Aadhar Card New Rules 2024: চালু হলো আধার কার্ডের ৪ টি নতুন নিয়ম! না জানলে বিপদে পড়বেন।

Aadhar Card New Rules 2024: চালু হলো আধার কার্ডের ৪ টি নতুন নিয়ম! না জানলে বিপদে পড়বেন।

Aadhar Card New Rules 2024:

বর্তমানে আধার কার্ড আমাদের সকলেরই প্রধান পরিচয় পত্র হিসেবে মূল ভূমিকা পালন করছে। তাই এই আধার কার্ডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটাও ভারত সরকারের অন্যতম একটি চিন্তার বিষয়। এখন সব বিষয়ে এতটা পরিমাণ জালিয়াতি চক্র ছড়িয়ে পড়েছে যে, সরকারের পক্ষ থেকে সব বিষয়ে নিয়মের মানদণ্ড বাড়িয়ে তোলা হয়েছে।

সরকার আধার কার্ড- এর সুরক্ষার কথা মাথায় রেখে ৪ টি নতুন নিয়ম চালু করেছেন, যা জেনে নেওয়া প্রতিটি ব্যক্তির জন্য অত্যন্ত আবশ্যক। দেশের মহিলাদের সম্পর্কের পরিচয় আপডেট থেকে শুরু করে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এছাড়াও আধার কার্ড আপডেটের সময়সীমা এবং তা পরিবর্তনের নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিব। Aadhar Card New Rules 2024

আধার কার্ডের নতুন নিয়মগুলি কি কি?

১. আধার কার্ডে সম্পর্কের পরিচয় পরিবর্তন —

পূর্বে আধার কার্ডের গ্রাহকদের কার্ডে নিজের নামের সঙ্গে বাবা অথবা মা, স্বামী বা স্ত্রীর পরিচয় (যেমন “Son of” বা “Wife of”) স্পষ্টভাবে উল্লেখ থাকত। কিন্তু বর্তমানে এই নতুন নিয়মে এটি পরিবর্তন করে রাখা হয়েছে “Care of” (C/O)। যেমন-

উদাহরণস্বরূপ বলা যায় যে, কোনো মহিলার ক্ষেত্রে পিতা বা তার স্বামীর নামের আগে “Care of”-এর দিয়ে উল্লেখ করা থাকবে।

এর ফলে একটি বিশেষ সুবিধা পাওয়া যাচ্ছে সেটা হলো আধার কার্ডে সম্পর্কের নির্দিষ্ট পরিচয় প্রদর্শন আর করানো হচ্ছে না, যা পূর্বের চেয়ে অনেক বেশি সুরক্ষা নিশ্চিত করে এবং সকলেই এই পদ্ধতিকে গ্রাহ্য করেছে। Aadhar Card New Rules 2024

Aadhar Card New Rules 2024
Aadhar Card New Rules 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২. ফিঙ্গারপ্রিন্টের পরিবর্তে আইরিস স্ক্যানিং —

বেশিরভাগ সময় বয়স্ক ব্যক্তিদের বয়সের কারণে বা অন্যান্য কোনো কারণ বশত ফিঙ্গারপ্রিন্ট বা হাতের আঙ্গুলের ছাপ সঠিকভাবে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই এই সমস্যার সমাধান হিসেবে নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে আইরিস স্ক্যানিং থাকবে।

আইরিস স্ক্যানিং কাকে বলে?

আইরিস স্ক্যানিং হলো চোখের মণির নিখুঁত চিত্র তুলে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার একটি ডিজিটাল পদ্ধতি। এই পদ্ধতিও ফিঙ্গারপ্রিন্টের মতোই নিরাপদ ও কার্যকর এবং অনেকটাই সহজ। Aadhar Card New Rules 2024

৩. আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি —

যে সকল ব্যক্তিরা এখনও পর্যন্ত তাদের আধার কার্ডের নথিপত্র একবারও আপডেট করার নি, তাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র আপডেট করিয়ে নেওয়া আবশ্যক।

বর্তমান সময়ে বিনামূল্যে আধার কার্ডের নথিপত্র অনলাইনের মাধ্যমে আপডেট করানো হবে খুব সহজেই। এছাড়াও যাদের নথিপত্রগুলি এখনও পর্যন্ত আপডেট করানো হয় নি, তাদের জন্য আধার কার্ডের নথিপত্র আপডেট করানোর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।

আধার কার্ডের প্রয়োজনীয় নথিপত্র আপডেট করানোর সময়সীমা বাড়িয়ে রাখা হয়েছে ২০২৪ সালের ১৪ ই ডিসেম্বর পর্যন্ত ।

আরও পড়ুন- Free Flat Scheme In WB 2024: পশ্চিমবঙ্গে রাজ্য সরকার দিচ্ছে ফ্রী ফ্ল্যাট! জানুন আবেদনের বিস্তারিত তথ্য।

৪. অল্প সংখ্যক পরিবর্তনের সুযোগ —

সরকার এই নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডে অল্প সংখ্যক পরিবর্তন করার সুযোগ দিয়েছে।

কোন পরিবর্তন একাধিকবার করা যাবে না?

যেমন- ১) ঠিকানা একবার পরিবর্তন করা হলে তা পুনরায় পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না।

২) মেয়ের বিয়ের আগে এবং পরে নাম পরিবর্তন করা যেতে পারে, তবে সেটা শুধুমাত্র একবারের জন্য।

৫. আসাম, জম্মু ও কাশ্মীর, এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য একধরনের বিশেষ ছাড় —

এই তিন রাজ্যের (আসাম, জম্মু ও কাশ্মীর, এবং মেঘালয়ের) বাসিন্দাদের জন্য আধার কার্ড রাজ্যের সঙ্গে লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়।

এছাড়া, বয়স্ক মানুষদের জন্য অর্থাৎ ৮০ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্যও আধার লিঙ্ক করানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

তবে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে জরিমানা হিসাবে ১০০০ টাকা দিতে হবে।

কেন এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ?

আধার কার্ডের এই নতুন নিয়মগুলোর মাধ্যমে সরকারি নিয়ম নীতিকে আরো আধুনিক স্তরে পোঁছে দেওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এছাড়াও এই নিয়মগুলি রাখার একটি বড়ো কারণ বর্তমানে সঠিক সময়মতো আধার কার্ড আপডেট না করালে ভবিষ্যতে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে পারে।

সুতরাং আর দেরী না করে আপনার আধার কার্ডের সুরক্ষার জন্য আধার কার্ড সম্পর্কিত যে কোনো আপডেট বা পরিবর্তনের কারণে নিকটস্থ আধার সেবা কেন্দ্রতে যোগযোগ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন। আর সরকার দ্বারা নির্ধারিত আধার কার্ডের এই নতুন নিয়মগুলো আপনার পরিচয়পত্র ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা প্রদান করবে।

Aadhar Card Official Website Link- Click Here

আরও পড়ুন- Pm Kisan Amount Increase: বাড়ানো হবে পিএম কিষান যোজনার টাকা! জানুন বিস্তারিত বিষয়সূচি।

Leave a Comment