Adhaar Card: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড দিয়ে আর করা যাবে না এই কাজ….

Adhaar Card: সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, আধার কার্ড দিয়ে আর করা যাবে না এই কাজ….

Supreme Court: Aadhaar Card Not Suitable As Proof Of Date Of Birth.

Adhaar Card: সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনো আবেদনের ক্ষেত্রে , বয়সের প্রমাণপত্র আধার কার্ড নয়। আধার কার্ডের উল্লেখিত থাকা বয়সকে প্রামাণ্য হিসাবে ধরা যাবে না। 2015 জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 94 নম্বর ধারা অনুসারে স্কুল লিভিং সার্টিফিকেটে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য হিসাবে ধরতে হবে।

আধার যে ভারতীয় নাগরিকত্বের পরিচয় নয়!

সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিলেন, আধার ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র নয়। এবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, আধার কার্ডকে বয়সের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না বলে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ একথা জানিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক নির্দেশকে খারিজ করে। এমনকি আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেটে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য হিসাবে মানতে হবে।

Adhaar Card
Adhaar Card
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দুর্ঘটনার মামলার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড নিয়ে সুপ্রিমকোর্ট রায়:

সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনার মামলায় বিমার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আধারে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য হিসাবে মানতে হবে। আধার অনুসারে দুর্ঘটনায় মৃত ব্যক্তির বয়স ছিল 47 বছর। সেই কারণেই বিমা সংস্থাকে অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হচ্ছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিমা সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার বয়সের প্রমাণপত্র নয়। সেখানে উল্লেখ থাকা বয়সকে প্রামাণ্য হিসাবে ধরা যাবে না। 2015 জুভেনাইল জাস্টিস অ্যাক্টের 94 নম্বর ধারা অনুসারে স্কুল লিভিং সার্টিফিকেটে উল্লেখ থাকা বয়সকেই প্রামাণ্য হিসাবে ধরতে হবে। সেই হিসাবে ব্যক্তির বয়স হয় 45 বছর। আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠিত করতে ব্যবহার করা যাবে।

আধার কার্ড নিয়ে সর্বোচ্চ আদালতের বক্তব্য:

সুপ্রিমকোর্ট আগে এক রায়ে জানিয়ে দিয়েছেন, আধার থাকা বাধ্যতামূলক নয়। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন সরকার আধার তৈরি করার জন্য নাগরিকদের বাধ্য করতে পারে না। তা ছাড়াও সুপ্রিমকোর্ট আরও জানিয়ে দিয়েছেন, আধার ছাড়াই প্রত্যেক নাগরিকের সমস্ত সরকারি পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুন,Bangla Awas Yojana List 2024: বাংলা আবাস সার্ভে থেকে অসংখ্য আবেদন বাতিল, এই ভুলগুলো করলেই আবেদন বাতিল, বিস্তারিত জানুন।

Leave a Comment