Awas Yojana Scheme New Rules 2024: আবারও সমীক্ষা চলবে আবাস নিয়ে, নয়া নিয়ম রাজ্য সরকারের! এই কাজটি না করলে পাবেন না বাড়ি

Awas Yojana Scheme New Rules 2024: আবারও সমীক্ষা চলবে আবাস নিয়ে, নয়া নিয়ম রাজ্য সরকারের! এই কাজটি না করলে পাবেন না বাড়ি

Awas Yojana Scheme New Rules 2024:

আবাস যোজনার ঘরের বরাদ্দ করা টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে লড়াই লেগেই রয়েছে। অনেক আবেদনের পরেও দুই বছর বাংলা আবাস যোজনার বরাদ্দ টাকা দেওয়া হয় নি। তাই অনেকটা বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার বাংলা আবাস যোজনার ঘরের টাকা নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর এই কারণে এবার আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতে ক্ষোভ – বিক্ষোভ দেখা দিয়েছে। আরও যার ফলে রাজ্যের জেলায় জেলায় জন অসন্তোষ চরমে পৌঁছেছে। তার উপর আবার রয়েছে ট্যাব কেলেঙ্কারি। তবে অনেকে গ্রেপ্তার হলেও ভয় এখনও কাটছে না। Awas Yojana Scheme New Rules 2024

বাংলা আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ঘরের সমীক্ষার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় নানান বিক্ষোভ এবং বিতর্কের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের। কারণ বেশিরভাগ সময় দেখা গিয়েছে, ঘর পাওয়ার ফাইনাল লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁদের আগে থেকেই পাকা বাড়ি আছে, কিন্তু আবারও তাঁদের নামও রয়েছে প্রকল্পের তালিকায়। অথচ যাঁদের মাটির বাড়ি আসলে যাদের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছে তাদের নামই বাতিলের তালিকায় পড়ছে। তার উপর তো রয়েছেই আর্থিক দুর্নীতি। এমন অনেক অভিযোগ উঠে এসেছিলো, অনেক তৃণমূল নেতারাই আবাস যোজনার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দেয়নি সুবিধা। স্বাভাবিকভাবেই যার কারণে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী। তবে এবার সেই সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ নিচ্ছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Awas Yojana Scheme New Rules 2024
Awas Yojana Scheme New Rules 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা:

আবাস যোজনার ঘরের টাকা দেওয়া নিয়ে যাতে আবার ঘটনার পুনরাবর্তন না হয় সেই কারণে রাজ্য সরকারের নির্দেশে প্রতিটি পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা। বাংলা আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথিপত্র যাচাই করে দেখবেন সরকারি কর্মীরা যে কারা কারা সত্যিই আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য। Awas Yojana Scheme New Rules 2024

ভালো মতো খতিয়ে দেখা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও। এর মধ্যেই নবান্নের পক্ষ থেকে সমস্ত বিডিও অফিসে সমস্ত তথ্য পাঠানো হয়ে গিয়েছে। এর পাশাপাশি নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা। সেখানে আবাস যোজনার তালিকায় যে সমস্ত ব্যক্তিদের নাম উঠেছে তাদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হবে।

এই কাজ অবশ্যই করতে হবে:

আবাস যোজনার সার্ভের জন্য সরকারি কর্মীরা এক এক করে পরিচয় পত্র থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে দেখবেন। এরপর উপভোক্তার আধার নাম্বারের মাধ্যমে OTP পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে তার মালিক সেই উপভোক্তাই কিনা।

যদি সব কিছু ঠিক থাকে তো সরাসরি পোর্টাল থেকেই SMS এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি। আর সেই SMS এর ভিত্তিতে তিনি টাকা পাবেন। সেক্ষেত্রে আবাস যোজনার ঘরের তালিকায় যে যে ব্যক্তির নাম থাকবে যদি তাদের মধ্যে কেউ নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে তো তার নাম বাদ যাবে এই ফাইনাল তালিকা থেকে, অর্থাৎ টাকা পাবেন না সেই ব্যক্তি। এর পাশাপাশি, সবথেকে বড় কাজ হলো যেটা আপনাকে আগে করতে হবে সেটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ করাটা বিশেষ ভাবে জরুরি।

আরও পড়ুন- WB Ration List For December 2024: ডিসেম্বর মাসে পাবেন অতিরিক্ত রেশন! কোন কার্ডে পাবেন কতোটা রেশন?

আরও পড়ুন- Bangla Awas Yojona Camp 2024: বাংলা আবাস যোজনার ক্যাম্প শুরু পঞ্চায়েতে। জানুন বিস্তারিত তথ্য

Leave a Comment