Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Asha Kormi Recruitment 2024: গ্ৰাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী নিয়োগ শুরু , শুধুমাত্র MP পাশ করলেই এই চাকরি মিলবে।

Asha Kormi Recruitment 2024:

Asha Kormi Recruitment 2024: রাজ্যের বেকারদের জন্য খুশি হাওয়া নিয়ে এসেছেন গ্রামীণ স্বাস্থ্য মিশনের তরফ থেকে রাজ্যে আশা কর্মী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে আবেদন করতে পারবেন যদি মাধ্যমিক পাশ করে থাকেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদের নিয়োগের জন্য মোট কতগুলি শূন্য পদ বেরিয়েছে,কিভাবে নিয়োগ করবেন, কোথায় আবেদন করতে হবে,কি কি কাগজপত্র লাগবে, আবেদন শুরু এবং আবেদন শেষের তারিখ কি রয়েছে? বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো

Asha Kormi Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Asha Kormi Recruitment 2024:-

আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে? –

www.healthyhowrah.org ওয়েবসাইট পোর্টাল থেকে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে অবশ্যই সমস্ত তথ্য নিজের দায়িত্বে যাচাই করে তবেই আবেদন করবেন।

*নিয়োগের বিস্তারিত তথ্য
*পদের নাম

*শূন্যপদের সংখ্যা

*মাসিক বেতন
*শিক্ষাগত যোগ্যতা
*বয়সসীমা
*নিয়োগ পদ্ধতি
*প্রয়োজনীয় কাগজপত্র
*আবেদন পদ্ধতি

*আবেদনপত্রটি কোথায় জমা দেবেন?
*গুরুত্বপূর্ণ তারিখ
*গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং:-DHFWS/HOW/1436/24 ।

নোটিশ প্রকাশের তারিখ: 03/04/2024 .

পদের নাম –

গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী।

শূন্যপদের সংখ্যা –

রাজ্যের হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে মোট শূন্যপদ রয়েছে ৪২ টি।

মাসিক বেতন –

বেতন সম্বন্ধে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই তবু আপনারা নিজে থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফলো করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা –

রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদের জন্য সরকারি দ্বারা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে।

Asha Kormi Recruitment 2024
Asha Kormi Recruitment 2024

বয়সসীমা –

  • 01/01/2024তারিখ অনুযায়ী রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
  • তপশিল জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি-

রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র –

১) জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড।

২) বাসিন্দা সার্টিফিকেট।

৩) ভোটার কার্ড বা রেশন কার্ড।

৪) জাতিগত প্রমাণপত্র‌।

৫) বর্তমানে তোলা দুই কপি পাসপোর্ট রঙিন ছবি।

আবেদন পদ্ধতি –

প্রথমতম, রাজ্যে বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

দ্বিতীয়তম, নিচে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।

তৃতীয়তম, ফ্রম ফিলাপ করা হয়ে গেলে নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে একটি খামের মধ্যে দিয়ে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রটি কোথায় জমা দেবেন?

সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ (বি.ডি.ও অফিস)।

গুরুত্বপূর্ণ তারিখ –

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর আবেদন শেষ হবে আগামী 31/07/2024। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ –

Official Notification- Download
Application Form- Download
Official Website- Click Here

আরও পড়ুন- ICDS New Recruitment 2024: ICDS অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ, MP পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।

Leave a Comment