Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!
Airtel Jio VI New Plan List 2024
২০২৪ – এর লোকসভা ভোটের পর অনেক কিছু পরিবর্তন এসেছে দেশে। এবার পরিবর্তন নিয়ে আসা হলো প্রযুক্তিগত বিষয়ে। মোবাইল সিম কার্ডের রিচার্জের নতুন প্ল্যান পাশ করা হলো সেই সঙ্গে মোবাইলে সিম কার্ড পোটিং নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হলো।
Table of Contents
SIM card porting Rules:
২০২৪ সালের ১ লা জুলাই থেকে বদল সিম কার্ড নেওয়ার নিয়মে, নিয়ম না মানলেই জরিমানা ২ লক্ষ টাকা। সরকার মোবাইল যোগাযোগ ব্যবস্থায় জালিয়াতি চক্র বন্ধ করতে অনেক রকম সংশোধিত নিয়ম তৈরি করেছেন। যা আমাদের জনকল্যাণের জন্য অনেকটাই আবশ্যক। সরকার দ্বারা সংশোধিত এই নিয়মটি ২০২৪- এর ১ লা জুলাই থেকেই চালু হচ্ছে।
Sim card ব্যবস্থায় নতুন নিয়মটি কি?
প্রযুক্তি গত দিক দিয়ে বর্তমানে আমাদের ভারতও অনেক এগিয়ে এবং প্রযুক্তি গত দিক যেন ঠিক থাকে ও সুরক্ষিত ভাবে এগিয়ে চলে সেই কারণে সরকার নতুন নতুন নিয়ম কার্যকরী করে তোলার চেষ্টা করছে। কারণ এখানেও চলছে অনেক রকমের জালিয়াতি চক্র। আর প্রতারকদের এই জালিয়াতি চক্র বন্ধ করতে সরকার মোবাইল সহ যোগযোগ ব্যবস্থায় বিশেষ প্রয়োজনীয় সিম কার্ড ব্যবহারে আনলো বিরাট পরিবর্তন। সরকারের নির্দেশ অনুযায়ী সংশোধিত নিয়মটি এই মাস থেকেই অর্থাৎ ২০২৪- এর ১ লা জুলাই চালু হতে চলেছে।
মোবাইল সিম কার্ড সংক্রান্ত জালিয়াতি ঘটনা সামনে আসতে যোগোযোগ মন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহনের কথা বলেন। গত শুক্রবার ২৮/০৬/২৪ একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। যেখানে ভারতের যোগাযোগ ব্যবস্থার মন্ত্রী বলেছেন এখন থেকে টেলি যোগাযোগ মোবাইল নাম্বার পোর্টেবিলিটি নিয়ম অনুযায়ী নবম নিয়মটি কার্যকরী করে তোলা হবে। টেলিকম রেগুলেটরি অর্থরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI ২০২৪- এর ১৪- ই মার্চ একটি নতুন আইন জারি করেছিল। ২০২৪- এর ১ লা জুলাই থেকে যোগাযোগ ব্যবস্থায় যেই নতুন আইনগুলি কার্যকরী হতে চলেছে সেগুলি হলো।
Unique porting code new Rules:
যোগাযোগ মন্ত্রী দাবি করেছেন যে কোনো ব্যক্তি খুব সহজ উপায়ে সিম কার্ড পরিবর্তন করায় প্রতারকরা বা অপরাধীরা খুব সহজেই পার পেয়ে যায়। এবার থেকে যোগাযোগ ব্যবস্থায় আনা হচ্ছে বড়ো পরিবর্তন। এই সংশোধিত নিয়মে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। যা Unique porting code অর্থাৎ UPC – এর সঙ্গে যুক্ত রয়েছে এবং যেই ব্যবস্থা মোবাইল নাম্বার পোর্ট করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
যোগাযোগ মন্ত্রী আরও জানান এই নতুন আইনটিতে অন্যান্য সিম পোর্টিং কোডের অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার দেওয়া হয়েছে। সিম পরিবর্তন করার ৭ দিনের মধ্যে সিম পোর্ট কোডের জন্য অনুরোধ করা যাবে কিন্তু কোনো রকম সন্দেহজনক মনে হলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে। অতএব সিম কার্ড পরিবর্তন করার ৭ দিন পর মোবাইল নাম্বার পোর্ট করা সম্ভব হবে। Airtel Jio VI New Plan List 2024
২০২৪- এর ১ লা জুলাই থেকে কার্যকরী হওয়া নিয়মগুলি কি কি রয়েছে?
