AMM and GNM Exam Big Scandal News 2024: নার্সিং প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রে উদ্ধার মোবাইল ফোন ছাত্রীদের গোপনাঙ্গ থেকে!
AMM and GNM Exam Big Scandal News 2024:
নার্সিং প্রবেশিকা পরীক্ষা নিয়ে ঘটলো এক বড় চাঞ্চল্যকর ঘটনা। মেটাল ডিটেক্টর যন্ত্র দিয়ে তল্লাসি করতেই ছাত্রীদের শরীরের নানান অংশ থেকে উদ্ধার হলো মোবাইল ফোন। ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনে।
পরীক্ষা কেন্দ্রে তৈরি হলো এমন বাজে পরিস্থিতি। সন্দেহজনকভাবে কিছু ছাত্রীকে ধরতে কারও জুতার সোল থেকে উদ্ধার হলো মোবাইল ফোন এবং কারও বা গোপনাঙ্গ থেকে উদ্ধার হলো মোবাইল ফোন।
Table of Contents
কী ঘটলো নার্সিং প্রবেশিকার পরীক্ষা কেন্দ্রে?
গত রবিবার ০৪/০৮/২৪ তারিখে ছিলো ANM ও GNM নার্সিং প্রবেশিকার পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের বাইরে স্পষ্ট লেখা ছিলো মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন শিক্ষিকাদের সন্দেহ হয় কিছু ছাত্রীর ওপর। কাজেই তারা অনেকক্ষণ ব্যাপারটি পর্যবেক্ষণ করার পর চেপে ধরতেই ছাত্রীদের শরীরের বিভিন্ন অংশ সমেত গোপনাঙ্গ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন। জানা গিয়েছে, জুতোর সোল কেটে মোবাইল ফোনের উদ্ধার মেলে পরীক্ষা কেন্দ্রে।
পশ্চিমবঙ্গে এমনিতেই সমস্ত চাকরির পরীক্ষাতেই চলছে বিভিন্ন জালিয়াতি চক্রের কাজ। কখনো পরীক্ষায় নকল করা বা পরীক্ষার আগে কিছু টাকার জন্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয় কোনোটাই নতুন নয়, তবে নকলের অভিযোগে উঠে আসলো নতুন ঘটনা। পরীক্ষা শুরু হতেই সন্দেহ জগে পরীক্ষা কেন্দ্রে পাহাড়া দেওয়া শিক্ষিকাদের মনে। কাজেই মেটাল ডিটেক্টর যন্ত্র দিয়ে তল্লাসি করতেই ছাত্রীদের দেহের যৌনাঙ্গ থেকে উদ্ধার হয় মোবাইল ফোন। AMM and GNM Exam Big Scandal News 2024
ঘটনায় সকলের কি মতামত প্রকাশ্যে উঠে আসলো?
প্রকাশিত খবর মাধ্যম দ্বারা জানা গিয়েছে, এমন কাণ্ড ঘটানো বেশিরভাগ ছাত্রী মালদা থেকে আগত। এই ঘটনার ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রের নিয়ম অনুযায়ী বলা হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীদের শরীর থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে, তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। কাউন্সিলের কাছে এমনটাই দাবি জানানো হয় পরীক্ষা কেন্দ্র থেকে। এই ঘটনায় শিক্ষক শিক্ষিকা সহ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মনেও একটা হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করে।
যে সমস্ত পরীক্ষার্থীরা পড়াশোনা করে যোগ্য ভাবে পরীক্ষা দিতে এসেছিলো দূর দূর থেকে, কিছু পরীক্ষার্থীদের এমন ঘটনার কারণে আরেকবার বিপদে পড়তে পারে তাদের পরীক্ষা। এই বিষয়ে অনেকটাই অস্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা। এখনও পর্যন্ত শুধু মাএ সেই সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করে দেওয়ার দাবি জানানো হয় নার্সিং কাউন্সিলিং বোর্ডের কাছে। বাকি পরীক্ষার্থীদের পরীক্ষা স্বাভাবিক ভাবেই সম্পন্ন হতে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বীরভূমের সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের তরফ থেকে। AMM and GNM Exam Big Scandal News 2024
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।