Airtel Recharge Plan 2024 News: Airtel নিয়ে এলো এবার 100 টাকা কমে 3 টি রিচার্জ প্ল্যান! পাবেন এই বিশেষ সুবিধা।
Airtel Recharge Plan 2024 News:
ভারতীয় টেলিকম বাজারের অন্যতম শীর্ষ সংস্থা ভারতীয় Airtel, তার গ্ৰাহকদের জন্য খুব কম দামের এবং কার্যকারী কয়েকটি প্ল্যান চালু করেছে। এই প্ল্যানগুলির অধীনে, গ্ৰাহকরা Unlimited Internet -এর সুবিধা পাবেন।
ভারতীয় Airtel এবার তার গ্ৰাহকদের জন্য নিয়ে এসেছে 100 টাকার কমে নতুন 3 টি রিচার্জ প্ল্যান।এই রিচার্জ প্ল্যানগুলি হল যথাক্রমে -11 টাকা,49 টাকা ও 99 টাকা।গ্ৰাহকরা এই প্ল্যান গুলো থেকে কী কী সুবিধা পাবেন তা আজ এই প্রতিবেদনায় দেওয়া হল।
Table of Contents
11 টাকার রিচার্জ প্ল্যানে Airtel কী কী সুবিধা দিবে –
Airtel -এর 11 টাকার একটি রিচার্জ প্ল্যান আছে যেটি সেটা খুব লাভের। Airtel -এর এই 11 টাকার রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা 1 ঘন্টার জন্য Unlimited Internet ব্যবহার করতে পারবেন।
হঠাৎ করে যদি কোনও গ্রাহকের অনেক ডেটার প্রয়োজন পড়ে, তাহলে Airtel – এর গ্রাহকরা এই প্ল্যানটি নিতে পারেন। এই প্ল্যানে রয়েছে একটি FUP ( Fair Usage Policy Limit) যা কিনা 10 GB -এর ডেটা । অর্থাৎ এই প্ল্যানের অধীনে 10GB পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন গ্ৰাহকরা 1 ঘণ্টার মধ্যে।
49 টাকার রিচার্জ প্ল্যানে Airtel কী কী সুবিধা দিবে –
সারা দিন ধরে যে সমস্ত গ্রাহক ডেটা ব্যবহার করতে চাইছেন, তাদের জন্য এই ৪৯ টাকার ডেটা প্ল্যানটি খুবই উপযোগী। সারা দিন ধরে Unlimited Internet ব্যবহারের সুযোগ দিচ্ছে Airtel -এর এই প্ল্যানটি। এই প্ল্যানেও রয়েছে Fair Usage Policy Limit যা কিনা 20 GB ডেটা। অর্থাৎ এই প্ল্যানের অধীনে সারা দিনে সবচেয়ে বেশি 20 GB ডেটা ব্যবহার করতে পারবেন Airtel -এর গ্রাহকরা। সারা দিন সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন- গুগলপে-ফোনপে UPI লেনদেন করেন? এই 7 নিয়ম মানতে হবে, নাহলে অ্যাকাউন্ট ফাঁকা হবে!
99 টাকার রিচার্জ প্ল্যানে Airtel কী কী সুবিধা দিবে –
Airtel-এর 99 টাকার এই রিচার্জ প্ল্যানটি করলে গ্রাহকরা টানা দুই দিন পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবে। এই প্ল্যানের FUP(Fair Usage Policy) হলো 20GB ডেটা। কোনো কারণে এই ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে গ্ৰাহকরা দুইদিন পর্যন্ত 20GB ডাটা ব্যবহার করতে পারবেন। Airtel Recharge Plan 2024 News
তবে Airtel-এর এই রিচার্জ প্ল্যান গুলি তখনই পাওয়া যাবে যদি গ্রাহকেরা ফোনে আগে থেকেই রিচার্জ করা থাকতে হবে। না হলে এই রিচার্জ প্ল্যান গুলো কার্যকরী হবে না। তাই কোনো গ্ৰাহক যদি এই রিচার্জ প্ল্যান এর সুবিধা নিতে চায় তাহলে তাকে আগে থেকেই যে কোন রিচার্জ করা থাকতে হবে।
Airtel -এর এই প্ল্যান গুলো মূলত ডেটা ওনলি ভাউচার, ফলে এই সমস্ত প্ল্যানে কোনওভাবেই Unlimited Call ও SMS-এর সুবিধা পাওয়া যাবে না। যে কোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে এগুলি আপনি রিচার্জ করতে পারেন। আর এর মাধ্যমে Unlimited Internet ব্যবহার করতে পারবেন গ্ৰাহকরা। যে সমস্ত গ্রাহকদের হঠাৎ করে অনেক ডেটার প্রয়োজন হয়, কেবল সেই সমস্ত গ্ৰাহকরা এই রিচার্জগুলি করতে পারেন।
Airtel Official Website Link- Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।