ABHA Health Card 2024: ভারত সরকার ৫ লক্ষ টাকা দিছেন আয়ুষ্মান ভারত কার্ডে , বিস্তারিত জেনে নিন।

ABHA Health Card 2024: ভারত সরকার ৫ লক্ষ টাকা দিছেন আয়ুষ্মান ভারত কার্ডে , বিস্তারিত জেনে নিন।

ABHA Health Card 2024:

ABHA Health Card: সম্পূর্ণ বিনামুল্যে Health Insurance বা Cashless Treatment বা চিকিৎসা পরিষেবা পাবার জন্য PMJAY Ayushman Bharat Digital Mission এর মাধ্যমে এবার অনলাইনেই Ayushman Bharat Health Account করা যাবে। পশ্চিমবঙ্গে এই কার্ড সরাসরি ভাবে চালু না হলেও পশ্চিমবঙ্গবাসীদের জন্য অনলাইনের সুযোগ থাকছে। কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ আছেন যারা এই কার্ডটি করতে পারেননি। আজকে এই প্রতিবেদনটির মাধ্যমে জানাবো যে খুব সহজেই ঘরে বসেই এই কার্ডটি কিভাবে বানিয়ে নেওয়া যায়? এই কার্ডের মাধ্যমে কি সুবিধা দেশবাসীরা পাবে? এই বিষয়গুলি বিস্তারিতভাবে জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Banglar Bari Scheme 2024: 1লক্ষ 20 হাজার টাকা সবাই পাবে বাড়ি তৈরি করা জন্য, মুচলেখা দিতে হবে।

আয়ুষ্মান ভারত কার্ড কি?

2017 সালে কেন্দ্র সরকার সর্বপ্রথম আয়ুষ্মান ভারত কার্ডটি চালু করেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) নামে এই প্রকল্পের আওতায় ভারতবর্ষের গরীব মানুষদের চিকিৎসা ব্যবস্থা করা প্রধান উদ্দেশ্য। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে উপভোগ করতে পারবেন। ABHA Health Card 2024

আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা:

কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে ভারতবাসীদের জন্য। বহু মানুষ এই কাজ করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন।

ABHA Health Card 2024
ABHA Health Card 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ABHA Card Online Registration:

•প্রথমে অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডটি করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে PMJAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে। তাছাড়াও সরাসরি এই লিঙ্কে ক্লিক করে গুগলের মাধ্যমে লগইন করা যেতে পারে।

•অ্যাপের মধ্যে থাকা “Beneficiary” বিকল্পটি নির্বাচন করে আপনার মোবাইল নম্বর এবং OTP ইনপুট করে প্রবেশ করুন।

•এরপর ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন পদ্ধতি হিসেবে থাকবে আধার OTP, আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ফেস রিকগনিশন। এক্ষেত্রে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত ইতিমধ্যেই রয়েছে তারা আধার ওটিপি অপশনটিকে সিলেক্ট করতে পারেন।

*যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযুক্ত নেই তারা অন্য কোনো ভেরিফিকেশন অপশন সিলেক্ট করবেন। আধার ভেরিফিকেশন হয়ে গেলে, আবেদনকারীর ছবি তুলে আপলোড এবং ঠিকানা ও মোবাইল নম্বর ইনপুট করতে হবে।

আয়ুষ্মান কার্ড ডাউনলোড পদ্ধতি:

আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন পত্র জমা দেওয়ার পর যদি আবেদনপত্রটি সঠিক করে পূরণ হয়ে থাকলে ,তাহলে আপনি সহজেই এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি সাথে সাথে কার্ডটি ডাউনলোড না হয় তাহলে দিন সাতেক সময় দিন তারপরে আবার চেষ্টা করুন।

বিশেষ দ্রষ্টব্য:

এখনো পশ্চিমবঙ্গে সরকার আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গ চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গ সরকার আলাদা ভাবে স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে। এই কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ রাজ্য সরকার দিয়ে থাকে। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান কার্ড পশ্চিমবঙ্গ সরকার চালু করলে আপনাদের আমরা প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেব।

আরও পড়ুন:Bangla Sasya Bima 2024: ফসলের ক্ষতিপূরণের জন্য আপনি কত টাকা পাবেন চেক করুন।

Leave a Comment