Aadhaar Card Update 2024: জানুন কতবার আপনি আধার কার্ড আপডেট করাতে পারবেন।

Aadhaar Card Update 2024: জানুন কতবার আপনি আধার কার্ড আপডেট করাতে পারবেন।

Aadhaar Card Update 2024:

বর্তমান সময়ে আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ নথি পত্র যা সরকার দ্বারা প্রদত্ত সাধারণ মানুষদের পরিচয়পত্র। আজকের সমাজে যে কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে যে কোনো সরকারি বেসরকারি কাজ হোক বা কোথাও ঘুরতে যাওয়া হোক বা ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো কাজ হোক সব জায়গায় আধার কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।Aadhaar Card Update 2024

যত দিন যাচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে এই আধার কার্ডের প্রয়োজনীয়তা আরও বেড়েই চলেছে। তাই আধার কার্ড সম্পর্কিত সমস্ত আপডেট আমাদের জেনে রাখা উচিৎ। যেমন- আধার কার্ড কিভাবে আপডেট করবেন, কতবার আপনি আপনার আধার কার্ড আপডেট করাতে পারবেন এই সব বিস্তারিত বিষয় সমূহ জেনে রাখা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত জরুরি। আসুন জেনে নেওয়া যাক কতবার আপনি আধার কার্ড আপডেট করাতে পারবেন এবং কিভাবে করাবেন।

আধার কার্ড আপডেট করানোর নিয়ম:

বহুবার প্রায় অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আধার কার্ডে অনেক কিছু তথ্য ভুল চলে আসে, তা হতে পারে নিজের নামের বানান ভুল, বাবার নাম ভুল বা কখনো ঠিকানা পরিবর্তন করাই হোক বা জন্ম তারিখ যে কোনো কিছু ভুল থাকতে পারে। তবে ছোট্ট একটা ভুলের কারণে অনেক সময়ই দেশের সাধারণ নাগরিকদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তাই আমাদের প্রত্যেকের উচিৎ নিজেদের আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক রাখা। তবে সব কিছুরই একটা নিয়ম রয়েছে। ঠিক তেমন ভাবেই আধার কার্ড আপডেট করার কিছু নিয়ম রয়েছে। আসুন জানা যাক কী সেই নিয়ম। Aadhaar Card Update 2024

Aadhaar Card Update 2024
Aadhar Card Update 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড কতবার আপডেট করানো যায়?

আধার কার্ডে নিজের বা যে কারো নাম পরিবর্তন করার নিয়ম সরকার থেকে জারি করা রয়েছে মাত্র ২ বার। অর্থাৎ আপনার আধার কার্ডে যদি কারোর নামের কোনো বানান ভুল থাকে তবে সেই ব্যক্তির আধার কার্ডের নাম সঠিক করার জন্য মাএ ২ বার সুযোগ দেওয়া হবে। এমনকি যদি কোনো মহিলার বিয়ের পর নিজের পদবি পরিবর্তন করার হয় সেই ক্ষেত্রেও ঐ মহিলার ওপরও একই নিয়ম জারি করা থাকবে অর্থাৎ দেশের সমস্ত নাগরিকদের জন্য একই নিয়ম সরকার থেকে রাখা হয়েছে আধার কার্ডে নিজেদের নামের কিছু ঠিক করানোতে।

কিন্তু আপনি যদি আপনার বাড়ির ঠিকানা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কোনো রকম বাধা নেই, অর্থাৎ আপনি যতবার ইচ্ছা আপনার বাড়ির ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এখানে সরকার কোনো রকম নিয়ম বেঁধে রাখে নি। শুধুমাএ যতবার আপনি আধার কার্ডে আপনার ঠিকানা পরিবর্তন করাবেন ততবার আপনার সরকারি খরচ পড়বে ৫০ টাকা। সুতরাং আপনি বুঝতে পারছেন আধার কার্ডে যে কোনো নাম বা পদবি পরিবর্তন করার নিয়ম রয়েছে ২ বার কিন্তু ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সরকার থেকে কোনো রকম বাধা রাখা হয় নি।

আরও পড়ুন- Market Price New Update 2024: সবজি বাজার ও কৃষকের শস্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নয়া পদক্ষেপ কেন্দ্র সরকারের।

Leave a Comment