Allu Arjun Arrested: ‘পুষ্পা টু’ এর হিরো আল্লু আর্জুন অ্যারেস্ট হলেন। ১৪ দিনের পুলিশ হেফাজত!
Allu Arjun Arrested:
‘পুষ্পা’ চলচ্চিত্র যেভাবে সকল দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল তার পরে ‘পুষ্পা টু’ চলচ্চিত্রও আল্লু আর্জুনের অনুরাগীদের মনে বিরাট জায়গা করে নিয়েছে। তবে এর মাঝেই ঘটে গেলো মহা বিপদ। Allu Arjun Arrested
বর্তমানে আল্লু আর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের বিষয়টি কারোর কাছে অজানা নয়। হাওয়ার মতো এই খবর নিমেষেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। তবে এর আসল কারণ নিয়ে অনেক গুজবও রটেছে সব জায়গায়। এতো বড়ো সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি কারণ রয়েছে? আসুন জেনে নেওয়া যাক।
Table of Contents
কেন অ্যারেস্ট হলেন জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন?
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন আল্লু আর্জুন। এখনও পর্যন্ত তিনি তার সেরা পরিশ্রম দিয়ে দর্শকদের একাধিক মন জয় করা চলচ্চিত্র উপহার দিয়েছেন ‘পুষ্পা টু’ সিনেমাকে ঘিরে হওয়া এই ঘটনাটি তারই একটি জলজ্যান্ত ছবি, যা আমাদের সকলে দেখছি।
‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলেন আমাদের জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন। আর সেখানেই ঘটে সব সর্বনাশ। গত ৪ঠা ডিসেম্বর সন্ধ্যার সময় হায়দ্রাবাদের এক প্রেক্ষাগৃহে গিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, আল্লু আর্জুন যে সেখানে আসবে সেই খবর তেলেঙ্গানা পুলিশ প্রশাসন পর্যন্ত দেওয়া হয় নি। যার ফলে সৃষ্টি হলো এত সমস্যা। আল্লু আর্জুনকে একবার কাছের থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গেল সেই প্রেক্ষাগৃহে তার অনুরাগীদের। সেখানেই ৩৫ বছরের একজন মহিলা পদদলিত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনা ঘটার পর মৃত মহিলার পরিবারের সদস্যরা কতৃপক্ষের সাথে সাথে আল্লু আর্জুনের বিরুদ্ধেও মামলা দায়ের করেন। Allu Arjun Arrested
এই অবস্থায় গত ১৩ ডিসেম্বর ২০২৪- এ নিজস্ব বাড়ি থেকে গ্রেফতার করা হলো আল্লু আর্জুনকে। তবে গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার নিজস্ব আইনজীবী সোমবার পর্যন্ত তার গ্রেফতারিকে স্থগিত রাখার জন্য আবেদন জানায় আদালতের কাছে। কিন্তু কোনো সুরাহা হলো না, তাদের এই আবেদনকে উপেক্ষা করেছে আদালত কর্তৃপক্ষ। অবশেষে হিরো আল্লু আর্জুনকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত কর্তৃপক্ষ। সম্পূর্ণ দেশে এই ঘটনাটির জন্য শোকাহত তার পরিবার সহ অনুগামীরাও।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।