণ:

দেশে আগের তুলনায় অনেক বেশি বা়ডছে অনুপ্রবেশের ঝুঁকি। তাই নাগরিকত্ব নিয়ে আরও কড়া সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ডের সঙ্গে এবার এনআরসি যোগ করতে হবে।

নাগরিকত্ব নথিভুক্তকরণ করা নিয়ে কড়া নিয়ম সরকারের। যদি কোনো আধার কার্ড আবেদনকারি ব্যক্তি বা তার পরিবার NRC জন্য আবেদন না করে থাকেন, তবে তার আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে। গত বুধবার এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Aadhaar Card Rules New Update 2024

Aadhaar Card Rules New Update 2024
Aadhaar Card Rules New Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, “বেশিরভাগই অশান্ত বাংলাদেশ থেকে বহু অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিগত দুই মাসে বহু অনুপ্রবেশকারীদের রাস্তায় আটক করেছে অসম পুলিশ, ত্রিপুরা পুলিশ ও বিএসএফ। সেই কারণেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আমাদের কাছে উদ্বেগের। আমাদের নিজস্ব সিস্টেম ব্যবস্থাকেও আরও বেশি শক্তিশালী করতে হবে। সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অসম সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও রাজ্য সরকার আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসাবে কাজ করবে। তারাই আধার কার্ডের সমস্ত আবেদন খুঁটিয়ে দেখবে। এর পাশাপাশি, আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেন।

সব কিছু প্রাথমিকভাবে ভেরিফিকেশনের পর বা তথ্য যাচাইয়ের পর UIDAI (আধার নিয়ামক সংস্থা) সেই আবেদনপত্র রাজ্য সরকারের কাছে পাঠাবে যাচাইয়ের জন্য। স্থানীয় জায়গার বা সেই এলাকার অফিসার প্রথমেই দেখবেন যে আধার কার্ডের আবেদনকারী ব্যক্তির বা তার মা-বাবার এনআরসি-তে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন রয়েছে কি না। যদি NRC- র কোনো না আবেদন পাওয়া যায়, তবে আধার কার্ডের আবেদনও বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ 5 Rules For 2024: ৩১ শে ডিসেম্বর শেষ তারিখ! তার আগেই শেষ করুন এই ৫ টি কাজ

জানানো হয়েছে, ওই ব্যক্তি আর কখনোই আধার কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন না। তার সাথে কেন্দ্রের কাছেও রিপোর্ট জমা পড়বে। যদি আবেদনকারি ব্যক্তির নাম NRC-তে আবেদন করা থাকে, তবে বাড়ি গিয়ে যাচাইয়ের পর সেই ব্যক্তির আধার কার্ড তৈরি করে দেওয়া হবে।

তবে এই নিয়ম ভিন রাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর লাগু হবে না। তাদের NRC-তে আবেদন করার কোনও প্রয়োজন নেই।

প্রসঙ্গত, অসমে ২০১৯ সালের ৩১ অগস্ট NRC তালিকা প্রকাশ হয়েছিল। ওই তালিকা থেকে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জন আবেদনকারীর নাম বাদ পড়েছিল, যা পরবর্তীকালে রাজ্যে অনেক বেশি পরিমাণে অশান্তির সৃষ্টি করেছিলো।

আরও পড়ুনঃ Awas Yojona 6 New Rules: আবাস যোজনায় জারি হলো নতুন ৬ টি নিয়ম! ব্যাংকে ঢুকবে না টাকা, জানুন বিস্তারিত বিষয়।

Leave a Comment