Aadhar Big Update 2024: এইমাত্র আধার কার্ড নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত!
Aadhar Big Update 2024
আধার কার্ড নিয়ে আবারও বিরাট খবর। এইমাত্র UIDAI জানিয়ে দিলো সেই আপডেট। তবে এই বিরাট পরিবর্তনের জেরে সাধারণ মানুষের খুবই উপকার হবে, আসুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট। Aadhar Big Update 2024
Table of Contents
আধার কার্ড ভারতের নাগরিকদের কাছে একটা গুরুত্ত্বপূর্ণ ডকুমেন্ট যা প্রায় সব কাছেই ব্যবহার করা হয়। তাই এই আধার কার্ড প্রতিনিয়ত এক্টিভ রাখার জন্য প্রতি ১০ বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করতে বলা হয়। তাই UIDAI বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আধার আপডেটের বেবস্থা করে। কিন্তু এই বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল ১৪ই জুন ২০২৪, কিন্তু বহু মানুষ তাদের আধার কার্ড আপডেট করতে পারেনি সেইদিক টাই লক্ষ করে শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হলো ১৪ই সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত।
আরও পড়ুন- জুনেই কি কৃষক বন্ধুর টাকা ঢুকবে? Krishak Bandhu Next Installment Date 2024
ভারত সরকার আধার কার্ডের গুরুত্ব কত পরিমান বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। UIDAI সংস্থা দ্বারা জারি করা আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা দিয়ে প্রায় সব সরকারি ও বেসরকারি যেকোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয়। অপনার মোবাইলে যে সিম ব্যবহার করেন সেটা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বা সরকারি কোনো প্রকল্প ইত্যাদি ক্ষেত্রেই একটি বিশেষ নথি হলো আধার কার্ড। তাই প্রতিনিয়ত আপনার আধার কার্ডকে আপটুডেট রাখার কথা বরাবরই UIDAI সংস্থা বলতেই থাকেন। যেমন আপনার মোবাইল নম্বর পরিবর্তন করলে সেটা আধার কার্ডেও আপডেট করা, তারপর বাড়ির ঠিকানা পরিবর্তন করলে বর্তমান ঠিকানা আপডেট করা ইত্যাদি।
এই বিষয়গুলি ছাড়াও UIDAI সংস্থা আধার কার্ডে প্রতি ১০ বছর অন্তর অন্তর ডকুমেন্ট আপডেট করার কথা বলা হয়েছে। এই ধরুণ আপনি ২০১৪ সালে আধার কার্ড বানিয়েছিলেন, তাহলে আপনাকে ২০২৪ সালে একবার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতেই হবে। যদি না করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড পরবর্তী সময় অচল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে । আসুন এবার দেখে নেওয়া যাক UIDAI সংস্থা আধার আপডেট করার জন্য কোন কোন কাগজপত্র ব্যবহার করা যাবে, সঙ্গে সেখানে অবশ্যই আপনার নাম ও জন্ম তারিখ সঠিক থাকতে হবে। Aadhar Big Update 2024
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
কীভাবে অনলাইনে আপডেট করবেন আধার?
অনলাইনে My Aadhaar পোর্টালে আপনার যাবতীয় ডকুমেন্ট আপলোড করে এই বিনামূল্যে আধার কার্ডের আপডেটের কাজ সম্পূর্ণ করতে পারবেন। যাদের ১০ বছর পুরোনো আধার কার্ড তাঁরা অবশ্যই একবার আপনাদের আধার কার্ড আপডেট করিয়ে নিবেন যাতে করে আপনার পরবর্তিতে সমস্যার সম্মুখীন হতে না হয়। শুধুমাত্র ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন, বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। Aadhar Big Update 2024
কেন আধার আপডেট করা দরকার?
আধার কার্ডের গুরুত্ব অপরিসীম তাই প্রত্যেক কাজেই আধার কার্ড প্রয়োজন হয়। যেমন প্রত্যেক সরকারি প্রকল্প বা অন্যান্য যেকোনো পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামুলক করে দেওয়া হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট বা নতুন সিম কার্ড তুলতে গেলেও এই আধার কার্ড প্রয়োজন হয়। তাই এই গুরুত্ত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই সব সময় আপটুডেট রাখা দরকার।
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
আধার কার্ড আপডেট করার জন্য কি কি ডকুমেন্ট ব্যবহার করা যাবে?
১. পরিচয় প্রমাণ করার জন্য যেকোনো একটি প্রয়োজন:
ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, MNREGA জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স।
২. ঠিকানা প্রমাণ করার জন্য যেকোনো একটি প্রয়োজন:
ব্যাংকের পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট, পোস্ট অফিস অ্যাকাউট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, জলের বিল, বিদ্যুৎ বিল।
৩. জন্ম তারিখ প্রমাণ করার জন্য যেকোনো একটি:
জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি।
UIDAI অফিশিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।