১. ১ লা জুলাই থেকে একটি id অনুযায়ী শুধুমাত্র ৯ টি সিম কার্ড ব্যবহার করা যাবে। উল্লেখ্য উত্তর ও পূর্ব রাজ্য, জম্মু ও কাশ্মীরে ৬ টি সিম কার্ড ব্যবহার করা যাবে।
২. সরকার দ্বারা নির্ধারিত উল্লেখ্য সিমের থেকে বেশি সিম কার্ড ব্যবহার করায় ভারী জরিমানা দিতে হবে।
৩. সরকার দ্বারা নির্ধারিত প্রথম নিয়ম না মানলে ৫০,০০০ টাকা জরিমানা লাগবে এবং দ্বিতীয় নিয়ম না মানলে ২ লক্ষ জরিমানা লাগবে।
৪. বেআইনি পদ্ধতিতে অন্য কোনো ব্যক্তির id ব্যবহার করে সিম কার্ড তোলা হলে তার দণ্ড স্বরুপ ৩ বছরের জেল ও ৫০ লাখ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে।
৫. সিম ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোম্পানিগুলি বাণিজ্যিক কোনো খবর পর্যন্ত পাঠাতে পারবে না। যদি এই নিয়ম ভাঙ্গা হয় সেক্ষেত্রে ২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
৬. কখনো যদি কোনো রকম জরুরী পরিস্থিতি তৈরী হয় তবে প্রয়োজন মতো সেই সময় সরকার সম্পূর্ন মোবাইলের যোগাযোগের নেটওয়ার্ক নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন। সরকার মেসেজ ও ফোন কলের ব্যবস্থায় সবটা তদন্ত করতে পারবে। Airtel Jio VI New Plan List 2024
২০২৪- এর ৩ রা জুলাই থেকে পরিবর্তন হচ্ছে মোবাইলের সিম কার্ডের রিচার্জ প্ল্যান:
আম্বানির নিয়ম মেনে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর দেওয়া হলো শুল্ক বাড়িয়ে তোলার হার। গত ২৭/০৬/২৪ তারিখ রিলায়েন্স জিও সিমের ওপর বাড়িয়ে দেওয়া হলো সরাসরি ১২- ২৫ শতাংশ সুদের হার। এর পর আবার ভারতীয় এয়ারটেল সিম রিচার্জেরও টাকা বাড়িয়ে দেওয়া হলো। ২০২১ সালে মোবাইলের সিম কার্ড রিচার্জের ওপর শুল্কের হার বৃদ্ধি করা হয়েছিলো। সেটাই সাধারণ মানুষদের কাছে অনেকটা বড়ো অসুবিধার সৃষ্টি করেছিল। এর পর পরই ২০২৪ চলতি বছরে আবার সিম কার্ড রিচার্জ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। আর মাত্র ২ দিনের মধ্য চালু হচ্ছে এই নতুন পরিবর্তন। Airtel Jio VI New Plan List 2024
জিও সিমের নতুন রিচার্জ প্ল্যান:
আম্বানির নির্দেশ অনুযায়ী রিলায়েন্স জিও সিমের রিচার্জের ওপর ১২-২৫ শতাংশ সুদ বৃদ্ধি করা হলো। শুধুমাত্র জিও ফোন ও জিও ভারত ব্যবহারকারী ব্যক্তিদের জন্য সিম কার্ড রিচার্জের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে না। রিলায়েন্স জিও সিমের ওপর মোট ১৯ টি রিচার্জের প্ল্যানের দাম বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে ১৭ টি প্রিপেইড প্ল্যান ও ২ টি পোস্টপেইড প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী ১৫৫ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে, ৩৯৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ৪৪৯ টাকা করা হয়েছে এবং সব থেকে জনপ্রিয় প্ল্যান মাসিক ২৩৯ টাকার প্ল্যানের দাম বাড়িয়ে ২৯৯ টাকা করা হয়েছে। Airtel Jio VI New Plan List 2024
রিলায়েন্স জিও সিমের রিচার্জের নতুন প্ল্যানের চার্টটি নিম্নে তুলে ধরা হলো –
Jio Official Website Link- Click Here
ভারতীয় এয়ারটেল সিমের নতুন রিচার্জ প্ল্যান:
রিলায়েন্স জিও সিমের সমান সমান বাড়িয়ে তোলা হলো ভারতীয় এয়ারটেল সিমের রিচার্জ প্ল্যান। ১৭৯ টাকার মাসিক কলিং – এর প্ল্যানটির দাম বৃদ্ধি করে ১৯৯ টাকা রাখা হয়েছে ও বার্ষিক ১,৭৯৯ টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে ১,৯৯৯ টাকা রাখা হয়েছে। Airtel Jio VI New Plan List 2024. Airtel Jio VI New Plan List 2024,
ভারতীয় এয়ারটেল সিমের প্রিপেইড প্ল্যান ও পোস্টপেইড প্ল্যানগুলির বিস্তারিত বিবরণ নীচে চার্টের মাধ্যমে তুলে ধরা হলো –
Airtel Official Website Link- Click Here
VI সিমের নতুন রিচার্জ প্ল্যান:
রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল সিমের পর তৃতীয় বড়ো টেলিকম সংস্থা হলো ভোডাফোন-আইডিয়া VI। ২৮/০৬/২৪ তারিখ রিলায়েন্স জিও ও ভারতীয় এয়ারটেল সিমের ওপর শুল্ক বৃদ্ধি করা হয়েছে আবার গত ২৯/০৬/২৪ তারিখ ভোডাফোন-আইডিয়া সিমের ওপর শুল্ক বৃদ্ধির হার বৃদ্ধি করে বাড়িয়ে তোলা হলো VI রিচার্জ প্ল্যান। আনলিমিটেড ভয়েস প্ল্যান থেকে শুরু করে দৈনিক ডেটা প্ল্যানের ওপর বাড়িয়ে দেওয়া হলো নতুন রিচার্জ প্ল্যানের টাকার মূল্য। VI – এর রিচার্জের এই নতুন প্ল্যানটি ২০২৪ – এর আগামী ৪ ঠা জুলাই থেকে কার্যকরী করে তোলা হচ্ছে। ১৭৯ টাকার প্ল্যানের দাম ২০ শতাংশ বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে, ৪৫৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে ৫০৯ টাকা করা হয়েছে, ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে অতিরিক্ত ৫৭৯ টাকা করা হয়েছে, ৩১৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে ৩৭৯ টাকা করা হয়েছে ও বার্ষিক রিচার্জ প্ল্যান যেটার দাম ছিল ২৮৯৯ টাকা সেটা বাড়িয়ে ৩৪৯৯ টাকা করা হয়েছে। Airtel Jio VI New Plan List 2024
নিম্নে VI সিম কার্ড রিচার্জের নতুন প্ল্যানগুলি সমন্ধে একটি চার্টের মাধ্যমে আলোচনা করা হলো –
VI Official Website Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।