Airtel Annual Recharge Plan 2024: এয়ারটেল নিয়ে এলো ধামাকা রিচার্জ প্ল্যান! সম্পূর্ণ বছর আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা

Airtel Annual Recharge Plan 2024: এয়ারটেল নিয়ে এলো ধামাকা রিচার্জ প্ল্যান! সম্পূর্ণ বছর আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা

Airtel Annual Recharge Plan 2024:

Airtel হলো দেশের পুরোনো টেলিকম সংস্থাগুলোর মধ্যে একটি, যা আমরা সকলেই জানি। এয়ার্টেল- টেলিকম সংস্থার কাছে অনেক দামী দামী মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। তবে আমরা জানবো এয়ার্টেলের এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান সম্মন্ধে যা গ্রাহকদের জন্য অনেকটাই লাভবান হতে পারে।

Jio ও Airtel বরাবরই নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে এসেছে। তবে এইবার তা একটু বেশি মাত্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে Jio ও Airtel গ্রাহকদের। এইসব সমস্যার কথা চিন্তা করে ইতিমধ্যে Airtel টেলিকম সংস্থা একটি কমদামি বার্ষিক রিচার্জ প্ল্যানের সুবিধা গ্রাহকদের সামনে তুলে ধরছেন। আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে সেই বার্ষিক রিচার্জ প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানবো।

Airtel- এর নতুন বার্ষিক রিচার্জ প্ল্যানটি কি?

এয়ারটেল টেলিকম সংস্থার কাছে অনেক দামি দামি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে, তবে আজ আমরা এয়ারটেলের সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান সম্পর্কে জানবো। Airtel- এর বার্ষিক এই সস্তা রিচার্জ প্ল্যানটির দাম মাত্র ১৯৯৯ টাকা। তো আসুন জেনে নেওয়া যাক এয়ারটেলের ১৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে। Airtel Annual Recharge Plan 2024

Airtel- এর ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কিত তথ্য:

Airtel- এর ১৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ ১৯৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকেরা এক বছরের জন্য পুরো আনলিমিটেড কলিং (লোকল, এসটিডি, রোমিং) বৈধতা পেয়ে যাবেন। সাথে পাবেন ইন্টারনেটের সুবিধা, এতে 24 জিবি ডেটা ফ্রি পেয়ে যাবেন। যদি আপনার অতিরিক্ত ডাটার প্রয়োজন হয় তো, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে ডেটা রিচার্জ করতে হবে। একই সাথে গ্রাহকদের দেওয়া হবে প্রতিদিন 100 SMS- এর সুবিধা।

Airtel Annual Recharge Plan 2024
Airtel Annual Recharge Plan 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Pm Kisan 19th Installment Date 2024: Pm kisan পরবর্তী কিস্তির টাকা কবে দিবে? বিস্তারিত তথ্য জেনে নিন।

Jio বার্ষিক রিচার্জ প্ল্যানের দাম কত?

Jio টেলিকম সংস্থার বার্ষিক রিচার্জ প্ল্যানটির দাম রয়েছে 3599 টাকা। এই প্ল্যানটিতে গ্রাহকেরা পেয়ে যাচ্ছেন 365 দিনের ভ্যালিডিটি। এর পাশাপাশি 912.5GB ডেটা যা প্রতিদিন 2.5GB ডেটা প্রতিদিন দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে আনলিমিটেড কলিং- এর সুবিধা এবং একই সাথে প্রতিদিন 100 টি করে SMS- এর ব্যবস্থা।

BSNL- এর সর্বাধিক রিচার্জ প্ল্যানটি কী?

BSNL টেলিকম সংস্থার গ্রাহকদের দিচ্ছে 1499 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান। যা Jio ও Airtel কোম্পানির বার্ষিক রিচার্জ প্ল্যানের চেয়ে অনেকটাই সুলভ মুল্যে রয়েছে। BSNL- এর এই বার্ষিক রিচার্জ প্লানটিতে গ্রাহকদের দেওয়া হচ্ছে 336 দিনের প্ল্যানের বৈধতা। এই প্ল্যানটিতে আপনি পাবেন আনলিমিটেড কলিং এর সুবিধা ও 24 জিবি ডেটা সহ প্রতিদিন 100 SMS- এর সুবিধা।

আরও পড়ুন- Pradhan Mantri Awas Yojana 2024: রাজ্য সরকার আবাস যোজনার মধ্যেই ভূমিহীনদের জমি দেবে, নবান্নর বড় পরিকল্পনা!


Leave a Comment